স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। অনেকেই এখন নিজের মোবাইল ছাড়া একটা দিনও কল্পনা করতে পারেন না।
যদি মনে হয় মোবাইল ছাড়া দিন কাটানো আপনার পক্ষে খুব বেশি কঠিন হবে না তবে নিচের কুইজটি খেলে যাচাই করে নিতে পারেন নিজেই।
১. আপনি কি সকালে এক অ্যালার্মে ঘুম থেকে জেগে উঠতে পারেন?
হ্যাঁ
একটাই এলার্ম, কিন্তু কয়েকবার বাজতে হয়
না, অনেকগুলো এলার্ম লাগে
Correct!
Wrong!
২. পাঠাও কিংবা উবার ছাড়া আপনি কি কোথাও যাবার জন্য গাড়ি ঠিক করতে পারবেন?
অবশ্যই পারবো
চেষ্টা করা যায়
আমার ফোনটি কি ফেরত পেতে পারি?
Correct!
Wrong!
৩. কোনো বন্ধুর সাথে কোথাও দেখা করতে চাচ্ছেন? কিভাবে ঠিক করবেন?
তাকে আগে থেকেই বলে রাখবো
কম্পিউটার, মেইল তো আছেই
ফোনটা সাথে থাকলে সুবিধা হতো
Correct!
Wrong!
৪. বন্ধুরা মিলে বাসায় বসে বাইরের খাবার খেতে চাচ্ছেন? কিভাবে আনবেন?
পাঠাও ফুড কিংবা উবার ফুড?... ওহ সরি
কম্পিউটারে, ইন্টারনেটে চেষ্টা করবো
বাইরে গিয়ে নিয়ে আসতে হবে কাউকে
Correct!
Wrong!
৫. সোস্যাল মিডিয়া নিয়ে কথা বলা যাক। একটি গোটা দিন কি আপনি স্ক্রলিং না করে থাকতে পারবেন?
অবশ্যই
কম্পিউটার থেকে স্ক্রল করা তো যাবেই
পারবো না, ফোন ফেরত চাই
Correct!
Wrong!
৬. রাস্তা দিয়ে যাবার সময় চমৎকার একটা কিছু দেখলেন, কিভাবে স্মৃতিটা ধরে রাখবেন?
সাধারণ ক্যামেরা দিয়ে ছবি তুলবো
মুহূর্তটা উপভোগ করলেই স্মৃতিতে থাকবে বেশি
এখনি ফোনের জন্য হাত নিশপিশ করছে
Correct!
Wrong!
৭. বাসে করে দূরে কোথাও যাচ্ছেন। কিভাবে সময় কাটাবেন?
জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে
ফোনের কথা ভাবতে ভাবতে
দেখি কি করা যায়
Correct!
Wrong!
Share the quiz to show your results !
Subscribe to see your results
আপনি কি মোবাইল ছাড়া একটি দিন টিকে থাকতে পারবেন?
You are %%personality%%
%%description%%
But I'm also %%personality%%
%%description%%
Loading...
I can,t believe iam winners