মাত্র ২৫,১৯৯ টাকায় পাওয়া যাবে ৩২ ইঞ্চি স্যামসাং টিভি 0 1835

BD W7 FB Flash Sale

পুরোদমে  চলছে দারাজের “বিগ হোম মেকওভার উইক”। এরই মধ্যে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দারাজ আবারও নিয়ে আসতে যাচ্ছে আজ রাত ৭ টা থেকে শুরু হতে যাওয়া ফ্ল্যাশ সেলে স্যামসাং J4100 LED TV এর উপর অবিশ্বাস্য ছাড়।

সময় এসেছে আপনার পুরাতন টিভি সেটটি বদলে ফেলে নতুন করে আপনার ঘর সাজানোর। কারণ আজ রাত ৭ টা থেকেই শুরু হতে যাচ্ছে স্যামসাং J4100 LED TV এর উপর দারুন এক ফ্ল্যাশ সেল। যেখানে মাত্র ৩ ঘন্টার জন্য স্যামসাং  ৩২ ইঞ্চি J4100 টিভিটি পাওয়া যাবে ৪০% ছাড়ে মাত্র ২৫,১৯৯ টাকায়।

 

৩২ ইঞ্চি J4100 তে আছে ১৩৬৬ x ৭৬৮ ডিসপ্লে রেজুলেশন যা আপনাকে দিবে জীবন্ত পিকচার কোয়ালিটি। আরও আছে ২ x HDMI এবং 2 x USB পোর্ট, অর্থাৎ, এখন থেকে আপনার পছন্দের মুভি, ভিডিও কিংবা ছবি গুলো দেখুন আরও বড় পর্দায়। শুধু তাই নয়, আকর্ষণীয় ৪০% ছাড়ের পাশাপাশি আপনি পাচ্ছেন ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি।

তাই আরে দেরি না করে ঘড়ির কাটা ৭ টাতে পড়া মাত্রই অর্ডার করুণ স্যামসাং J4100 LED TV। মনে রাখবেন, ফ্ল্যাশ সেল চলবে শুধু মাত্র আজ রাত ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এবং স্টক থাকবে সীমিত।

J4100 LED TV সম্পর্কে বিস্তারিত জানুন

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article
Avatar for Shuvo Roy
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. He loves to explore modern technology and write different technical and creative content for business solutions. Traveling is the next passion to him after writing.

Leave a Reply