
ঈদকে ঘিরে শপিং উন্মাদনা শুরু হয়েছে পুরো দেশ ব্যাপী। সবাই ছুটছে শপিং মলে খুঁজে নিতে নিজের পছন্দের পোশাক ও ফ্যাশন সামগ্রী। আপনার ঈদের শপিং এর ঝামেলা কে সহজ করতে আজকে দুপুর ৩ টা থেকে দারাজ নিয়ে আসতে যাচ্ছে ফ্র্যাগরেন্স ফ্ল্যাশ সেল।
আজ দুপুর ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সর্বোচ্চ ৫০% ছাড়ে দারাজে পাওয়া যাবে বুলগেরি, ভারসাচে, ক্যালভিন ক্লাইন, ডেভিডঅফ, আজারো, জাগুয়ার, ডানহিল, ফেরারি, বারবেরি সহ আরও অনেক নাম করা ব্র্যান্ডের পারফিউম। পুরুষ কিংবা নারী সবার জন্যই থাকবে সেরা পারফিউম ডিল।
দারাজ এই প্রথমবারের মতো ফ্র্যাগরেন্স ফ্ল্যাশ সেল করেতে যাচ্ছে। ঈদের শপিং এর কথা মাথায় রেখে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেরা ব্র্যান্ডের পারফিউম।
আর দেরি না করে বিস্তারিত জানতে ভিজিট করুন ফ্র্যাগরেন্স ফ্ল্যাশ সেল। এই ঈদে থাকুন সারাক্ষণ সুবাসিত।