March 23, 2023 4:24 AM Thursday

ধুন্ধুমার দারাজ বৈশাখী মেলা, ১৪২৪ 0 2715

শেষ হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডের বৈশাখীমেলা।  প্রায় ১ লাখ পণ্যে আকর্ষণীয় সব অফার নিয়ে ৩০ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলে এই মেলা।

চলুন দেখে নেই এবারের বৈশাখীমেলা কি কি কারণে স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন পণ্যে ক্রেতারা পেয়েছেন ৭০% পর্যন্ত ছাড়।

দ্বিগুণ মজা:

 

*গতবারের মেলার তুলনায় এবং সাধারণ দিনের তুলনায় প্রায় দিগুন অর্ডার পড়েছে এবারের মেলায়।

*সাধারণ দিনের চেয়ে  মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের ওয়েবসাইট পরিদর্শনের হার ছিল দ্বিগুণ।

 

 

তিনগুণ কেনাকাটা:

 

গ্রাহকরা এবছর দারাজের বিভিন্ন পেমেন্ট পার্টনারের মাধ্যমে কেনাকাটা করে ২০% পর্যন্ত ছাড় পেয়েছেন।  যার ফলে সাধারণের তুলনায় এবার প্রায় ৩ গুন বেশি কেনাকাটা হয়েছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে।

 

স্টক আউট:

ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে এবার বেশ কিছু পণ্যের স্টক মেলা শেষ হবার আগেই শেষ হয়ে গিয়েছিল যার মধ্যে বিভিন্ন ব্র্যান্ড এর ট্রিমার, নিনো রসি লেদার হ্যান্ড ব্যাগ, শিশুদের কিছু পণ্য অন্যতম।

 হটেস্ট ব্র্যান্ড:

শাওমি , ব্লু, রেমাক্স সহ বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়েছে এবারের দারাজ বৈশাখী মেলায়।

টপ সেলিং:এছাড়াও, সময়ের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির এ যুগে যেই পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার মধ্যে ভার্চুয়াল বক্স এবং অ্যান্ড্রয়েড এলইডি টেলিভিশন অন্যতম।

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php