
মোবাইল উইকে কি থাকছে? এক কথায় এই প্রশ্নের উত্তর হলো ম্যাজিক ডিল!
ইতিমধ্যে দারাজ মোবাইল উইকের জন্য উল্লেখযোগ্য মোবাইল ব্র্যান্ডের মধ্যে থাকছে স্যামসাং, অ্যাপেল, মাইক্রোসফট, এইচ টি সি, নোকিয়া, মাক্সিমাসের ফোনের উপর সর্বোচ্চ ৬৪% ছাড়।
শুধুমাত্র স্যামসাং এর উপর থাকবে জাদুকরি এক অফার। ক্রেতারা স্যামসাং এর গ্যালাক্সি জে ২, জে ৩, জে ৫, জে ৭, জে ৫ ২০১৬, জে ৭ ২০১৬ মডেলর ফোন কিনলেই চেক আউটের সময় কার্ট রুল অফারের সুবাদে পাবেন সরাসরি এক হাজার টাকা ছাড়।
শুধু তাই নয়, মোবাইল উইকে স্যামসাং গ্যালাক্সি এ ৭ অর্ডার করলেই কার্ট রুলের সুবাদে পাবেন সরাসরি পাঁচ হাজার টাকা ছাড় এবং স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজের উপর থাকবে দশ হাজার টাকা ছাড়।
কার্ট রুল ডিস্কাউন্ট পেতে ফলো করুন নিচের তিনটি স্টেপঃ
১। মোবাইল উইকে অর্ডার করুন যেকোনো স্যামসাং ফোন
২। কার্টে গিয়ে প্রোসিড টু চেক আউট কিল্ক করুন
৩। এবং চেক আউটের সময় উপভোগ করুন সারাসরি ছাড়
কি কঠিন মনে হলো? না বুঝে থাকলে দেখুন নিচের ভিডিও টি, অথবা আপনার প্রশ্ন জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে।