
৯ ফেব্রুয়ারি ২০১৬, আজ রাত ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দারাজে চলবে দেশের সবথেকে জনপ্রিয় হ্যান্ডসেট সিম্ফোনি মোবাইলের উপর ফ্ল্যাশ সেল। এইবারের ফ্ল্যাশ সেলে থাকছে সিম্ফোনি ভি ৪০, সিম্ফোনি ভি ৫৫, সিম্ফোনি ডাব্লিউ ১৫ আই, সিম্ফোনি এইচ ১৫০। বাজেটের মধ্যে এই ৪ টি মোবাইলে থাকছে অসাধারণ সব ফিচার।
এই ফ্ল্যাশ সেলেই মিলবে গত বছরের সিম্ফোনির সবথেকে বেশি বিক্রিত ফোন সিম্ফোনি এইচ ১৫০। যাতে আছে ৫” এইচ ডি ডিসপ্লে স্ক্রীন, কোয়াড কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড কিট-ক্যাট অপারেটিং সিস্টেম, ৮ জি বি রম, ১ জি বি র্যাম, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ফ্ল্যাশ সেল চলাকালীন সময় পাওয়া যাবে বাজার দর ৯,৫০০ টাকা থেকে ২৬% ডিস্কাউন্টে মাত্র ৬,৯৯৯ টাকায়। বিস্তারিত জানুন Symphony Xplorer H150 সম্পর্কে
স্বল্প মূল্যের ফোনের মধ্য থেকে আপনি চাইলে বেছে নিতে পারেন সিম্ফোনি ভি ৪০অথবা, সিম্ফোনি ভি ৫৫। সিম্ফোনি ভি ৫৫-এ থাকছে ৪ জিবি রম, ৫১২ র্যাম, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। সিম্ফোনি ভি ৫৫ বিস্তারিত জানুন। ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে সিম্ফোনি ভি ৫৫ পাওয়া যাবে ২৬% ছাড়ে ৪,৮৯৯ টাকায়। বিস্তারিত জানতে ক্লিক করুণ Symphony Xplorer V55
সিম্ফোনি ভি ৪০ পাওয়া যাবে বাজার মূল্যের থেকে ২৫% কমে মাত্র ৪,৪৯৯ টাকায়। ভি ৪০ তে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড কিট-ক্যাট অপারেটিং সিস্টেম ও ডুয়াল সিম। আরও বিস্তারিত জানতে ক্লিক করুণ Symphony Xplorer V40 তে।
আপনি যদি আরও সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড কিট-ক্যাট অপারেটিং সিস্টেম সহ, ডুয়াল কোর প্রসেসর, ডুয়াল সিম ফোন খুঁজে থাকেন, তাহলে ২৬% ডিস্কাউন্ট মূল্যে সিম্ফোনি ডাব্লিউ ১৫ আই আপনি পাচ্ছেন মাত্র ২,৭৯৯ টাকায়। বিস্তারিত জানুন, Symphony Xplorer W15i
অর্থাৎ, বাজেটের মধ্যে সবার পছন্দ অনুযায়ী থাকছে সবার পছন্দের সিম্ফোনি ফোন দারাজের ফ্ল্যাশ সেলে। তাই দেরি না করে ৭ টা বাজার সাথে সাথে ভিজিট করুণ দারাজের ফ্ল্যাশ সেলে।
Found this insightful? Choose your network to share: