March 23, 2023 4:48 AM Thursday

আবারও আসছে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ ফ্ল্যাশ সেল 0 1433

গত ২৭ শে জানুয়ারির মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এর ফ্ল্যাশ সেলের সাফল্যের সুত্র ধরে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ২৮ ফেব্রুয়ারি দারাজ আবারও নিয়ে আসতে যাচ্ছে ফ্ল্যাশ সেল।

২৮ শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এর উপর ফ্ল্যাশ সেল যেখানে ৩৭% ছাড়ে লুমিয়া ৫৩৫ পাওয়া যাবে মাত্র ৭,২৬২ টাকায়।

 

বাজটের মধ্যে সেরা সেলফি ফোন হিসেবে সুপরিচিত মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ এ আছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা আপনাকে দিবে স্পষ্ট সেলফি। এছাড়াও, এর কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ১ জিবি র‍্যাম এর কারণে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ গত বছরের বহুল আলোচিত ফোনের মধ্যে একটি।

Flash-Sale_Boost_Post

 

লুমিয়া ৫৩৫ সম্পর্কে আরও বিস্তারিত জানুন

ফ্ল্যাশ সেলের সময় স্টক থাকে সীমিত ও সময় নির্ধারিত। তাই যত দ্রুত সম্ভব পছন্দের ফোনটি স্টক শেষ হওয়ার আগেই লুফে নিতে হবে। তাই প্রস্তুত থাকুন ২৮ শে ফেব্রুয়ারি, আর ঘড়ির কাটা ৭ টা বাজার সাথে সাথে চোখ রাখুন  মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ পেইজে ।

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php