
আপনি কি চিন্তিত এই ব্যস্ত জীবনে কিভাবে আপনার অফিস, বাসা ও সামাজিক জীবন রক্ষা করার মাঝে রান্নার কাজ কখন করবেন? কিংবা, ঘরের বাহিরে খাবার খেতে খতে আর ভালো লাগছে না, এমন দসা?
আপনার চিন্তার দিন শেষ, এখন থেকে ব্লেন্ডারে ফল গুলো জুস করে আরামসে পান করার দিন শুরু।
কারণ আগামী ৩১ শে জুলাই পর্যন্ত দারাজে চলবে কুকিং অ্যাপ্লায়েন্সের উপর সর্বোচ্চ ৪২% পর্যন্ত ছাড়। যেখানে থাকবে কুকিং সরঞ্জামের উপির সর্বোচ্চ ৪২% ছাড়, ব্লেন্ডারের উপর সর্বোচ্চ ৩০%, কুক টপসের উপর ১৩% ছাড়, কিচেন সামগ্রীর উপর ৩৩% ছাড়।
শুধু মাত্র দারাজই আপনাকে দিবে এই রকম অফার, যা কিনা আপনার জীবনকে করবে আরও সহজ। কুকিং মেড সিম্পেল ক্যাম্পেইনে আপনি একই ছাদের নিচে পাচ্ছেন ফিলিপ্স, প্যানাসোনিক, ওয়াল্টন, আতাসি, সিমিজু, মিয়াকো ব্র্যান্ডের কুকিং ও কিচেন অ্যাপ্লায়েন্সে।
তাই দেরি না করে এখুনি ভিজিট করুণ কুকিং মেড সিম্পেল।
Found this insightful? Choose your network to share: