March 23, 2023 4:10 AM Thursday

দারাজ বন্ধু প্রোগ্রাম – আয় করুন দারাজ অ্যাপ রেফার করে 7 5745

দেশের ই-কমার্স ইতিহাসে প্রায় প্রতি বছরই অনলাইন শপিং এ ক্রেতাদের আগ্রহের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে শপিং এর এই উদ্দীপনার মাত্রা সারাদেশের বিভিন্ন প্রান্তে আরেকটু উসকে দিতে এই প্রথমবারের মত দারাজ বাংলাদেশ চালু করলো “দারাজ বন্ধু প্রোগ্রাম” নামক রেফারেল প্রোগ্রাম। এর ফলে দারাজের যেকোন গ্রাহকই পাচ্ছেন দারাজ অ্যাপ রেফার করে আয়ের সুযোগ।

দারাজ বন্ধু প্রোগ্রাম কি?

দারাজ বন্ধু প্রোগ্রামের মাধ্যমে আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুদেরকে তাদের মোবাইলে দারাজ অ্যাপ ডাউনলোড করতে রেফার করতে পারেন। তারা আপনার রেফার করা লিংকটির মাধ্যমে দারাজ অ্যাপ ডাউনলোড করলেই আপনার একাউন্টে জমবে টাকা। এভাবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে দারাজ অ্যাপ রেফার করে আপনি পাবেন প্রতি মাসে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার লুফে নেওয়ার সুযোগ।

কিভাবে দারাজ বন্ধু প্রোগ্রামের সুফল ভোগ করবেন?

১। দারাজ অ্যাপ ওপেন করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।

২। কিউআর কোড স্ক্যান করে দারাজ বন্ধু প্রোগ্রাম অ্যাপ পেজে প্রবেশ করুন। অথবা এই লিঙ্কে ক্লিক করে সহজেই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন।

৩। এবার দারাজ বন্ধু প্রোগ্রাম পেইজটি ওপেন হলে সেখানে আপনার মোবাইল নম্বরটি প্রদান করে ইনভাইট ফ্রেন্ডস এ ক্লিক করুন। 

Daraz Bondhu Program - daraz.com.bd

৪। পরবর্তী পেজেই আপনার লিংকটি জেনারেট হয়ে যাবে। লিংকটি কপি করতে Check here to copy link বাটনে ক্লিক করুন।

Daraz Bondhu Program - daraz.com.bd

৫। কপিকৃত লিংকটি আপনার বন্ধুদের পাঠিয়ে দিন। আর উপভোগ করুন সেরা শপিং এর সেরা ডিলস।

পুনশ্চ-

* কতগুলো অ্যাপ ইনস্টল হয়েছে সেটা দেখতে চেক ইওর ইনস্টলস -এ ক্লিক করতে পারেন।

Daraz Referral Program - daraz bondhu

* রেফারেল লিংকটি ব্যবহার করে প্রত্যেকটি অ্যাপ ইনস্টলের জন্য আপনাকে একটি ১০০ টাকার ভাউচার পুরস্কার প্রদান করা হবে। (এক মাসে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ভাউচার)

তাই আর দেরি কেন? এখনি আপনার পরিবার ও বন্ধুদেরকে প্রতি মাসে বেশি বেশি দারাজ অ্যাপ রেফার করে ভাউচার জিততে থাকুন।

পোস্টটি ইংরেজিতে পড়ুন,
Daraz Bondhu Program – Earn Money Referring Daraz App

Previous ArticleNext Article
I am Passionate about Search Engine Friendly Content Writing. Apart from that I am a Search Engine Optimizer for Digital Contents.

7 Comments

    1. নিজের একাউন্টে লগিন করে কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার রেফারাল লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কটিতে ঢুকে যে কেউ দারাজ অ্যাপ ইন্সটল করলেই আপনার রেফারাল বলে গণ্য হবে। তাই যাকে রেফার করতে চান, এই তৈরী হওয়া লিঙ্কটি পাঠিয়ে দিন।

  1. এখন কি আর রেফার করা যায়না।
    আমিতো অপশন খুঁজে পাইনা।

        1. দুঃখিত বর্তমানে এই অফারটি বন্ধ রয়েছে। আবার চালু হলে আমরা জানিয়ে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php