
দোরগোড়ায় পবিত্র রমজান মাস। সবাই ব্যস্ত রমজান মাসের পূর্ব প্রস্তুতিতে। রমজান মাসের জন্য থাকে অনেক উদ্দীপনা। আবার, রমজানের শেষেই আসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর। আর সবমিলিয়ে প্রতিটি পরিবারেই থাকে কেনাকাটার ধুম। তাইতো দেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস Daraz.com.bd কেনাকাটাকে সহজ করতে রমজানের জন্য ধর্মীয় সামগ্রীসহ প্রয়োজনীয় নানাবিধ পণ্যের পসরা সাজিয়ে রেখেছে। প্রথাগত কেনাকাটার চেয়ে ঝক্কি-ঝামেলা ও ট্রাফিক জ্যাম মুক্ত সহজ অনলাইন শপিং পবিত্র রমজান মাসে আপনাকে দিবে অনাবিল প্রশান্তি।

দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড আবারো বছরের সবচেয়ে বড় মোবাইল বিক্রয় সপ্তাহ “দারাজ মোবাইল উইক, ২০১৭” আয়োজন করছে। মোবাইল উইকের বিগত দুই বছরের সাফল্য আর জনপ্রিয়তার সুত্র ধরে আজ থেকে অর্থাৎ ৬ জুন থেকে ১০ জুন, ২০১৭ চলবে দেশের সেরা অনলাইন শপিং মলটি। দারাজের সপ্তাহব্যাপী এই মোবাইল মেলায় মোবাইল ফোন ও এক্সেসরিজের উপর থাকছে সর্বোচ্চ ৭০% পর্যন্ত মূল্যছাড়। করুন স্মার্ট শপিং, সবসময়।

Every February 14, flowers, candies & gifts are exchanged between loved ones around the world, all in the name of …