
২৭ জানুয়ারি ২০১৬, আজ রাত রাত ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দারাজ ডট কম ডট বিডি তে চলবে “ফ্ল্যাশ সেল”। যেখানে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫, ৩৭% ডিস্কাউন্টে মাত্র ৭,২৬২ টাকা তে পাওয়া যাবে।
বিশ্বব্যাপী ফ্ল্যাশ সেলের কনসেপ্টের আদলে দারাজ এবারও নিয়ে এলো “ফ্ল্যাশ সেল”। সাধারণত, স্বল্প সময়ের জন্য কিছু পন্যের উপর বড় অংকের ডিস্কাউন্ট দেয়ার অনলাইন ট্রেন্ডটি ই-কমার্স জগতে ফ্ল্যাশ সেল নামে সুপরিচিত। ফ্ল্যাশ সেলের সময় স্টক থাকে সীমিত ও সময় নির্ধারিত। তাই যত দ্রুত সম্ভব পছন্দের ফোনটি স্টক শেষ হওয়ার আগেই লুফে নিতে হবে।
আজ রাত ৭ টা থেকে ১০ টা আর মধ্যে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ দারাজ ডট কম ডট বিডি ক্রয় করলেই ক্রেতারা পাবেন বাজারের দামের থেকে ৪,২৩৮ টাকা ছাড়।
মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ তে রয়েছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা সেলফি তোলার জন্য বেশ ভালো । এছাড়াও, এর কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ১ জিবি র্যাম এর কারণে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ গত বছরের বহুল আলোচিত ফোনের মধ্যে একটি। মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এর বিস্তারিত জানতে ক্লিক করুণ।
তাই দেড়ি না করে সন্ধ্যা ৭ টা থেকে চোখ রাখুন daraz.com.bd তে।
Found this insightful? Choose your network to share: