করোনার আশঙ্কায় বাইরে বেরোতে ভয় পাচ্ছেন? নিত্য প্রয়োজনীয় পণ্যের শপিং নিয়ে বেশ চিন্তিত? তবে আপনার জন্য থাকছে আমাদের অত্যন্ত সহজ ও ঝামেলাবিহীন সমাধান! এখন হোম কোয়ারেন্টাইনে থেকেও সবচেয়ে প্রয়োজনীয় বাজার সদাই অনলাইনে এক ক্লিকেই সেরে ফেলা সম্ভব। আর পণ্যের মূল্য নিয়েও এখন চিন্তার দিন শেষ, বাজারের সবচেয়ে সাশ্রয়ী দামের পণ্য অনলাইনে সাজিয়ে রাখা হয়েছে শুধু আপনার জন্য।
যেসব প্রয়োজনীয় গ্রোসারি পণ্য এখন অনলাইনেই অর্ডার করতে পারবেনঃ
চাল
বাইরে হয়ত সবসময় চাল কিনতে বেরোনোর মত পরিস্থিতি নাও থাকতে পারে, তাই বলে কি বাসায় ভাত রান্না বন্ধ থাকবে? তাই এখনই অর্ডার করে রাখতে পারেন পরিমাণ মাফিক বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল, পোলাও চিনিগুড়া চাল, বাসমতি সহ অন্যান্য চাল ব্যাপক ছাড়ে।
ডাল
চালের মতই বেশ সস্তা দামে ডাল এখন কিনতে পারবেন অনলাইনে। মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল সহ সকল প্রকার ডাল এখন অর্ডার করা সহজ ও সাশ্রয়ী অনলাইনে।
তেল
যেকোন ভাল ব্র্যান্ডের ভোজ্য তেল এখন অনলাইনে অর্ডার করাই শ্রেয়। আসলে অনলাইনে তেল কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লোভনীয় ডিসকাউন্ট। একারনে এই আতঙ্কের মুহুর্তে ঘরে থাকুন, ঘরে বসেই বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল, সরিষার তেল সহ রাইস বিন অয়েল ও অলিভ অয়েল অনলাইনে অর্ডার করে ফেলুন।
আটা ও ময়দা
অনলাইনে যদি গ্রোসারি শপিং করা যায়, তবে সেটা এখন ঘরে বসে সেরে ফেলাই ভাল। এখন তো ঘরে বসেই আটা এবং ময়দা কেনাকাটা অনলাইনে বেশ সহজ ও সাশ্রয়ী। তাই পছন্দের ব্র্যান্ড বেছে সবচেয়ে ভাল দামের আটা ও ময়দা অর্ডার করে ফেলতে পারেন বিশেষ ছাড়ে।
নুডলস
মহামারির এই সময়ে যেহেতু সবাইকে ঘরে বসেই সময় কাটাতে হবে, সেক্ষেত্রে সকালে অথবা বিকালে নাস্তায় একটু নুডলস যেন না হলেই নয়। আর ম্যাগি নুডলস, কোকোলা ও মিস্টার নুডলস সহ জনপ্রিয় সকল ব্র্যান্ডের নুডলস শপিং এখন নিশ্চিন্তে সেরে ফেলতে পারেন অনলাইনে।
চিনি
দীর্ঘ সময় বাসায় থাকলে চা ও কফি ছাড়া কি বেশিক্ষণ থাকা যায়? তাছাড়াও আরও কত শত প্রয়োজনে চিনির দরকার তো পড়েই। তাই বাইরে যাওয়ার দুশ্চিন্তা এড়িয়ে চিনি এখন অনলাইনে অর্ডার করতে পারেন ঘরে বসেই।
লবণ
লবণ ছাড়া যেমন তরকারি রান্না করা অসম্ভব, তেমনি এখন করোনা সংক্রমণের ভয়ে বাইরে যাওয়াও সমান অসম্ভব হয়ে পড়েছে। সেকারনে সবচেয়ে প্রয়োজনীয় মুদি সামগ্রী লবণ এর অর্ডার এখন অনলাইনেই সারতে পারেন জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ভেদে।
ঘরে থাকুন, নিরাপদ থাকুন
আরও দেখতে পারেন,
Good job
Thank You