
ক্রেতাদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে এইবার দারাজ নিয়ে এলো অ্যানড্রয়েড ফ্ল্যাশ সেল। আজ বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দারাজ ডট কম ডট বিডি তে চলবে অ্যানড্রয়েড ফ্ল্যাশ সেল। যেখানে থাকছে শাওমি, ইন্টেক্স এবং এল ই টি ভি এর দুর্দান্ত সব ফোন।
ফ্ল্যাশ সেলে থাকছে শাওমি রেডমি নোট ৩ প্রো, শাওমি রেডমি ৩, শাওমি এমআই ৪এস। শাওমি রেডমি নোট ৩ প্রো ফোনে রয়েছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম, ৪১০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বাজার মুল্য ২৩,৫০০ টাকা হলেও ফ্ল্যাশ সেল চলাকালীন সময় ১৫% ডিস্কাউন্টে ফোনটি পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। আরও বিস্তারিত পড়ুন শাওমি রেডমি নোট ৩ প্রো
এছাড়াও ১৫,০০০ টাকার শাওমি রেডমি ৩ পাওয়া যাবে ১৭% ডিস্কাউন্টে মাত্র ১২,৫০০ টাকায়। শাওমি রেডমি ৩ তে আছে অক্টাকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি রম, ৪১০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরও বিস্তারিত পড়ুন শাওমি রেডমি নোট ৩ প্রো
এছাড়াও ফ্ল্যাশ সেল চলাকালীন সময় শাওমি এমআই ৪এস এর উপর থাকবে ১০% ডিস্কাউন্ট, এল ই টি ভি ১এস- ২ জিবি এর উপর থাকবে ১৫% ডিস্কাউন্ট, এল ই টি ভি ১এস – ৩ জিবি এর উপর থাকবে ১৭% ডিস্কাউন্ট।
সর্বোচ্চ ৪৫% ডিস্কাউন্ট থাকবে ইন্টেক্স অ্যাকুয়া স্টার ২ যা পাওয়া যাবে বাজার মূল্য থেকে ৫,২০০ টাকা কমে মাত্র ৬,৩০০ টাকায়। ইন্টেক্স অ্যাকুয়া স্টার ২ সম্পর্কে জানতে
যথারীতি ফ্ল্যাশ সেল চলাকালীন সময় থাকবে অল্প ও স্টক থাকবে সীমিত। তাই পছন্দের ফোনটি লুফে নিতে হবে আগে ভাগে। তাই দেরি না করে ভিজিট করুন এবং বুক মার্ক করে রাখুন এই দারাজ অ্যানড্রয়েড ফ্ল্যাশ সেল