March 23, 2023 4:42 AM Thursday

একটি সিম্ফোনি ফোন কিনলে আরকটি একদম ফ্রি 0 1927

দারাজে চলছে সিম্ফোনি মোবাইলের উপর “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার” যেখানে আপনি পাচ্ছেন একটি মোবাইলের দামে দুইটি মোবাইল।

অফারটি চলছে শুধু মাত্র দারাজ ডট কম ডট বিডি তে। অফারটিতে থাকছে সিম্ফোনি মোবাইলের চারটি মডেল, এইচ ১৫০, ভি ৪০, ভি ৫৫, ডাব্লিউ ১৫ আই।

SmF

গত বছরের সিম্ফোনির সবথেকে বেশি বিক্রিত ফোন সিম্ফোনি এইচ ১৫০। যাতে আছে ৫” এইচ ডি ডিসপ্লে স্ক্রীন, কোয়াড কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড কিট-ক্যাট অপারেটিং সিস্টেম, ৮ জি বি রম, ১ জি বি র‍্যাম, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার” চলাকালীন সময় মাত্র ৭,০০০ টাকায়।

স্বল্প মূল্যের ফোনের মধ্য থেকে আপনি চাইলে বেছে নিতে পারেন সিম্ফোনি ভি ৪০অথবা, সিম্ফোনি ভি ৫৫। সিম্ফোনি ভি ৫৫-এ থাকছে ৪ জিবি রম, ৫১২ র‍্যাম, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার” সময়ে সিম্ফোনি ভি ৫৫ পাওয়া যাবে ২৬% ছাড়ে ৫,০৬৫ টাকায়।

সিম্ফোনি ভি ৪০ পাওয়া যাবে বাজার মূল্যের থেকে ২৫% কমে মাত্র ৪,৫০০ টাকায়। ভি ৪০ তে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড কিট-ক্যাট অপারেটিং সিস্টেম ও ডুয়াল সিম।

আপনি যদি আরও সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড কিট-ক্যাট অপারেটিং সিস্টেম সহ, ডুয়াল কোর প্রসেসর, ডুয়াল সিম ফোন খুঁজে থাকেন, তাহলে সিম্ফোনি ডাব্লিউ ১৫ আই আপনি পাচ্ছেন মাত্র ২,৮৭০ টাকায়।

জলদি করুণ স্টক কিন্তু সীমিত এখুনি লুফে  “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার”

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php