
সাব্বিরের ঝড়ো ৮০ রানের ইনিংস, সাকিবের ব্যাট ও বল হাতে জলে ওঠা, মাশরাফির বুদ্ধিদিপ্ত অধিনায়কত্বের বলে একটি উত্তেজনাপূর্ণ ম্যচের মধ্যে দিয়ে জয় ছিনয়ে নিয়ে আনার জন্য টাইগারদের অভিনন্দন।
শ্রীলংকার বিপক্ষে টাইগারদের বিজয়ের আনন্দ আরো বাড়িয়ে দিতে দারাজ আজ রাত ৮ টা থেকে আবারও নিয়ে আসতে যাচ্ছে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এর উপর দুর্দান্ত একটি ফ্ল্যাশ সেল। যেখানে দারুন এই স্মার্টফোনটির উপর থাকবে ৩৭% মূল্য ছাড়।
যারা গত কালের ফ্ল্যাশ সেলটি হাতছাড়া করেছেন তারা আজকে রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে লুফে নিতে পারবেন মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ মাত্র ৭,২৬২ টাকায়।
বাজটের মধ্যে সেরা সেলফি ফোন হিসেবে সুপরিচিত মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এ আছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা আপনাকে দিবে স্পষ্ট সেলফি। এছাড়াও, এর কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ১ জিবি র্যাম এর কারণে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ গত বছরের বহুল আলোচিত ফোনের মধ্যে একটি।
তাই ৮ টা বাজার সাথে সাথে ভিজিট করুণ মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ ফ্ল্যাশ সেল পেইজে ।
Found this insightful? Choose your network to share: