যেভাবে দারাজ কালেকশন পয়েন্ট খুঁজে পাবেন খুব সহজে ! 29 38842

আপনি কি দারাজে অর্ডার কৃত যেকোন পণ্য কম মূল্যে হোম ডেলিভারি উপভোগ করতে চান? তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই চলে আসতে পারেন নিকটস্থ দারাজ কালেকশন পয়েন্টে। দারাজ ওয়েবসাইট বা অ্যাপ থেকে কালেকশন পয়েন্ট অ্যাড্রেস বাছাই করার পদ্ধতি খুবই সহজ, দারাজে পণ্য অর্ডার করার সময়েই আপনার কাঙ্খিত ও নির্ধারিত এলাকাভিত্তিক পিক আপ পয়েন্টটি ডেলিভারি অপশন থেকে বেছে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। তাছাড়া দারাজ কালেকশন পয়েন্টের বড় সুবিধা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি পণ্য সংগ্রহ করতে পারবেন সব থেকে কম ডেলিভারি চার্জে (২৫ টাকা মাত্র)। এছাড়া দারাজে করা আপনার অর্ডারটির স্ট্যাটাস ট্র্যাক করতে (bd dex tracking) পারবেন এখন খুব সহজেই

দারাজ কালেকশন পয়েন্ট সম্পর্কে প্রয়োজনীয় কিছু প্রশ্নত্তর জেনে নেওয়া যাকঃ

১। দারাজে পণ্য অর্ডার করার সময়ে কিভাবে কালেকশন পয়েন্ট বাছাই করবেন?

>> আপনার বাছাইকৃত পণ্যের ধরণ, সাইজ ও ক্যাটাগোরি অনুসারে স্বয়ংক্রিয়ভাবেই দারাজে নির্দিষ্ট এলাকাভিত্তিক কালেকশন পয়েন্টের অপশন দেখানো হবে। তাই অর্ডার চেক আউটের সময় পছন্দানুসারে নির্দিষ্ট পিক আপ পয়েন্টটি নিশ্চিন্তে বেছে নিতে পারবেন।

২। দারাজ কালেকশন পয়েন্ট সপ্তাহে কয়দিন খোলা থাকে?

>> দারাজ কালেকশন বা পিক আপ পয়েন্ট সপ্তাহে ৬ দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।

৩। কাস্টমারের পক্ষ থেকে অন্য কেও পারসেল গ্রহণ করতে পারবে?

>> আপনার ম্যাসেজে পাঠানো ওটিপি সাথে থাকলে যে কেও পারসেলটি গ্রহণ করতে পারবে।

৪। দারাজ কালেকশন পয়েন্ট থেকে কিভাবে পণ্য সংগ্রহ করবেন?

  • স্টেশন এজেন্টের কাছে আপনার ট্র্যাকিং নাম্বারটি প্রদান করুন,
  • প্যাকেজ ইনফরমেশন সতর্কতার সাথে চেক করুন,
  • স্টেশন এজেন্টকে আপনাকে পাঠানো ওটিপি দেখান।

৫। দারাজে কিভাবে আমার অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো? এবং কিভাবে নতুন ডেলিভারি অ্যাড্রেস যুক্ত করতে পারবো?

  • এখন ড্রপ ডাউন মেন্যু থেকে “ম্যানেজ মাই অ্যাকাউন্ট” -এ ক্লিক করুন
  • এরপর আপনার অ্যাকাউন্টের বাম দিকে “অ্যাড্রেস বুক” নামক একটি অপশন খুঁজে পাবেন
  • এখন “অ্যাড এ নিউ অ্যাড্রেস” বাটনে ক্লিক করুন, নতুন অ্যাকাউন্ট সম্পূর্ণ করতে enter চাপুন এবং “সেভ দিস অ্যাড্রেস”-এ ক্লিক করুন।

৬। প্যাকেজ গ্রহণ করার আগে কি চেক করা যাবে?

>> না, শুধুমাত্র প্যাকেজটি গ্রহণ করার পর অর্থাৎ ইপিওডি (ইলেক্ট্রনিক প্রুফ অব ডেলিভারি) সাইন হওয়ার পরেই আপনার প্যাকেটটি খোলা সম্ভব।

৭। আমার জন্য উপযুক্ত শিপিং অ্যাড্রেস কি বেছে নিতে পারবো?

>> হ্যা, নিজস্ব এলাকার ভিত্তিতে যেখান থেকে প্যাকেজটি গ্রহণ করতে চান, ঠিক সেই শিপিং অ্যাড্রেসটিই আপনি বেছে নিতে পারবেন।

কিভাবে আপনার জন্য উপযুক্ত কালেকশন বা পিক আপ পয়েন্ট বাছাই করবেন!

Daraz pick up point selection

আপনার নিকটবর্তি কালেকশন বা পিক আপ স্টেশন বেছে নিন

see the nearest pick point list

আপনার কালেকশন বা পিক আপ স্টেশন নিশ্চিত করুন

Download Daraz App to watch the best BD cricket live streaming without buffering. 

পোস্টটি ইংরেজীতে পড়ুনঃ

>>Find your Collection Point Address on Daraz Bangladesh<<

Previous ArticleNext Article
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. He loves to explore modern technology and write different technical and creative content for business solutions. Traveling is the next passion to him after writing.

29 Comments

    1. আপনি অর্ডার করলেই নির্দিষ্ট পণ্য পৌঁছে যাবে।

  1. Vai apnader pick up point Satkhira khuja passi na.
    jodi 1 ta contact number ditan taila khuv valo hoto.

  2. We, the people of patiya of chattogram are client who are staying around the country. We want to take delivery to our home town- patiya of chattogram. If You arrange a pick up point to patiya, ww will buy more. It will be a great news when we will know there is a daraz pick up point in patiya.

    1. শীঘ্রই দেশের আরো অনেক জায়গায় আমাদের পিকআপ পয়েন্ট চালু করার পরিকল্পনা আছে। সাথেই থাকুন।

      1. স্যার আমি একজন দোকানদার। আপনাদের daraz এ দেখলাম ভালোমানের জুতার এড। আমি কি আপনাদের কাছ থেকে পাইকারি জুতার মালামাল নিতে পারব?

        1. জ্বি না। দারাজ অনলাইন শপ থেকে অর্ডার করতে পারবেন পছন্দের জুতাটি স্টক থাকা পর্যন্ত।

  3. Amr app e bltese shipped hoise item kintu mobile e kono otp ashe nai ba kono msg ashe nai,ami ki collection point e jeye dekhbo naki message tar jnno wait korbo?

  4. কেরানীগঞ্জে আপনাদের পিকআপের পয়েন্ট কোথায়????

  5. pls give me full address and contract number for Daraz robi kotowali collection point .
    its top top urgent issue ,pls help

    1. Yes. The locations are:

      Hub Barisal
      Address: Bhanga-Barisal Hwy, Barishal

      Hub Barisal ChowMatha
      Address: Dream Palace,Ghosh Bari Len,Choumatha,Barishal

  6. Product Collection point এ shipped হয়ে গেলে কি daraz থেকে ফোন পাব?
    বা কীভাবে বুঝবো কখন আমার পন্যটি সংগ্রহ করতে হবে?

    1. প্রোডাক্ট কালেকশন পয়েন্টে শিপড হলে পুশ নোটিফিকেশন বা মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।

    1. নিচের লিঙ্কের মাধ্যমে আমাদের লাইভ চ্যাটে যোগাযোগ করুন-
      https://tinyurl.com/yyyorefm
      চ্যাট ওপেন হলে লিখুন Agent, তাহলে আমাদের একজন কাস্টমার কেয়ার এজেন্ট সরাসরি আপনার সমস্যাটি সমাধান করে দেবেন

  7. Assalamualaikum. Vaiya delivery man e Jara niddrishto district e kaj korte chai tader viva ki oi district e hobe na dhakai hobe,,,, please janan…

    1. কিংবা নিচের লিঙ্কের মাধ্যমে আমাদের লাইভ চ্যাটে যোগাযোগ করুন-
      https://tinyurl.com/yyyorefm
      চ্যাট ওপেন হলে লিখুন Agent, তাহলে আমাদের একজন কাস্টমার কেয়ার এজেন্ট সরাসরি আপনার সমস্যাটি সমাধান করে দেবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php