
বাংলাদেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস daraz.com.bd তে এখন পাওয়া যাচ্ছে দেশীয় ফ্যাশনের সবচেয়ে সৃজনশীল এবং ব্যতিক্রমী ফ্যাশন ব্র্যান্ড জেন্টেল পার্ক -এর ৫০ টিরও বেশি ফ্যাশন পণ্য ও এক্সেসরিজ। জেন্টেল পার্কের মত নামী ব্র্যান্ডেড পণ্য আসার মাধ্যমে দারাজ বাংলাদেশে ছেলেদের ফ্যাশন অ্যারেনায় নব দিগন্ত উন্মোচিত হল।
ব্র্যান্ডেডঃ দারাজে ছেলেদের ফ্যাশন
গরমের এই সময়ে মাথার ওপর প্রতিনিয়তই চোখ রাঙাচ্ছে সূর্য! শীতকালীন ঠান্ডা ফ্যাশন এখন কেবলই স্মৃতি। গরমকাল যত সামনের দিকে আগায়, সাথে সাথে দ্রুত বেড়ে চলে তাপমাত্রা। এই গরমে যদিও বা নিজেকে ঠাণ্ডা রাখা দায়, কিন্তু তাই বলে ফ্যাশন তো আর থেমে থাকলে চলবে না! আর তাই রুচিশীল ফ্যাশন সচেতন বাঙালী তরুনদের সেরা পছন্দ দারাজে ছেলেদের ফ্যাশন -এর ব্র্যান্ডেড পণ্য।
সেরা দামঃ জেন্টেল পার্ক -এর পাঞ্জাবি
গরম এবং বৃষ্টি দুই রকমের আবহাওয়ার কথা খেয়াল রেখে জেন্টেল পার্ক ক্রেতাদের জন্য বৈচিত্রময় ও আধুনিক ডিজাইনের সেরা পাঞ্জাবী ও শেরওয়ানি। আর ব্র্যান্ডটির ঐতিহ্যগতভাবে ও সমসাময়িক সময়ের জন্য ডিজাইনকৃত অনন্য বৈচিত্র্যের সেরা পাঞ্জাবীগুলো পাওয়া যাচ্ছে Daraz.com.bd ওয়েবসাইটে বেশ সাশ্রয়ী দামে।
আকর্ষনীয়ঃ জেন্টেল পার্ক -এর পোলো
গরমের প্রকোপ ক্রমেই বাড়ছে। উত্তরের হিমেল হাওয়া কমে আসতে শুরু করেছে। প্রকৃতির এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে তরুণদের জীবনে। দিনটাকে হালকা পোশাকে শুরু করাই শ্রেয়। আর পোশাকের এই পরিবর্তনে ছেলেদের পোলো শার্টই বর্তমান সময়ের সেরা ফ্যাশন। পোলো শার্টের রঙে ও নকশায় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড “জেন্টেল পার্ক” এনেছে বৈচিত্র্য। আর সেরা দামে উপযুক্ত ছেলেদের পোলো কিনে নিতে পারেন জেন্টেল পার্কের এক্সক্লুসিভ অনলাইন পার্টনার daraz.com.bd থেকে।
আরামদায়কঃ জেন্টেল পার্ক -এর শার্ট
ছেলেদের ফ্যাশনের ক্ষেত্রে শার্টের জনপ্রিয়তাই এখন বেশি। ছেলেরা তাদের ফ্যাশনের জন্য শার্টকেই বেশি পছন্দ করে। কারণটা মূলত অফিসিয়াল কিংবা ক্যাজুয়াল – দুই কাজেই ব্যবহার করা যায় ছেলেদের শার্ট। তাই বিভিন্ন রকম ডিজাইন ও পরতে আরামদায়ক এমন শার্টগুলো ফ্যাশন সচেতন ছেলেদের নজর কাড়ছে বেশ ভালভাবেই। আর দারাজ থেকে সহজ হোম ডেলিভারির মাধ্যমে কিনতে পারছে ক্রেতারা।
স্বাগতমঃ দারাজের ব্র্যান্ডেড ফ্যাশন জগতে
দারাজে ফ্যাশন ব্র্যান্ড “জেন্টেল পার্ক” ছাড়াও আছে দেশ-বিদেশের জনপ্রিয় বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সেরা সব পণ্যের সুবিশাল সংগ্রহ। ছেলেদের ফ্যাশনের পাশাপাশি আছে মেয়েদের ফ্যাশন, এমনকি শিশুদের জন্য ফ্যাশন পণ্যও এখন বেশ বড় পরিসরে পাওয়া যাচ্ছে দারাজ ওয়েবসাইটে। তাই, আপনার দৈনন্দিন ফ্যাশন সমস্যার সমাধান হিসেবে আজই বেছে নিতে পারেন দারাজ শপ কে।