March 23, 2023 3:46 AM Thursday

আসছে মেগা টিভি ব্লাস্ট থাকবে টিভির উপর সর্বোচ্চ ৬৩% ডিস্কাউন্ট 0 1491

অনেক দিন ধরেই কি ভাবছেন আপনার বাসার টিভি সেটটি বদলে ফেলা জরুরি? মনে মনে কি ভাবছেন সি আর টি টিভি টি আর কত দিন অথবা, এল সি ডি এর জায়গায় এল ই ডি হলে ভালো হতো, কিংবা, এল ই ডি এর জায়গায় একটি স্মার্ট টিভি হলে মন্দ হতো না।

এই যদি হয়ে থাকে আপনার মনের কথা তাহলে আপনার মনের আশা পূরণ করতে দারাজ নিয়ে আসছে আগামী ২৩ মে থেকে ২৯ মে পর্যন্ত মেগা টিভি ব্লাস্ট। যেখানে সব ধরণের টিভির উপর থাকবে সর্বোচ্চ  ৬৩% পর্যন্ত ডিস্কাউন্ট। দেশের সেরা ইলেক্ট্রোনিক্স ব্র্যান্ড যেমন স্যামসাং, সনি, এলজি, প্যানাসোনিক, ওয়াল্টন এবং সোহানার টিভি, হোম থিয়েটার, ডি ভি ডি প্লেয়ার, হাই ফাই সিস্টেমর উপর থাকবে অবিশ্বাস্য সব ডিস্কাউন্ট।

BD_W20_FB_TV-Week---Sony

মেগা টিভি ব্লাস্ট চলাকালীন সময় মাত্র ২০ হাজার টাকায় পাওয়া যাবে ৩২ ইঞ্চি এল ই ডি টিভি,  ৪৭ হাজার টাকায় পাওয়া যাবে স্মার্ট টিভি। এছাড়াও অত্যাধুনিক কার্ভড এবং ফোর কে টিভিতে থাকবে সর্বোচ্চ ৬৩% পর্যন্ত ছাড়।

তাই আপনার পছন্দের টিভিটি খুঁজে নিতে ২৩ মে থেকে চোখ রাখুন মেগা টিভি ব্লাস্ট পেইজে

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php