ক্রেতাদের এইরকম চাওয়া পাওয়ার কথা মাথায় রেখে বাজারে আসছে হংকং এর বিশ্বখ্যাত ব্র্যান্ড ইনফিনিক্স। ২০১৩ তে ইনফিনিক্স তাদের যাত্রা শুরু করে খুব স্বল্প সময়ে মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এবং এশিয়ার বেশ কতগুলো দেশে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।
ইনফিনিক্স নোট ৩ ইনফিনিক্স নোট সিরিজের সর্বশেষ সদস্য । ইনফিনিক্স নোট ৩ তার পূর্বসুরী ইনফিনিক্স নোট ২ এর একটি আপগ্রেড।নোট ৩ এর স্ক্রীন সাইজ ৬” ঠিক নোট ২ এর মত কিন্তু আরও উন্নত রেজোলিউশন সহ।
- ৮
- : ৯
- : ৮.৫
- : ৮
ইনফিনিক্স নোট ৩ এর বিশেষত্ব কি ?
নোট ৩ শুধুমাত্র এর বিশাল ব্যাটারির জন্য বিখ্যাত নয় , এর সাথে আরও আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ইনিফিনিক্স নোট ৩ অ্যারোস্পেস কুলিং টেকনোলজি ওভারহিটিং থেকে ফোনকে প্রতিরোধ করে । মনের খুশিতে করুন ভিডিও কল , ফোন কল , চালান আপনার পছন্দের অ্যাপ্লিকেশান এবং যতক্ষণ ইচ্ছা খেলুন আপনার পছন্দের গেম ।
ইনফিনিক্স নোট ৩ ফোনটির মেটালবডির চমৎকার ডিজাইন যেকোনো গ্যাজেট প্রিয় মানুষের মন জয় করতে সক্ষম হবে ! এই ফোনটি তার পূর্বসুরী ইনফিনিক্স ফোনগুলির থেকে ১ মিলিমিটার সাইজ ছোট , যার পরিমাপ ৮.৪ মিলিমিটার ।
ইনফিনিক্স নোট ৩ রিভিউঃ
ডিসপ্লে
নোট ৩ তে আছে ৬” ফুল এইচডি আইপিএস ডিসপ্লে যার রেজোলিউশান ৩৬৭ পিপিআই (১০৮০ x ১৯২০ পিক্সেলস ) যেখানে এর পূর্বসূরি মডেল গুলি স্ক্রীন রেজোলিউশান ছিল ২৪৫ পিপিআই ।
যার জন্যে আপনারা পাবেন আরও পাওারফুল ভিউইং এক্সপেরিএন্স এবং আরও ওয়াইড ভিউইং এঙ্গেল
ইনিফিক্স নোট ৩ মুভি দেখার এবং ওয়েব সার্ফিং করার জন্যও একটি আদর্শ ডিভাইস
হার্ডওয়্যার এবং সফটওয়্যার
ইনফিনিক্স নোট ৩ তে আছে ১.৩ গিগাহার্টজ অক্টাকোর সিপিউ , ২ গিবি র্যাম
ফোন এ থাকে অ্যান্ড্রয়েড ৬.০ (মার্সমেলও) অপারেটিং সিস্টেম যার সাথে আছে এক্সক্লুসিভ এক্সওএস চামেলিওন
এই ফোনে থাকছে বিল্ট-ইন স্টোরেজ একটি মাইক্রোএসডি স্লট যা সাপোর্ট করে ১২৮ গিবি পর্যন্ত এক্সট্রা স্টোরেজ
ফিচারসঃ
ফাস্ট চার্জ টেকনোলজি :
ইনফিনিক্স কোম্পানির মতে , নোট ৩ আপনাকে দিবে ২০০ মিনিট টক-টাইম শুধুমাত্র ৫ মিনিট চার্জ এ !
এটির মূল কারণ হচ্ছে ডুয়ো ৪.৫এ চার্জিং ইঞ্জিন মিডিয়াটেক পাম্পএক্সপ্রেস ফাস্ট চার্জিং টেকনোলজি যা আপনাকে নিশ্চিত করে দ্রুত এবং নিরাপদ চার্জিং প্রক্রিয়া
অ্যারোস্পেস কুলিং টেকনোলজি
আগেই উল্লেখ করেছি , এই টেকনোলজির সারমর্ম হচ্ছে এটি ওভারহিটিং থেকে ফোনকে প্রতিরোধ করে
এটি ইনিফিনিক্স এর সর্বপ্রথম স্মার্টফোন যেটায় এই টেকনোলজি ব্যাবহার করা হয়েছে ।
দীর্ঘস্থায়ী ব্যাটারি :
ইনফিনিক্স নোট ৩ তে আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি যা নোট ২ এর ৪০৪০ এমএএইচ এর উন্নত সংস্করণ ।
ব্যাটারিটি ৯৯ মিনিটে ফুল চার্জ হয়ে যায় যার সকল অবদান এক্সচার্জ ৩.০ সংস্করণের ।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার:
নোট ৩ তে আরও আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্যান্য বাকী সকল নতুন স্মার্টফোন গুলির মত যা আপনি আবার ব্যাবহার করতে পারবেন ক্যামেরার শাটার বাটন হিসেবে ছবি তুলার সময় ।
ক্যামেরা:
ইনফিনিক্স নোট ৩ তে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যার সাথে থাকবে এলিডি ফ্ল্যাশ যা সেলফি তুলার জন্য একটি অসাধারণ ফিচার । এই ফোনে আরও আছে প্রোফেসনাল ক্যামেরা মুড যেটির সাহায্যে আপনি যেকোনো প্রোফেসনাল ফটোগ্রাফার এর মত ছবি তুলতে পারবেন ।একইসাথে , মেইন ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যা প্রদান করে পিডিএফএ অটোফকাস টেকনোলজি যা ইমেজ ক্যাপচার করে ০.২৫ সেকেন্ডে ।
অন্যান্য ফিচারস:
ডিভাইসটিতে আছে ডুয়েল সিম কার্ড স্লটস ।
ডাউনলোড স্পীড থাকছে ১৫০ এমবিপিএস পর্যন্ত ৪গি এলটিডির সাহায্যে এবং হাই কোয়ালিটি স্পীকার স্বনামধন্য সাউন্ড প্রোডিউসার এএসির ।
ইনফিনিক্স নোট ৩ স্পেসিফিকেশনস:
- প্লাটফর্ম : অ্যানড্রয়েড ৬.০ (মার্সমেলও)
- প্রসেসর : ১.৩ গিগাহার্টস ডুয়াল-কোর কর্টেক্স- এ৭ সিপিইউ, মিডিয়াটেক এমটি৬৫৭২ চিপসেট, মালি-৪০০ গিপিউ
- মেমোরি : ২ গিবি র্যাম
- কালারস : গোল্ড, ব্ল্যাক, গ্রে
- বিল্ট-ইন স্টোরেজ : ১৬ গিবি
- রেয়ার ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও
- রেয়ার ক্যামেরা ফিচারস : এইচডিআর, অটোফোকাস এলিডী ফ্ল্যাশ
- ফ্রন্ট ক্যামেরা : ৫ মেগাপিক্সেল ক্যামেরা
- ডিসপ্লে : ৬.০ ইঞ্চি আইপিএস টাচ ডিসপ্লে
- সিম কাউন্ট : ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই
- এক্সএলেরওমিটার : উপস্থিত
- প্রক্সিমিটি সেন্সর : উপস্থিত
- লাইট সেন্সর : উপস্থিত
- ব্যাটারি : ৪৫০০ এমএএইচ লি-অন ব্যাটারি
- নেটওয়ার্ক : ২গি, ৩গি এইচএসডিপিএ ৯০০
- কানেকটিভিটি : ওয়াইফাই ৮০২.১১ এ/বি/গি/এন, হটস্পট, মাইক্রো ইউএসবি ভি ২.০, গিপিএস
- ব্লুটূথ : ব্লুটূথ ভি৪
আর দেরি না করে আজই অর্ডার করুন !
দারাজে ইনফিনিক্স নোট ৩ অর্ডার করলে আপনি পাবেন দারুণ সকল সুবিধা
- এমেক্স কার্ড এর মাধ্যমে অর্ডার করলে পাচ্ছেন ৩০০০ টাকা / মাস , ০% ইএমআই
- ডি – ফার্স্ট এর মাধ্যমে আপনি পাবেন ২৪ ঘণ্টায় আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় ডেলিভারি
- ১০০ দিনের স্ক্রীন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টী
- ৩৬৫ দিনের ব্র্যান্ড ওয়ারেন্টী
This is the “wpengine” admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.