আপনার কি ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা রয়েছে? বাড়িতে বসে আপনি যদি ব্যবসা থেকে আরও বেশি উপার্জন করতে চান বা নিজের ব্যবসা কে আরো বড় করতে চান তবে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম আপনার জন্য হতে পারে একটি চমৎকার সুযোগ।
বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজে ১০০+ ক্যাটাগরিতে রয়েছে লক্ষ লক্ষ পণ্য- যেখান থেকে ডিজিটাল শপিং এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারছে দশ লক্ষেরও বেশি গ্রাহক।
এবং এই প্রোগ্রামের সেরা আকর্ষণ? দারাজ মে ও জুন মাসের জন্য এই বিক্রেতাদেরকে ০% কমিশন চার্জ করবে!
সুতরাং, আজই দেশের বৃহত্তম অনলাইন শপিং ওয়েবসাইট দারাজের একটি অংশ হয়ে যান এবং দারাজের এক্সক্লুসিভ সব সুবিধা ব্যবহার করে নিজের ব্যবসাকে আরো প্রসারিত করুন!
কেন দারাজের একজন বিক্রেতা হবেন?
তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন ব্যবসাই যে বাংলাদেশের সকল প্রকার বাণিজ্যের ভবিষ্যৎ হতে যাচ্ছে সে ব্যাপারে কারো সন্দেহ থাকার কথা নয়।
বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ দ্বারা দারাজকে অধিগ্রহণের ফলে, আপনি সহজেই বুঝতে পারবেন- বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্য প্রযুক্তি এবং লজিস্টিক ব্যবহার করে কিভাবে ঘরে বসেই ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজের ব্যবসা ও উপার্জন বাড়িয়ে তোলা সম্ভব।
দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর সাথে যুক্ত হয়ে যেভাবে লাভবান হতে পারেন-
চলুন এক নজরে জেনে নেয়া যাক কিভাবে দারাজের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারেন-
ব্যবসায় সহায়তা:
- যেকোনো ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান দারাজে তাদের দোকান সেটআপ করে পেতে পারে ২৪/৭ ঘন্টার নিরবিচ্ছিন্ন ও ডেডিকেটেড কনসালটেন্সি। এছাড়া ফ্রী এনালিটিক্যাল টুলের মাধ্যমে ব্যবসায়ীরা পাচ্ছেন তাদের অনলাইন বিজনেসকে আরো প্রসারিত করার দারুন সুযোগ।
আর্থিক সহায়তা:
- এই অস্থির সময়ে বিক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে দারাজ গ্রহণ করেছে ০% কমিশন উদ্যোগ। সকল নিবন্ধিত ও নতুন বিক্রেতারা ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই অফার উপভোগ করতে পারবেন। এছাড়া ফ্রী পিকআপ ও স্টোরেজ সুবিধা ছাড়াও আপনি পাবেন প্রমোশনাল ক্রেডিট ও প্যাকেজিং সুবিধা।
অনবোর্ডিং এবং প্রশিক্ষণ:
- আপনি যদি দারাজ এর মাধ্যমে নিচের অনলাইন ব্যবসা কি আরো প্রসারিত করতে চান তবে ওয়েবিনার ও দারাজ ইউনিভার্সিটির আপনার জন্য থাকছে ফ্রি প্রশিক্ষণ ও অনলাইন সেলার এডুকেশন ব্যবস্থা।
এক্সপ্রেস সাইন-আপ:
- নতুন বিক্রেতাদের জন্য থাকছে এক্সপ্রেস সাইন আপ ব্যবস্থা যার মাধ্যমে একজন বিক্রেতা ২ দিনেরও কম সময়ে দারাজে নিজের ব্যবসা শুরু করতে পারেন।
ফ্রী মার্কেটিং প্রমোশন:
- কোন রকমের বাড়তি ফি ছাড়াই ফ্রী অন অ্যাপ প্রমোশনেরর মাধ্যমে আরো বেশি সংখ্যক ক্রেতার কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দিন আর উপভোগ করুন নিজের ব্যবসার দারুণ প্রসার।
দারাজ বিশ্বাস করে যে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম এর মাধ্যমে এই অস্থির সময়ে দেশের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আবার তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেই সাথে লক্ষ লক্ষ অনলাইন গ্রাহকের কাছে নিজের ব্যবসাকে তুলে ধরে উপভোগ করতে পারবে বাংলাদেশের অনলাইন ব্যবসার সেরা সুবিধাগুলো।
কিভাবে দারাজে বিক্রেতা হবেন?
আপনি যদি দারাজে কিভাবে দোকান খুলবেন কিংবা দারাজে কিভাবে নিজের ব্যবসা শুরু করবেন তা জানতে চান, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দারাজ অনলাইন শপে নিজের ব্যবসা শুরু করা খুবই সহজ ও ঝামেলাহীন।
এছাড়া আপনি দারাজ সেলার সাইনআপ পেইজে রেজিস্ট্রেশন করতে ও নিচের ৩টি সহজ ধাপ অনুসরণ করতে পারেন-
ধাপ-১:
রেজিস্টার করুন ও পণ্য তালিকাভুক্ত করুন
- দারাজ ওয়েবসাইটে যান এবং রেজিস্ট্রেশন করে আপনার পণ্য তালিকাভুক্ত করুন
- আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়ের বিস্তারিত তথ্য দিন
- আপনি দারাজে যে পণ্যগুলি বিক্রয় করতে চান সে সম্পর্কিত তথ্য প্রদান করুন
ধাপ-২:
অর্ডার গ্রহণ করুন এবং সারা বাংলাদেশে বিক্রয় করুন
- আপনার পণ্য এবং ব্যবসার সমস্ত বিবরণ তালিকাভুক্ত হয়ে গেলে আপনি বিক্রয় শুরু করতে পারবেন
- দারাজ সেলার সেন্টার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রেতাদের অর্ডার গ্রহণ এবং পরিচালনা করুন
- কোন অর্ডার পেলে আপনার কাজ শুধু পণ্যটি প্যাকেজ করা পর্যন্তই। ক্রেতার কাছে প্যাকেজ শিপিং দারাজই পৌঁছে দেবে।
ধাপ-৩:
টাকা বুঝে নিন ও আপনার ব্যবসা বৃদ্ধি করুন
- সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনার অর্ডারের অর্থ পৌঁছে যাবে
- এভাবে আরো সহজে, আরও বেশি বিক্রয়ের মাধ্যমে আপনার ব্যবসা প্রসারণ শুরু করুন
তো আর দেরি কেন? আজই দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর মাধ্যমে সাইন আপ করুন এবং নিজের ব্যবসা বৃদ্ধি করুন বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের সাথে!
এখনই দারাজ সেলার সেন্টার অ্যাপটি ডাউনলোড করে হাতের মুঠোয় নিয়ে নিন নিজের সম্পূর্ণ ব্যবসা, সবচেয়ে সহজ পদ্ধতিতে!
দারাজ এ সেলার হওয়ার জন্য আমি কোথায় যোগাযোগ করলে ভালো হবে জানাবেন। প্লিজ
দারাজ সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।
দারাজ সেলার হতে চাই এর জন্য আমাকে কী কী করতে হবে?
To become daraz seller, follow this guide-
https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/
Please send me the list of commission rate with categories of products
https://tinyurl.com/y3uwjpp2
অর্ডার হলে প্রোডাক্ট টি আমাকে কোথায় পৌঁছে দিতে হবে? নিকটবর্তী কালেকশন পয়েন্টে? নাকি ঢাকার অফিসে?
আপনার নিকটবর্তী কালেকশন পয়েন্টে
দারাজে সেলার হতে হলে কি কোনো ফি লাগে.? আর প্রেমেন্ট কতো দিন এর মধ্যে দেয় দারাজ।
কোনো ফি লাগে না। নতুন মাসের ১০/১২ তারিখের মধ্যে
আমি কুষ্টিয়ার কুমারখালিতে থাকি। এখান থেকে পন্য বিক্রি করা সম্ভব কি? ধন্যবাদ।
অবশ্যই সম্ভব হবে। নিচের পোস্টটিতে সেলার হওয়ার বিস্তারিত নিয়মাবলী দেখতে পাবেন-
https://blog.daraz.com.bd/2020/04/30/your-guide-to-become-a-daraz-seller/
আমি সেলার হতে চাই বাংলাদেশ সেরা দারাজের।
কিন্তু কিভাবে
এই পোস্টের ধাপগুলো মেনে রেজিস্ট্রেশন করুন
রেজিস্টেশন কিভাবে করব
https://sellercenter.daraz.com.bd/apps/register/registration
দারাজ কিভাবে নিজেদের কমিশন কাটে?
ধরুন আমার ১০০০ টাকা মূল্যের একটি প্রোডাক্ট বিক্রি হল।এখন দারাজ আমাকে কত টাকা দিবে??
এটা পণ্যের উপর নির্ভর করে। পণ্যভেদে ১-১২% কমিশন নেয়া হয়।
seller address, buyer address, bar code, etc. je page a likha thake sei page ti amk banate hobe nki order er sathe auto create hbe?????
Auto create hobe
বরিশাল থেকে দারাজ সেলার account করতে পারব? এটা বরিশাল সদর রোড বাংলাবাজার।
অবশ্যই পারবেন
আমার প্রডাক্ট কি আমাকে দারাজে দিয়ে আসতে হবে?
না। আপনাকে নিকটস্থ দারাজ হাবে গিয়ে দিয়ে আসতে হবে।
গাজীপুর সিটিকরপোরেশন আশেপাশে কোথায় কালেকশন পয়েন্ট আছ?
Currently, we have 2 pickup points in Gazipur-
1) Molla Tower, South of Bhawal Badre Alam Govt. College
2) House: 21, Road: 02, Master Villa, Chandona Chowrasta, Gazipur
আচ্ছা ভাইয়া, দারাজে সিলেটের চা পাতা বিক্রি করতে চাই। এ জন্য কি ডকুমেন্ট লাগবে আর ফুড আইটেম সেল করতে কি bsti এর অনুমোদন লাগে?
অনুগ্রহ করে বিস্তারিত সাহায্যের জন্য কল করতে পারেন 16492 বা দারাজ কাস্টমার কেয়ার নাম্বারে +8809610096111
দারাজ সেলার হতে কি কি লাগে।
এনআইডি ও ব্যাংক একাউন্ট
সেভিং একাউন্ড দিয়ে হবে??
হ্যাঁ
আমি Eggshell power sell করতে চাই । এইটা আমি ঘরে বসে তৈরি করি ।plz help me
একটু জানাবেন যে আমি যদি এখন বরিশাল থেকে দারাজে সেল শুরু করি ঢাকা চলে গেলে আমার কি আবার নতুন seller account খুলা লাগবে নাকি একটা দিয়েই হবে? আমি এখন বরিশালে কারন ঢাকার আমার মেস বন্ধ। পরে খুললে ঢাকা যেতে হবে
দয়া করে দারাজ সেলার সেন্টারে যোগাযোগ করুন- (+88)09610000123
আমি দারাজে ব্যাবসা করতে আগ্রহী এখানে কী ব্যাবসা করতে কমিশন দিতে হয়
হ্যাঁ, পণ্যভেদে ১-১২% কমিশন নেয়া হয়। বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://tinyurl.com/y3uwjpp2
ভাইয়া,আমি দারাজে অনলাইন গেম পন্য বিক্রি করতে চাই। যেমনঃ ফ্রী ফায়ারের ডায়মন্ড, পাবজির UC, পাবজি লাইট এর BC, কল অব ডিউটির CP….
এজন্য আমাকে কি করতে হবে প্লিজ জানাবেন।
দারাজ সেলার হওয়ার জন্য নিচের লিঙ্কের গাইডটি ফলো করুন-
https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/
ধন্যবাদ।
পন্য সেল হলে দারাজ এর প্যাকেট কোথায় পাবো? দারাজ হাবে গিয়ে? এতে কোনো পেমেন্ট করতে হয় বা আমি কি আমার নিজস্য লোগোযুক্ত প্যাকেটে পন্য পাঠাতে পারি?
দারাজ থেকে অর্ডার করতে পারবেন বাবল র্যাপিং। আর পণ্যের প্যাকেট হাব থেকেই বিনামূল্যে পাওয়া যাবে।
Ami seller hoite chai
watch this video
https://www.youtube.com/watch?v=8q8yf0lnwIQ
Daraz k ki kono percentage ditey hobe naki
জ্বি। পণ্যভেদে ১-১২% কমিশন নেয়া হয়। বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://tinyurl.com/y3uwjpp2