
দারাজে চলছে সানসিল্ক এর সৌজন্যে দারাজ বৈশাখী মেলা-১৪২৩ যেখানে আপনি পাচ্ছেন সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। এরই মধ্যে অসংখ্য প্রোডাক্টের স্টক ফুরিয়ে গিয়েছে। সর্বাধিক বিক্রয় হওয়া ৫ টি পণ্যের বিবরণ নিচে দেয়া হলো,
মাত্র ৩,০০০ টাকায় পাওয়া যাচ্ছে মাইক্রোসফট লুমিয়া ৪৩০। মেলা শুরু হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই ফোনের বিশাল সম্ভার শেষ হয়ে যাওয়ার পর ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আবারও দারাজ ফের নিয়ে এলো লুমিয়া ৪৩০। মাইক্রোসফট লুমিয়া ৪৩০ কিনুন>
মাত্র ৯,০০০ টাকায় পাওয়া যাচ্ছে ৮ এম পি ব্যাক ও ৫ এম পি ফ্রন্ট ক্যামেরা সংযুক্ত ফোনটি যার আর মাত্র কিছু সংখ্যক স্টক বাকি আছে। হট কেকের মতই লুমিয়া ৪৩০ বিক্রয় হয়ে যাওয়ার গতির এর প্রায় কাছাকাছি গতিতে শেষ হয়ে যাচ্ছে মাইক্রোসফট লুমিয়া ৫৪০ ফোনটি। দেরি না করে এখুনি কিনুন মাইক্রোসফট লুমিয়া ৫৪০>
বাটা ও এপেক্সের ৮৭% ছাড়ে স্যান্ডেল
এমন কি আমি নিজেও লুফে নেয়ার আগেই ঝড়ের বেগে শেষ হয়ে গেল ৮৭% ডিস্কাউন্টে থাকা স্যান্ডেল গুলো। আমার মতো আপনি ভুল গুলো না করতে চাইলে এখন ৭০% ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে বাটা ও এপেক্সের জুতো গুলো, সেগুলো লুফে নিতে ক্লিক করুন, সর্বোচ্চ ৭০% জুতোর উপর ছাড়>
কার না চাই এই বৈশাখে একটি নতুন পাঞ্জাবী? ৪০০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকার মধ্যে যখন ৭০% ছাড়ে পাওয়া যাচ্ছে পাঞ্জাবী গুলো তখন স্টক তো তাড়াতাড়ি শেষ হবেই। তাই আপনারও যদি পরিকল্পনা থাকে এই বৈশাখে পাঞ্জাবী পড়ার তাহলে দেখে আসুন দর্জিবাড়ির পাঞ্জাবী গুলো>
স্যামসাং জে২, জে৫, জে ৭ ও গ্র্যান্ড প্রাইমে অর্ডারের উপর মাত্র ৫০০ টাকার ডিস্কাউন্ট থাকলেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে ফোন গুলি। চাহিদার তুলনায় স্টক বেশ সীমিত হওয়ায় ঝটপট লুফে নিন স্যামসাং ফোন গুলো>
সব শেষে এক মিনিট নিরাবতা যারা এখনো মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এর খোঁজে আছেন, কারণ মাত্র ৮ ঘণ্টার মাথায় ফুরিয়ে যায় লুমিয়া ৫৩৫ ।