বর্তমানে সব কেনাকাটাই জমে উঠেছে অনলাইনে। পিছিয়ে নেই দৈনন্দিনের ব্যবহার্য গ্রোসারি পণ্যও। দারাজের গ্রোসারি বাজার থেকে এখন ঘরে বসেই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন যেকোন গ্রোসারি পণ্য। এছাড়া বিভিন্ন সেরা মানের গ্রোসারি পণ্যের বিশাল কালেকশন থেকে সহজেই নিজের জন্য বেছে নিতে পারবেন সবচেয়ে কম দামে বাজারের সেরা মানের গ্রোসারি আইটেমটি। তাই এখন আর কষ্ট করে বাজারে যেতে হবে না- বরং দারাজের গ্রোসার শপ থেকে অর্ডার করলেই দ্রুততম সময়ের মধ্যে আপনার ঘরে পৌঁছে যাবে গ্রোসারি হোম ডেলিভারি।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক দারাজের গ্রোসারি বাজার থেকে কেনাকাটা করার ৫ কারণ:
১) দেশের সবচেয়ে বড় গ্রোসারি প্ল্যাটফর্ম
প্রায় ৩,০০০ এরও অধিক পণ্যের সমারোহে দারাজ গ্রোসারি বাজার এখন দেশের সবচেয়ে বড় গ্রোসারি প্ল্যাটফর্ম। এখানে রয়েছে দেশের সেরা সব ব্র্যান্ডের ভালো মানের গ্রোসারি পণ্য। তাই আপনি যদি সেরা মানের গ্রোসারি পণ্য কিনতে চান, তবে দারাজের গ্রোসারি বাজার হতে পারে আপনার জন্য সেরা একটি গন্তব্য। কারণ সেরা মানের পাশাপাশি এখানে পাবেন নামী ব্র্যান্ডের গ্রোসারি কালেকশন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে।
২) যত কেনাকাটা তত ক্যাশব্যাক
এখন দারাজ গ্রোসারি বাজার থেকে কেনাকাটা করলেই মিলবে ক্যাশব্যাক। অর্থাৎ গ্রোসারি বাজারে যত বেশি কেনাকাটা করবেন পরিশোধকৃত সেই দামের একটা নির্দিষ্ট অংশ আবার ফিরে আসবে আপনার পকেটেই- বিকাশ ও অন্যান্য পেমেন্ট পার্টনারের মাধ্যমে মিলবে ১০% পর্যন্ত ক্যাশব্যাক। তাই এখন থেকে মাসের খরচের একটি নির্দিষ্ট অংশ ফিরে আসবে আপনার কাছেই।
৩) সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি
অনলাইনে গ্রোসারি কেনাকাটার সময় একটা সাধারণ দুশ্চিন্তা কাজ করে- ঠিক সময়মত পণ্য হাতে পাওয়া যাবে তো? কিন্তু দারাজ গ্রোসারি বাজার থেকে কেনাকাটা করে এখন আর হোম ডেলিভারি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ এখন থেকে থেকে মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জে মিলবে একদিনে ডেলিভারি সুবিধা। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরের গ্রাহকরাও পাবেন এমন সুবিধা।
৪) দৈনন্দিন রান্নার উপকরণের সাশ্রয়ী দাম
দারাজের গ্রোসারি বাজারের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর সাশ্রয়ী মূল্যতালিকা। চাল, তেল, দুধ বা ডায়াপার- সবকিছুর মূল্যই দারাজে অন্যান্য মার্কেটপ্লেস থেকে অনেক কম। তাই এখন আর বাজারে গিয়ে দামাদামি করার দিন শেষ। বরং দারাজ গ্রোসারি বাজার থেকে এখন সহজেই কম দামে সেরা মানের দৈনন্দিন গ্রোসারি পণ্য কিনতে পারবেন।
৫) বিভিন্ন ব্র্যান্ডের এক্সক্লুসিভ অফার
ডিসকাউন্ট অফার ছাড়াও দারাজ গ্রোসারি বাজারে হরলিক্স, নেসলে, গডরেজ প্রভৃতি বিখ্যাত ব্র্যান্ডের ফ্রি ডেলিভারি সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রায়ই এক্সক্লুসিভলি গ্রোসারি বাজারে বিভিন্ন প্রমোশনাল অফার দেয়। সেইসব এক্সক্লুসিভ অফার উপভোগ করতে চাইলে আপনার একমাত্র গন্তব্য হতে পারে দারাজ গ্রোসারি বাজার।
তাই এখন থেকে বাজারে গিয়ে দৈনন্দিন কেনাকাটার ঝক্কি পোহাতে হবে না আর। দারাজ অ্যাপ ওপেন করে গ্রোসারি বাজার থেকে অর্ডার করলেই দ্রুত হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে সেরা মানের গ্রোসারি পণ্য সবচেয়ে সাশ্রয়ী দামে- দেশের সেরা অনলাইন শপ দারাজের হাত ধরে।
এছাড়া আরো দেখতে পারেন,
ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য সেরা উপহার
Found this insightful? Choose your network to share: