First online music week in bangladesh

সুরে আর গানে জোয়ার আসুক প্রাণে- মিউজিক উইক

চলছে দারাজ মিউজিক উইক! ৯ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এক সপ্তাহের এই ক্যাম্পেইনে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে অসাধারণ সব মিউজিকাল পণ্য শুধু মাত্র daraz.com.bd– তে।

কেন মিউজিক উইক?

best musical intruments on daraz

দেশে এই প্রথমবারের মতো কোন ই-কমার্স পোর্টাল কাজ করছে মিউজিক নিয়ে। এর উদ্দ্যেশ্য শুধুই বাদ্যযন্ত্র বিক্রি করা নয়। বরং যারা মিউজিক জগতে ঢুকতে চাচ্ছেন অথবা যারা উঠতি মিউজিশিয়ান, তাদের জন্য মিউজিক উইকের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং নানাভাবে মিউজিককে প্রোমোট করা। এ বিষয়ে শিল্পীরা বলেন-

“This is a wonderful initiative. মিউজিকাল ইন্সট্রুমেন্ট নিয়ে কোথাও কিছু হয় না। For me, it’s a kind of celebration”. – আলিফ আলাউদ্দিন

“দারাজে যেই রোল আপ পিয়ানোটা পাওয়া যায়, সেটা খুবই ইন্টারেস্টিং। আমি এটা কিনবো”।- আরমিন মুসা

 

 

কারা আছেন মিউজিক উইকের সাথে?

Singer Sovvota with Daraz BDSinger Alif Alauddin with Daraz.com.bd

Popular Band Shunno with Daraz.com.bdSingers on Daraz Music Week

মিউজিক উইককে সামনে রেখে দারাজে চলছে নামী-দামী শিল্পীদের আনাগোনা। সোমবার থেকে প্রতিদিনই দারাজ ফেসবুক লাইভে কোন না কোন শিল্পী সময় কাটিয়েছেন দর্শকদের সাথে। শুনিয়েছেন তাদের গান, বলেছেন নিজেদের কথা আর নব্য মিউজিশিয়ানদের জন্য দিয়েছেন টিপস। প্রথমদিন ছিলেন ভাই-বোন জুটি সন্ধি আর সভ্যতা। পরের দিন ছিলেন আরমিন মুসা। তৃতীয় দিন ছিলেন আলিফ আলাউদ্দিন আর ফারশিদ আলম। শেষ দিন ছিলেন শূন্য ব্র্যান্ডের মিউজিশিয়ান এমিল ও লাবিব।

পাইরেসিকে না বলুন

no piracy, best music albums on daraz

Incursion Music

দারাজ মিউজিক উইক -এর পার্টনার হিসেবে আছে রেকর্ড লেবেল ইনকার্শন। এবং তাদের অ্যালবামের গানগুলো ২০% ছাড়ে কেনা যাবে daraz.com.bd থেকে। সঙ্গীত শিল্পীরা জীবিকা নির্বাহ করেন তাদের মিউজিকের সাহায্যে। গান লিখে, সুর করে, গান গেয়ে, অ্যালবাম রিলিজ করেই তারা আয় করেন। তাদের যোগ্য সম্মানটুকু আমরা দিতে চাই। আর এজন্যই মূলত ইনকার্শন মিউজিক -এর সাথে পার্টনারশিপ করা। দারাজ বাংলাদেশ সবাইকে পাইরেসি রোধে হাতে হাত মেলানোর জন্য আহবান জানাচ্ছে।

 

কি পাওয়া যাচ্ছে মিউজিক উইকে?

best roll up drumsBest roll up pianobest ektara price in bangladesh

Best guiters online in bangladeshBest traditional Flute in bd

সর্বোচ্চ ৫০% ছাড়ে পাওয়া যাচ্ছে বাঁশি, ঢোল, গিটার থেকে শুরে করে নানা ধরণের বাদ্যযন্ত্র। সাথে যোগ হয়েছে একদম নতুন কিছু ইন্সট্রুমেন্ট যেমন, রোল আপ পিয়ানো, রোল আপ ড্রাম কিট, মিউজিক প্ল্যান্ট, কারাওকে কিট ইত্যাদি। রোল আপ পিয়ানো পাওয়া যাচ্ছে ৫০০০ টাকা কমে ৩৫% ছাড়ে। ৪০% ছাড়ে মাত্র ১২৬০ টাকায় পাওয়া যাচ্ছে মিউজিক প্ল্যান্ট। রোল আপ ড্রাম কিট পাওয়া যাচ্ছে ৫০০০ টাকা ছাড়ে মাত্র সাড়ে নয় হাজার টাকায়। আরো রয়েছে বাংলার ঐতিহ্যবাহী একতারা, দোতারা, খঞ্জনী, মঞ্জিরা ইত্যাদি। পাওয়া যাচ্ছে, ম্যান্ডোলিন, ইউকুলেলে, ক্ল্যারেনেটের মতো বিভিন্ন দেশের মিউজিক বাদ্যযন্ত্র

 

নতুন মিউজিশিয়ানদের জন্য টিপস

Alif Alauddin

 

“এখন এতো ধরণের অপশন রয়েছে, তাই কনফিউজড হয়ে যাওয়া খুব স্বাভাবিক। কিন্তু, প্রথম কাজ হচ্ছে you have to focus and work on your music. Everything else will fall into place”.আলিফ আলাউদ্দিন

 

 

Armin Musa

“যারা মিউজিক করতে চাচ্ছেন তাঁদের জন্য বলছি, যতোই বাধা আসুক, বিশ্বাস করুন, it is the best feeling in the world. I encourage you to do music. এটা ফিজিকালি, মেন্টালি, ইমোশনালি একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স”।আরমিন মুসা 

 

Sovvota

 

“নতুন মিউজিশিয়ানদেরকে আমি বলব, আপনারা সবাই গান শুনুন। এখন সবাই গান দেখে। প্রচার প্রচারণা, মিউজিক ভিডিওর ভিড়ে গানটাই হারিয়ে যায়। তাই যারা মিউজিশিয়ান হতে চায়, তাদেরকে গান শুনতে হবে, কানটা তৈরি করতে হবে”।কারিশমা সানু সভ্যতা

 

First online music week in bangladesh

দারাজ মিউজিক উইক | মেতে উঠুন সুরের মূর্ছনায়

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Daraz.com.bd ৯ জুলাই, ২০১৭ থেকে শুরু করতে যাচ্ছে দেশের প্রথম অনলাইন মিউজিক্যাল ক্যাম্পেইন ‘মিউজিক উইক’। ক্যাম্পেইনটিতে গিটার, বাঁশি, মাইকের পাশাপাশি থাকছে রোল আপ ড্রাম কিট, রোল আপ পিয়ানো, মিউজিক প্ল্যান্টের মতো অভূতপূর্ব সব বাদ্যযন্ত্র সাশ্রয়ী দামে। আরও থাকবে বিভিন্ন ধরণের দেশীয় বাদ্যযন্ত্র বাংলাদেশী সংগীত প্রেমীদের জন্য।

 

Daraz Bd is the online partner of Shunnobest online shopping in bangladesh“শূন্য” ব্যান্ড কনসার্টের অনলাইন পার্টনার

৮ জুলাই, ২০১৭ তারিখে জনপ্রিয় মিউজিক ব্যান্ড “শূন্য” -এর ৫ম অ্যালবাম “লটারি” -এর উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানটির অনলাইন পার্টনার হিসেবে থাকছে Daraz.com.bd। আর এই কনসার্ট শেষ হবার পরদিন ৯ জুলাই থেকেই দারাজ সংগীত প্রেমীদের মনে শিহরণ জাগানিয়া দেশের প্রথম অনলাইন মিউজিক্যাল ক্যাম্পেইন ‘মিউজিক উইক’ শুরু করতে যাচ্ছে। আস্থা ও নির্ভরতার সাথে সকল প্রকার সঙ্গীত বাদ্যযন্ত্র এক ক্লিকে অনলাইনে কেনার সুযোগ পেয়ে সঙ্গীত প্রেমীরা আপ্লুত না হয়ে পারবেন কি!

 

প্রিয় শিল্পী, সেরা গান আর মজার আড্ডা

পুরো মিউজিক উইকে সপ্তাহজুড়ে দারাজে থাকবে আরমিন মুসা, আর্টসেলের লিংকন -এর মতো নামী-দামী শিল্পীদের আনাগোনা। ফেইসবুক লাইভে শিল্পীরা নিজেদের সেরা গানগুলো গাইবেন এবং সরাসরি যুক্ত থেকে ভক্ত আর দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

 

Daraz Bangladesh LimitedDaraz Music Week Logoদারাজ এখন এক মিউজিক প্ল্যাটফর্ম

মিউজিক উইক নামের নতুন এই ক্যাম্পেইনটি দারাজ শুরু করল বাংলাদেশের উঠতি শিল্পীদের প্রোমোট করা এবং সঙ্গীতপ্রেমীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। দারাজ বাংলাদেশের এই বিশেষ মিউজিকাল উদ্যোগটি সঙ্গীতপ্রেমীদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে। মিউজিক নিয়ে দারাজের এই প্রশংসনীয় মধ্য দিয়ে নতুন ধরণের মিউজিকাল ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে নিয়ে আসার পাশাপাশি দারাজ বাংলাদেশ নতুন শিল্পী তৈরিতেও বড় ভূমিকা রাখতে পারবে।

 

মিউজিক উইকে বিভিন্ন আকর্ষনীয় অফার

১৫ জুলাই, ২০১৭ তারিখে শেষ হবে “দারাজ মিউজিক উইক” আর এখানে থাকবে বিভিন্ন সংগীত বাদ্যযন্ত্র ক্রয়ে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। বাদ্যযন্ত্রের পাশাপাশি থাকছে জনপ্রিয় গানের অ্যালবাম ও গানের সিডি কেনার সুবর্ণ সুযোগ। এছাড়াও প্রতিদিন আসবে বিভিন্ন প্রকার আকর্ষনীয় অফার। অফার ও যেকোন আপডেট জানতে চোখ রাখুন মিউজিক উইক পেইজ, দারাজ ফেসবুক পেইজে, ফলো করুন টুইটার ইনস্টাগ্রাম এবং ই-মেইল সাবস্ক্রাইব করুন দারাজ ওয়েবসাইটের সাবস্ক্রিপশন নিউজলেটারে।

css.php