ফ্ল্যাশ সেল এলার্টঃ আসছে সিম্ফোনি স্মার্টফোনের উপর অবিশ্বাস্য ছাড় 0 1489

দারাজ আবারও নিয়ে আসছে ফ্ল্যাশ সেল। মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দারাজ ডট কম ডট বিডি তে চলবে দেশের সবথেকে বেশি জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফোনির বেশ কিছু মডেলের উপর সর্বোচ্চ ২৬% পর্যন্ত ডিস্কাউন্ট।

কিছুদিন আগে দারাজ মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এর উপর দেয়া ফ্ল্যাশ সেলের সুত্রধরে এইবার সিম্ফোনি স্মার্টফোনের উপর ফ্ল্যাশ সেল আয়োজন করতে যাচ্ছে। তবে এইবারের ফ্ল্যাশ সেলে ক্রেতাদের জন্য থাকছে একাধিক পণ্যের মধ্যে থেকে পছন্দের ফোনটি বেছে নেয়ার সুযোগ।

Flash_Sale_Fb_Cover_Tomorrow

এইবারের ফ্ল্যাশ সেলের ফোন গুলোর মধ্যে থাকছে অ্যান্ড্রয়েড কিট-ক্যাট অপারেটিং সিস্টেম, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, কয়াড কোর প্রসেসর, ডুয়াল সিম এবং অভাবনীয় দাম।

বিশ্বব্যাপী ফ্ল্যাশ সেলের কনসেপ্টের আদলে দারাজের এই ফ্ল্যাশ সেলের আয়োজন। সাধারণত, স্বল্প সময়ের জন্য কিছু পন্যের উপর বড় অংকের ডিস্কাউন্ট দেয়ার অনলাইন ট্রেন্ডটি ই-কমার্স জগতে ফ্ল্যাশ সেল নামে সুপরিচিত। ফ্ল্যাশ সেলের সময় স্টক থাকে সীমিত ও সময় নির্ধারিত। তাই যত দ্রুত সম্ভব পছন্দের ফোনটি স্টক শেষ হওয়ার আগেই লুফে নিতে হবে।

 

তাই মার্ক করে রাখুন ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা এবং চোখ রাখুন www.daraz.com.bd তে

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php