
ক্রেতাদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে এইবার দারাজ নিয়ে এলো অ্যানড্রয়েড ফ্ল্যাশ সেল। আজ বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দারাজ ডট কম ডট বিডি তে চলবে অ্যানড্রয়েড ফ্ল্যাশ সেল। যেখানে থাকছে শাওমি, ইন্টেক্স এবং এল ই টি ভি এর দুর্দান্ত সব ফোন।
ফ্ল্যাশ সেলে থাকছে শাওমি রেডমি নোট ৩ প্রো, শাওমি রেডমি ৩, শাওমি এমআই ৪এস। শাওমি রেডমি নোট ৩ প্রো ফোনে রয়েছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম, ৪১০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বাজার মুল্য ২৩,৫০০ টাকা হলেও ফ্ল্যাশ সেল চলাকালীন সময় ১৫% ডিস্কাউন্টে ফোনটি পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। আরও বিস্তারিত পড়ুন শাওমি রেডমি নোট ৩ প্রো
এছাড়াও ১৫,০০০ টাকার শাওমি রেডমি ৩ পাওয়া যাবে ১৭% ডিস্কাউন্টে মাত্র ১২,৫০০ টাকায়। শাওমি রেডমি ৩ তে আছে অক্টাকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি রম, ৪১০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরও বিস্তারিত পড়ুন শাওমি রেডমি নোট ৩ প্রো
এছাড়াও ফ্ল্যাশ সেল চলাকালীন সময় শাওমি এমআই ৪এস এর উপর থাকবে ১০% ডিস্কাউন্ট, এল ই টি ভি ১এস- ২ জিবি এর উপর থাকবে ১৫% ডিস্কাউন্ট, এল ই টি ভি ১এস – ৩ জিবি এর উপর থাকবে ১৭% ডিস্কাউন্ট।
সর্বোচ্চ ৪৫% ডিস্কাউন্ট থাকবে ইন্টেক্স অ্যাকুয়া স্টার ২ যা পাওয়া যাবে বাজার মূল্য থেকে ৫,২০০ টাকা কমে মাত্র ৬,৩০০ টাকায়। ইন্টেক্স অ্যাকুয়া স্টার ২ সম্পর্কে জানতে
যথারীতি ফ্ল্যাশ সেল চলাকালীন সময় থাকবে অল্প ও স্টক থাকবে সীমিত। তাই পছন্দের ফোনটি লুফে নিতে হবে আগে ভাগে। তাই দেরি না করে ভিজিট করুন এবং বুক মার্ক করে রাখুন এই দারাজ অ্যানড্রয়েড ফ্ল্যাশ সেল
Found this insightful? Choose your network to share: