

দারাজ ৭ম অ্যানিভার্সারি সেল - সাধারণ আলোচনা পর্ব
দারাজ ৭ম অ্যানিভার্সারি মেগা সেল ২০২১ ক্যাম্পেইন – যেসব চমক থাকছে
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং ওয়েবসাইট Daraz.com.bd সর্বদা চেষ্টা করে ক্রেতাদের জন্য সেরা অনলাইন ডিল সরবরাহ করার জন্য। আর এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের ২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে দারাজ ৭ম অ্যানিভার্সারি অনলাইন মেগা সেল ক্যাম্পেইন। দারাজের ৭ম বর্ষপূর্তির এই ক্যাম্পেইনটি অনলাইন শপিং -এর জন্য উন্মুক্ত থাকবে ৮ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। সেরা সব অনলাইন ডিল নিয়ে আয়োজন করা এই মেগা সেল ক্যাম্পেইনে থাকবে প্রায় প্রতিটি পণ্য ক্রয়ে অবিশ্বাস্য মূল্যছাড়। ক্রেতাবান্ধব অনলাইন শপিং মল দারাজ বাংলাদেশ ওই সময়ের মধ্যে ক্রেতাদের জন্য উন্মুক্ত করবে বিশেষ বিশেষ অফার। প্রায় প্রতিদিনই থাকবে বিভিন্ন পণ্যে আকর্ষনীয় ফ্ল্যাশ সেল। এছাড়াও প্রতিদিনই আনলক হবে বিশেষ ডিল ও ডিসকাউন্ট ভাউচার। ক্রমান্বয়ে আনলক হবে মেগা ডিল, বেস্ট প্রাইস ডিল, ফ্ল্যাশ সেল, মেগা ভাউচার, দারাজ মল ভাউচার সহ আরো অনেক রকমের সুপার ডিসকাউন্ট ভাউচার। তাছাড়া মিস্ট্রি বক্স এর মত লোভণীয় উপহারগুলো নিশ্চয়ই মিস করতে চাইবেন না কেউ। সব মিলিয়ে ক্রেতাদেরকে খুশি করার মত প্রায় সকল অনুসঙ্গই থাকবে ৭ম বর্ষপূর্তি উৎসব সেলের মত বৈচিত্র্যময়তায় ভরপুর এই অনলাইন ক্যাম্পেইনটিতে।
সেরা অনলাইন পেমেন্ট মেথড – দারাজ ৭ম বর্ষপূর্তি ক্যাম্পেইন
মোবাইল ব্যাংকিং মেথড বিকাশ অনলাইন পেমেন্ট -এর মাধ্যমে শপিং করলে মেগা সেল ক্যাম্পেইনে থাকবে তাৎক্ষনিক ক্যাশব্যাক অফার। এছাড়াও দারাজের পেমেন্ট পার্টনার ব্যাংকের মাধ্যমে প্রিপেমেন্টে থাকবে বাড়তি ডিসকাউন্ট। এসব ব্যাংকের মাধ্যমে কেনাকাটায় থাকছে ০% (ইন্টারেষ্ট বিহীন) ইএমআই ব্যবস্থা। মাসিক নির্দিষ্ট পরিমাণ কিস্তি পরিশোধ করে খুব সহজেই দারাজ থেকে বিভিন্ন হাই এন্ড হোম এপ্লায়েন্স ও ফার্নিচার সহ বিভিন্ন পণ্য কেনা যাবে এখন সহজেই। এতে থাকবে না কোন প্রকার লুকায়িত (হিডেন) চার্জ। কোন ধরণের ডাউন পেমেন্ট ছাড়াই ক্রেডিট কার্ড দিয়ে পণ্য কিনতে চাইলে ভিজিট করতে পারেন দারাজ অফিশিয়াল ওয়েবসাইটে (Daraz.com.bd)। দারাজ অ্যানিভার্সারি অনলাইন সেল ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন তথ্য জানার জন্য ভিজিট করুন দারাজ বাংলাদেশ ব্লগ অথবা ঘুরে আসতে পারেন দারাজ বাংলাদেশ ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে। আর নান্দনিক ডিল ও ডিসকাউন্ট অফার পেতে ডাউনলোড করুন দারাজ অ্যাপ। আপনার পছন্দের সেরা পণ্যটি সেরা দামে পৌঁছে যাবে আপনার দরজায়- দারাজের দ্রুততম হোম ডেলিভারির মাধ্যমে।
অবিশ্বাস্য সেরা দামে সেরা পণ্য কেনার অসাধারণ সুযোগ উপভোগ করুন দারাজ অ্যানিভার্সারি সেল ক্যাম্পেইন ২০২১ থেকে।
ধন্যবাদ বাংলাদেশ!