দেশের ই-কমার্স ইতিহাসে প্রায় প্রতি বছরই অনলাইন শপিং এ ক্রেতাদের আগ্রহের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে শপিং এর এই উদ্দীপনার মাত্রা সারাদেশের বিভিন্ন প্রান্তে আরেকটু উসকে দিতে এই প্রথমবারের মত দারাজ বাংলাদেশ চালু করলো “দারাজ বন্ধু প্রোগ্রাম” নামক রেফারেল প্রোগ্রাম। এর ফলে দারাজের যেকোন গ্রাহকই পাচ্ছেন দারাজ অ্যাপ রেফার করে আয়ের সুযোগ।
দারাজ বন্ধু প্রোগ্রাম কি?
দারাজ বন্ধু প্রোগ্রামের মাধ্যমে আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুদেরকে তাদের মোবাইলে দারাজ অ্যাপ ডাউনলোড করতে রেফার করতে পারেন। তারা আপনার রেফার করা লিংকটির মাধ্যমে দারাজ অ্যাপ ডাউনলোড করলেই আপনার একাউন্টে জমবে টাকা। এভাবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে দারাজ অ্যাপ রেফার করে আপনি পাবেন প্রতি মাসে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার লুফে নেওয়ার সুযোগ।
কিভাবে দারাজ বন্ধু প্রোগ্রামের সুফল ভোগ করবেন?
১। দারাজ অ্যাপ ওপেন করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
২। কিউআর কোড স্ক্যান করে দারাজ বন্ধু প্রোগ্রাম অ্যাপ পেজে প্রবেশ করুন।
৩। এবার দারাজ বন্ধু প্রোগ্রাম পেইজটি ওপেন হলে সেখানে আপনার মোবাইল নম্বরটি প্রদান করে ইনভাইট ফ্রেন্ডস এ ক্লিক করুন।
৪। পরবর্তী পেজেই আপনার লিংকটি জেনারেট হয়ে যাবে। লিংকটি কপি করতে Check here to copy link বাটনে ক্লিক করুন।
৫। কপিকৃত লিংকটি যথাযথ স্থানে পেস্ট করে আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দিন।
পুনশ্চ-
* কতগুলো অ্যাপ ইনস্টল হয়েছে সেটা দেখতে চেক ইওর ইনস্টলস -এ ক্লিক করতে পারেন।
* রেফারেল লিংকটি ব্যবহার করে প্রত্যেকটি অ্যাপ ইনস্টলের জন্য আপনাকে একটি ১০০ টাকার ভাউচার পুরস্কার প্রদান করা হবে। (এক মাসে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ভাউচার)
তাই আর দেরি কেন? এখনি আপনার পরিবার ও বন্ধুদেরকে প্রতি মাসে বেশি বেশি দারাজ অ্যাপ রেফার করে ভাউচার জিততে থাকুন।
পোস্টটি ইংরেজিতে পড়ুন,
Daraz Bondhu Program – Earn Money Referring Daraz App
1 Comment