
দারাজ থেকে এপেক্সের পণ্য কিনলেই পাচ্ছেন সর্বোচ্চ ৮৮ শতাংশ পর্যন্ত ছাড়। মে ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত দারাজে চলবে এপেক্স সপ্তাহ, যেখানে ছেলে ও মেয়েদের জুতোর উপর পাওয়া যাবে অসাধারণ ডিস্কাউন্ট।
এই প্রথম দারাজ ও এপেক্স একসাথে এই রকম একটি সপ্তাহের আয়োজন করলো। যেখানে ক্রেতারা ফর্মাল কিংবা ক্যাজুয়াল, মেয়েদের স্যান্ডেল কিংবা হাই হিলস, বাচ্চাদের জুতো কিংবা ফ্যাশন এক্সেসরিজ সব কিছুর উপর থাকবে বড় অংকের ডিস্কাউন্ট। ছেলেদের জুতোর উপর থাকবে সর্বোচ্চ ৮১% ডিস্কাউন্ট, মেয়েদের জুতোর উপর সর্বোচ্চ ৮৮% ডিস্কাউন্ট, বাচ্চাদের জুতোর উপর সর্বোচ্চ ৮৬% ডিস্কাউন্ট, বেল্ট ও সানগ্লাসের উপর থাকবে ৬১% ডিস্কাউন্ট।
এপেক্স উইকের চলাকালীন সময় ক্রেতারা শপিং করতে পারবেন এই লিংক থেকে, এপেক্স উইক
অফারটি চলাকালীন সময় স্টক থাকবে সীমিত তাই স্টক শেষ হয়ে যাওয়ার পূর্বেই ক্রেতাদের লুফে নিতে হবে পছন্দের পণ্যের উপর সেরা ডিল গুলোকে।
Found this insightful? Choose your network to share: