আপনি কি দারাজে অর্ডার কৃত যেকোন পণ্য সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে উপভোগ করতে চান? তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই চলে আসতে পারেন নিকটস্থ দারাজ কালেকশন পয়েন্টে। দারাজ ওয়েবসাইট বা অ্যাপ থেকে কালেকশন পয়েন্ট অ্যাড্রেস বাছাই করার পদ্ধতি খুবই সহজ, দারাজে পণ্য অর্ডার করার সময়েই আপনার কাঙ্খিত ও নির্ধারিত এলাকাভিত্তিক পিক আপ পয়েন্টটি ডেলিভারি অপশন থেকে বেছে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। তাছাড়া দারাজ কালেকশন পয়েন্টের বড় সুবিধা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি পণ্য সংগ্রহ করতে পারবেন কোন ধরণের ডেলিভারি চার্জ ছাড়াই।
দারাজ কালেকশন পয়েন্ট সম্পর্কে প্রয়োজনীয় কিছু প্রশ্নত্তর জেনে নেওয়া যাকঃ
১। দারাজে পণ্য অর্ডার করার সময়ে কিভাবে কালেকশন পয়েন্ট বাছাই করবেন?
>> আপনার বাছাইকৃত পণ্যের ধরণ, সাইজ ও ক্যাটাগোরি অনুসারে স্বয়ংক্রিয়ভাবেই দারাজে নির্দিষ্ট এলাকাভিত্তিক কালেকশন পয়েন্টের অপশন দেখানো হবে। তাই অর্ডার চেক আউটের সময় পছন্দানুসারে নির্দিষ্ট পিক আপ পয়েন্টটি নিশ্চিন্তে বেছে নিতে পারবেন।
২। দারাজ কালেকশন পয়েন্ট সপ্তাহে কয়দিন খোলা থাকে?
>> দারাজ কালেকশন বা পিক আপ পয়েন্ট সপ্তাহে ৬ দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।
৩। কাস্টমারের পক্ষ থেকে অন্য কেও পারসেল গ্রহণ করতে পারবে?
>> আপনার ম্যাসেজে পাঠানো ওটিপি সাথে থাকলে যে কেও পারসেলটি গ্রহণ করতে পারবে।
৪। দারাজ কালেকশন পয়েন্ট থেকে কিভাবে পণ্য সংগ্রহ করবেন?
- স্টেশন এজেন্টের কাছে আপনার ট্র্যাকিং নাম্বারটি প্রদান করুন,
- প্যাকেজ ইনফরমেশন সতর্কতার সাথে চেক করুন,
- স্টেশন এজেন্টকে আপনাকে পাঠানো ওটিপি দেখান।
৫। দারাজে কিভাবে আমার অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো? এবং কিভাবে নতুন ডেলিভারি অ্যাড্রেস যুক্ত করতে পারবো?
- এখন ড্রপ ডাউন মেন্যু থেকে “ম্যানেজ মাই অ্যাকাউন্ট” -এ ক্লিক করুন
- এরপর আপনার অ্যাকাউন্টের বাম দিকে “অ্যাড্রেস বুক” নামক একটি অপশন খুঁজে পাবেন
- এখন “অ্যাড এ নিউ অ্যাড্রেস” বাটনে ক্লিক করুন, নতুন অ্যাকাউন্ট সম্পূর্ণ করতে enter চাপুন এবং “সেভ দিস অ্যাড্রেস”-এ ক্লিক করুন।
৬। প্যাকেজ গ্রহণ করার আগে কি চেক করা যাবে?
>> না, শুধুমাত্র প্যাকেজটি গ্রহণ করার পর অর্থাৎ ইপিওডি (ইলেক্ট্রনিক প্রুফ অব ডেলিভারি) সাইন হওয়ার পরেই আপনার প্যাকেটটি খোলা সম্ভব।
৭। আমার জন্য উপযুক্ত শিপিং অ্যাড্রেস কি বেছে নিতে পারবো?
>> হ্যা, নিজস্ব এলাকার ভিত্তিতে যেখান থেকে প্যাকেজটি গ্রহণ করতে চান, ঠিক সেই শিপিং অ্যাড্রেসটিই আপনি বেছে নিতে পারবেন।
কিভাবে আপনার জন্য উপযুক্ত কালেকশন বা পিক আপ পয়েন্ট বাছাই করবেন!
আপনার ফ্রি ডেলিভারি নিশ্চিত করতে এখানে ক্লিক করুন
আপনার কালেকশন বা পিক আপ স্টেশন নিশ্চিত করুন
⇒ খুব সহজে কাঙ্খিত কালেকশন পয়েন্ট বেছে নিতে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন;
পোস্টটি ইংরেজীতে পড়ুন;
I want to buy a digital non contact thermometer as medium prize.
Please make an order from Daraz app or Daraz website.
I will purchase samsung m21 Mobile
কুমিল্লা শোরুমকি খোলা?
আপনি অর্ডার করলেই নির্দিষ্ট পণ্য পৌঁছে যাবে।
Vai apnader pick up point Satkhira khuja passi na.
jodi 1 ta contact number ditan taila khuv valo hoto.
Check this list please
https://blog.daraz.com.bd/2019/10/31/daraz-pickup-point-list/
We, the people of patiya of chattogram are client who are staying around the country. We want to take delivery to our home town- patiya of chattogram. If You arrange a pick up point to patiya, ww will buy more. It will be a great news when we will know there is a daraz pick up point in patiya.
Thank you for supporting Daraz. We’ll consider this with an open mind. Stay tuned.
chuadanga ta akta pickup point kora dorkar celo daraz ar
শীঘ্রই দেশের আরো অনেক জায়গায় আমাদের পিকআপ পয়েন্ট চালু করার পরিকল্পনা আছে। সাথেই থাকুন।
স্যার আমি একজন দোকানদার। আপনাদের daraz এ দেখলাম ভালোমানের জুতার এড। আমি কি আপনাদের কাছ থেকে পাইকারি জুতার মালামাল নিতে পারব?
জ্বি না। দারাজ অনলাইন শপ থেকে অর্ডার করতে পারবেন পছন্দের জুতাটি স্টক থাকা পর্যন্ত।
Amr app e bltese shipped hoise item kintu mobile e kono otp ashe nai ba kono msg ashe nai,ami ki collection point e jeye dekhbo naki message tar jnno wait korbo?
You can easily see the current status of your delivery through the ‘Order Tracking’ or ‘Track my order’ option from the Daraz app or website.
For details visit – https://blog.daraz.com.bd/2019/11/14/track-your-daraz-order/
For further assistance, call 16492 or +8809610096111 (daraz customer care number)
কেরানীগঞ্জে আপনাদের পিকআপের পয়েন্ট কোথায়????
Hub Keranigonj
Address: Shuvadda, Purbo para, Mahtab Soap Factory, Chitakhola Road, South Keranigonj, Dhaka
মাগুরায় দারাজের কালেকশন পয়েন্ট কোথায়?
Vaina DEX MAGURA STATION Chopdar Para