দারাজ ১১.১১ ক্যাম্পেইনের পূর্বপ্রস্তুতি হিসেবে ১০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই আয়োজন
দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তৃতীয়বারের মত আয়োজন করছে বিশ্বের সবচেয়ে বড় সেল ইভেন্ট ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইন। সিঙ্গেল ডে ক্যাম্পেইন দারাজ ১১.১১ সেল উপলক্ষ্যে ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে প্রি-সেল ক্যাম্পেইন, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এই বিশেষ ক্যাম্পেইনে ক্রেতারা উপভোগ করতে পারবেন ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের সমমূল্যের পণ্য, সাথে আরো থাকছে ভাউচার ডিসকাউন্ট ও সকল ব্যাংক কার্ডে ১৫% ডিসকাউন্ট (সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত)। এছাড়াও দারাজ অ্যাপে ৫, ৭, ও ৯ তারিখ সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত থাকছে ফ্ল্যাশ সেল, যেখানে বিভিন্ন ক্যাটাগোরির পণ্যের উপর পাওয়া যাবে এক্সক্লুসিভ ডিসকাউন্ট। মূলত, বিশ্বের সবচেয়ে বড় সেল ডে- এর পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে আসন্ন ক্যাম্পেইনটির আকর্ষণগুলোর হালকা কিছু চমক।
প্রি-সেল এর সেরা পাঁচটি ডিলের মধ্যে রয়েছেঃ
- মাত্র ২৫,৯৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান ফোন (Samsung A51)
- মাত্র ২৯,৩০০ টাকায় গো-প্রো হিরো এইট অ্যাকশন ক্যামেরা
- ৩২,৫০০ টাকায় মোটোরাইজড ট্রেডমিল
- ১৫,৭৯৯ টাকায় মিডিয়া ওয়াটার পিউরিফায়ার
- ৮, ১০৫ টাকায় আর এফ এল (ফাইভ ডি) ওয়্যারড্রোব।
{উপরোক্ত পণ্যগুলো কিনতে লিঙ্কে ক্লিক করুন}
বিশ্বের বৃহত্তম সেল ডে ১১.১১ ক্যাম্পেইন শুরু হওয়ার আগেই দারাজের পক্ষ থেকে প্রি-সেল আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে একজন ক্রেতা দারাজ ১১.১১ সেল এর পূর্বেই আকর্ষণীয় কিছু ডিল উপভোগ করতে পারবেন। প্রি-সেলের মাধ্যমে অভাবনীয় সকল প্ল্যাটফর্ম ডিসকাউন্ট ছাড়াও থাকছে সকল ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেমেন্টের উপর আরো ১৫% মূল্যছাড়”।
darun offers
Thanks. Stay tuned with Daraz.