
দারাজ বৈশাখী মেলায় মাত্র ১৮ ঘন্টায় শেষ হয়ে যাওয়া মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ আবারও ফিরে এলো। আর এইবার পাওয়া যাবে ৩৯% ডিস্কাউন্টে মাত্র ৭,২৭৫ টাকায়।
আজ রাত সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এর উপর ফ্ল্যাশ সেল যেখানে ৩৯% ছাড়ে লুমিয়া ৫৩৫ পাওয়া যাবে মাত্র ৭,২৭৫ টাকায়।
বাজেটের মধ্যে সেরা সেলফি ফোন হিসেবে সুপরিচিত মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এ আছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা আপনাকে দিবে স্পষ্ট সেলফি। এছাড়াও, এর কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ১ জিবি র্যাম এর কারণে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ গত বছরের বহুল আলোচিত ফোনের মধ্যে একটি।
ফ্ল্যাশ সেলের সময় স্টক থাকে সীমিত ও সময় নির্ধারিত। তাই যত দ্রুত সম্ভব পছন্দের ফোনটি স্টক শেষ হওয়ার আগেই লুফে নিতে হবে। তাই প্রস্তুত থাকুন, ঘড়ির কাটা ৭ টা বাজার সাথে সাথে চোখ রাখুন মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ পেইজে ।
Found this insightful? Choose your network to share: