আসিতেছে! আসিতেছে! আসিতেছে- গ্রোসারি মহোৎসব! 0 2128

best groceries online at daraz bd
Last updated on August 8th, 2023 at 10:41 am

দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Daraz.com.bd প্রথমবারের মতো দেশের সবকটি বিভাগের ২০টি স্থানে একসাথে নিয়ে আসছে বাজারের সেরা দামে গ্রোসারি সামগ্রী। ৩৫% পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে চাল, ডাল, মসলা, তেলসহ আরো অনেক সদাই পণ্য।

চাল:

২৫% ছাড়ে ১০০০ টাকার ৫ কেজি বাসমতি চাল পাওয়া যাবে মাত্র ৭৫০ টাকায়। বাসমতি ছাড়াও পাওয়া যাচ্ছে চিনিগুঁড়া চাল, নাজিরশাইল ও মিনিকেট চাল।

best rice in bangladesh

ডাল:

৩৫% ছাড়ে ১৪০ টাকার মশুর ডালের কেজি পাওয়া যাবে মাত্র ৯০ টাকায়।

best dal online in bangladesh

মশলা:

রসুন, আদা, হলুদের গুঁড়া, জিরা, গুঁড়া মরিচ, ধনেসহ নানা ধরণের মশলায় রয়েছে সর্বোচ্চ ১৭% পর্যন্ত ছাড়।

তেল:

নানা ব্র্যান্ডের তেল ও ভিনেগার কিনলে সর্বোচ্চ ১৬% পর্যন্ত থাকবে ডিসকাউন্ট। সয়াবিন, সরিষা ও রাইসব্র্যান তেলের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে – পুষ্টি, ফরচুন, তীর, ফ্রেশ ও রূপচাঁদা।

চা:

সর্বোচ্চ ১৩% ছাড়ে পাওয়া যাবে চা ও কফি। উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হল- তাজা এবং পুষ্টি।

best tea in bd online

লবণ:

১৫% পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে লবণ। ফ্রেশ ও ইফাদ ব্র্যান্ডের লবণের দিকে নজর রাখুন।

buy salt at best price online

এছাড়াও আকর্ষণীয় মূল্যে থাকছে দুধ, চিনি, পাস্তা ও নুডলস, আটা, ময়দা ইত্যাদি গ্রোসারি পণ্য।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, ফেনী, নরসিংদি, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, গাজীপুর, সাভার এইসব জেলা ও উপজেলায় থাকবে অফারটি।

দারাজ বাংলাদেশ প্রস্তুত আপনার জন্য। আপনি তৈরিতো?

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article
Avatar for Shuvo Roy
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. He loves to explore modern technology and write different technical and creative content for business solutions. Traveling is the next passion to him after writing.

Leave a Reply