চোখের ভিতরে চোখ – কন্টাক্ট লেন্স ও সমস্যার বিস্তারিত 0 6792

চোখের ভিতরে চোখ – কন্টাক্ট লেন্স ও সমস্যার বিস্তারিত
Last updated on December 21st, 2023 at 01:11 pm

মানুষের দৃষ্টি শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ, তা তো বলার কোন অপেক্ষাই রাখে না। চোখের দৃষ্টি শক্তির উন্নয়নে মানুষ কত কিছুই না ব্যবহার করে থাকে। যেমন একটা সময় পর্যন্ত মানুষ শুধুমাত্র পাওয়ার চশমার উপরই বেশি মাত্রায় নির্ভরশীল থাকতো। কিন্তু ফ্যাশন যেহেতু তার আপন ধারায় চলতেই থাকে, তাই ট্রেন্ডের বাজি ধরে চোখের লেন্স এখন মানুষের জন্য সময়ের সবচেয়ে বড় হট কেক হয়ে দাঁড়ালো। আমাদের দেশে চোখের লেন্স কে চশমার বিকল্প হিসেবে ভাবা শুরু হয়েছে অনেক আগ থেকেই। দেশের আইওয়্যার এর বাজারে তাই ফ্যাশনে চোখের লেন্স একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করেছে।

দেশের অনলাইন মার্কেটপ্লেসে এখন অবশ্য বিভিন্ন ধরণের চোখের লেন্স বা কন্টাক্ট লেন্স অনেক বেশি পরিমাণে সহজলভ্য হয়ে উঠতে শুরু করেছে। আর চোখের লেন্সের নিরাপদ অনলাইন শপিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপ দারাজ বাংলাদেশের দৌরাত্বও উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। বর্তমানে ফ্যাশন প্রিয় তরুণ-তরুণীদের সবচেয়ে বেশি মাত্রায় আগ্রহ লক্ষ করা যাচ্ছে যে আইওয়্যার টিতে, সেটি হল কালারফুল লেন্স। আর দারাজের আইওয়্যার ক্যাটাগোরিতে এখন খুব সহজেই খোঁজ পেতে পারেন বিভিন্ন ধরণের কালারফুল লেন্স সহ আকর্ষণীয় ডিজাইনের স্টাইলিস লেন্স। তবে এসব লেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইওয়্যার হল কন্টাক্ট লেন্স, মূলত চশমার বিকল্প হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে এই লেন্স। এখন দারাজে পাওয়া যাচ্ছে লাল, সবুজ, নীল, হলুদ সহ বিভিন্ন কালারের চোখের কন্টাক্ট লেন্স।

কনটাক্ট লেন্সঃ

কন্টাক্ট লেন্সের ধরণ
কন্টাক্ট লেন্স সাধারণত তিন ধরণের হয় – হার্ড কন্টাক্ট লেন্স, আর জি পি কন্টাক্ট লেন্স ও সফট কন্টাক্ট লেন্স।

সাধারণত চোখের লেন্স বা কন্টাক্ট লেন্স বলতে ডিসপোজেবল কন্টাক্ট লেন্সকেই বোঝানো হয়ে থাকে। অতি সূক্ষ এসব কনটাক্ট লেন্স বর্তমানে আমাদের দেশে বৃহৎ পরিসরে চিকিৎসার পাশাপাশি ফ্যাশনেও ব্যবহৃত হচ্ছে।

তবে অপটিক্যাল লেন্স আসলে চশমার বিকল্প হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার সংযুক্ত এসব অপটিক্যাল লেন্স অত্যন্ত স্বচ্ছ হয়ে থাকে। পছন্দ অনুসারে বিভিন্ন কালারের অপটিক্যাল লেন্স এখন দারাজে পাওয়া যাচ্ছে।

ফ্যাশন প্রিয় তরুণ-তরুণী সহ বিভিন্ন ফ্যাশন সচেতন মানুষের কাছে কন্টাক্ট লেন্সের আবেদন এখন আর নতুন কিছু নয়। বস্তুত নিজেকে আকর্ষণীয় কিংবা কিছুটা নান্দনিকভাবে উপস্থাপনের আকাঙ্খা থেকেই আজকাল বিভিন্ন রঙের ও হালকা ডিজাইনের লেন্স ব্যবহৃত হচ্ছে। নীল, অ্যাকোয়া, হালকা সবুজ, বাদামি ইত্যাদি লেন্সের সঙ্গেই আজকাল ক্যাটস আই, ফ্লােরাল মোটিফ, জ্যামিতিক ডিজাইনের চাহিদা বাড়ছে। আর বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে johnson and johnson কন্টাক্ট লেন্স।

এছাড়াও দারাজে এখন যেসব ব্র্যান্ডের কন্টাক্ট লেন্স বেশ সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাচ্ছে – 

acuvue lens, bausch + lomb lens, biofinity lens, dailies lens, fresh look lens, air optix lens, igel lens, aqua flexi lens

কন্টাক্ট লেন্সের উপযোগিতাঃ
  • চশমাতে যাদের অরুচি আছে, পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স তারা ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক সহ সব ধরনের কন্টাক্ট লেন্স বর্তমানে দারাজ থেকে সংগ্রহ করতে পারবেন।
  • চোখের মনিতে পুরনো ঘা থাকলে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।
  • চোখে চুন বা ক্ষতিকর কোন পদার্থ পড়লে চোখকে রক্ষা করার জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।
  • চোখের মনির পুরনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।
  • যাদের আলোতে সমস্যা বা আলোর প্রতি যারা একটু বেশি মাত্রায় সংবেদনশীল, কিংবা যাদের চোখের জন্মগত ক্রটি আছে, তারাও বিশেষ ধরনের এই কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।
  • যেকোন বয়সী ফ্যাশন সচেতন মানুষ বিভিন্ন ডিজাইনের রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন।
কন্টাক্ট লেন্স এর ব্যবহার বিধিঃ
  • বিশেষত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই কন্টাক্ট লেন্স ব্যবহার করা ভাল। নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে কন্টাক্ট লেন্স  পরিষ্কার করলে চোখের ক্ষতির সম্ভাবনা তুলনামূলকভাবে কমে যাবে। আর চোখের লেন্স পরিষ্কারের সল্যুশন বা তরল ব্যবহারের ক্ষেত্রে সঠিক মেয়াদের ব্যাপারটিও খেয়াল রাখা দরকার।
  • কন্টাক্ট লেন্স একটি নির্দিষ্ট সময় সাপেক্ষে পরিবর্তন করলে ভাল হয়। আর হার্ড কন্টাক্ট লেন্স দীর্ঘক্ষণ ব্যবহার করা উচিত নয়। ৩-৪ ঘন্টা সময় এক্ষেত্রে যথেষ্ট বলে বিবেচিত হয়।
  • অবশ্য আর জি পি এবং সফট কন্টাক্ট লেন্স দৈনিক ১৫-২০ ঘন্টা ব্যবহার করা যায়।
  • কন্টাক্ট লেন্স প্রতি ২৪ ঘন্টা অন্তর নিদৃষ্ট তরল বা সল্যুশন দিয়ে পরিষ্কার করা খুবই জরুরী।
  • কন্টাক্ট লেন্স ব্যবহারের ফলে চোখ লাল দেখা গেলে লেন্স খুলে ফেলতে হবে এবং দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
কন্টাক্ট লেন্স ব্যবহারে সতর্কতাঃ যে বিষয়টি মনে না রাখলেই নয়, কন্টাক্ট লেন্স স্পর্শকাতর একটি মেডিকেল ডিভাইস।
  • লেন্স পরিষ্কারক তরলের মধ্যে এক ধরণের রাসায়নিক পদার্থ থাকে, যার কারনে চোখে এলার্জির উপদ্রব দেখা যেতে পারে।
  • দীর্ঘ সময় লেন্স পরিধানের ফলে কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী অ্যাসটিগমেটিজম বা দৃষ্টি স্বল্পতার সমস্যা সৃষ্টি হতে পারে, এছাড়া লেন্স ঘোলা হয়ে চোখ নষ্ট হয়েও যেতে পারে।
  • ১২ ঘণ্টার বেশি সময় ধরে কন্টাক্ট লেন্স ব্যবহারের ফলে অথবা চোখে লেন্স পরেই ঘুমিয়ে পড়লে, লেন্স অপরিচ্ছন্ন রাখলে চোখে ইনফেকশনের ভয় থাকে।
  • পানিতে সাঁতার কাটার সময় চোখে পানি ঢুকলে চোখের কালো মনিতে পানি জমে সংক্রমণ হতে পারে, পরবর্তীতে সেখানে ঘা হতে পারে।
  • মেয়াদ উত্তীর্ণ কন্টাক্ট লেন্স কিংবা সল্যুশন ব্যবহারে চোখ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।
সর্বোপরি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লেন্স ব্যবহার না করলে এই কন্টাক্ট লেন্সের মাধ্যমেই ক্ষতিগ্রস্থ হতে পারে আপনার চোখ। সুনির্দিষ্ট ব্যবহার বিধি মেনে চলে চোখের লেন্স ব্যবহার করলে লেন্স ব্যবহার যেমন অনেক আরামদায়ক হবে, তেমনি একই সাথে কন্টাক্ট লেন্স জনিত চোখের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়াও সম্ভব হবে।

দেশের বাজারে চোখের লেন্সের দাম বর্তমানে সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে। তবে আরো বৃহৎ পরিসরে চোখের লেন্স এর ব্যবহার দেশের দরবারে ছড়িয়ে দিতে দারাজে চোখের লেন্স এর দাম এখন সীমিত পরিসরেই রাখা হয়েছে। তাই কন্টাক্ট লেন্স দাম আকর্ষণীয় মূল্যে পেতে চাইলে দারাজেই ধামাকাদার সব ডিসকাউন্ট অফার সহ সাশ্রয়ী কন্টাক্ট লেন্সের দাম এখন বিভিন্ন গিফট ভাউচারের সাথে উপভোগ করতে পারবেন। এছাড়া ছেলেদের ফ্যাশনে পাঞ্জাবী সহ ছেলে-মেয়েদের অন্যান্য ফ্যাশন সামগ্রী সুলভ মূল্যে পেতে চাইলে এখন দারাজ অফিশিয়াল ওয়েবসাইট অথবা দারাজ মোবাইল অ্যাপে ভিজিট করতে পারেন।

 

Share with your network
Previous ArticleNext Article
With years of experience as a seasoned online shopper, I have developed a keen eye for the latest trends and technology in the E-commerce industry. The passion for discovering the best products and services on the web is matched only by love for sharing their findings with others.

Leave a Reply

5 Best Body Scrubs in Bangladesh to Brighten Your Skin (2024) 0 4921

Last updated on December 21st, 2023 at 03:29 pm

Hey, wanna have smooth, bright, and glowing skin? Body scrubs remove dead skin cells and leave your skin healthier and radiant. You are in the right place to get the best body scrubs in Bangladesh. Now find out the best body scrubs for skin whitening and glowing skin.

Maybe your skin is dull or dry. In this case, mild exfoliation can be the best solution for you. It works for whitening your skin. Let’s get acknowledged with the basics of body scrub and choose the best scrub and exfoliators that suit your skin.

Beauty products offers on daraz 11.11 sale

What is Body Scrub?

The body scrub is a mechanical exfoliator. This exfoliator includes abrasive materials like salt or sugar, which help remove the dead skin cells from the surface or outer layer of your skin.

Stimulating the skin cell turnover prevents acne breakouts in the long run and gifts you the expected result of your skin’s smoothness.

Best Body Scrubs in Bangladesh You Can Grab Right Now

As the skin is a sensitive organ of our body, it’s essential to choose the high-quality and most effective body scrub for sure. 

1. Aarong Earth Sea Salt Body Scrub

aarong earth body scrub in bd

2. BIOAQUA Body Scrub

BIOAQUA Body Scrub

3. LAIKOU Exfoliating Body Scrub Gel

LAIKOU Exfoliating Body Scrub Gel

4. LABONNO PAPAYA BUTTERY BODY SCRUB

LABONNO PAPAYA BUTTERY BODY SCRUB

5. Mamaearth Ubtan Body Scrub

Mamaearth Ubtan Body Scrub with Turmeric

Which Type of Exfoliator is Perfect for Your Skin?

There are two types of exfoliators.

  • Physical Exfoliator
  • Chemical Exfoliator

Scrubbing twice a week will make a physical exfoliator more effective if you have dry to normal skin and the dead skin cell layer accumulates quickly. 

The physical exfoliator is the finest and the most suitable option for individuals who do not maintain a skincare routine for various reasons and do not have any skin concerns.

The chemical exfoliator will perform effectively for people whose skin is affected by grainy scrubs due to sensitivity. You know what happens when you rub scrubs on active or inflamed acne. The pimple will burst, allowing bacteria to spread throughout the surrounding area.

So, if you have oily sensitive skin, you can use a chemical exfoliant to deep clean the pores and reveal new, vibrant skin. Just remember that if you use a chemical exfoliant, you must use sunscreen before going outside, it is not an option.

How to Use Body Scrub?

Using the body scrub is simple and straightforward. Besides, it’s also safe for your skin. You have to just follow the below steps.

  • Use warm water to rinse your skin first.
  • Put the desired amount of the body scrub.
  • Rub the scrub gently in a smaller circular motion.
  • Scrub your skin for no more than 30 seconds.
  • Now rinse your skin thoroughly with warm water.
  • You may shave if needed.
  • Pat your skin dry
  • Lastly, apply moisturizer

Last Words

The best body scrubs in Bangladesh are explored in this article. The mentioned body scrubs are best for whitening and glowing your skin.

However, the best body scrubs can provide the best solution for your skin. Now it’s time to get the most appropriate body scrub and glow your skin. 

Share with your network

Best Moisturizers for Dry Skin in Bangladesh [Updated 2024] 0 21038

Last updated on December 26th, 2023 at 03:04 pm

Searching for the Best Moisturizer For Dry Skin In Bangladesh? Explore Our List of Best Face Moisturisers for Dry Skin with Top Moisturizing Creams for Dry Skin in Bangladesh.

Are you distressed with severe dry skin issues? Worry not, let us show you the moisturizer for dry skin that can minimize the dryness of your very own skin at its best.

You may have searched for an affordable-price moisturizer for dry skin in Bangladesh once. Hence, the good news is that we’ve allocated multiple lucrative deals for the best moisturizer for dry skin in Bangladesh at a budget price online.

Beauty products offers on daraz 11.11 sale

Best Moisturizers for Dry Skin in Bangladesh

1. Aloe Vera 99% Soothing Gel For dry Skin

aloe vera gel for dry skin

Aloe Vera Gel is a 99% pure soothing gel with glow boosters, which soothe & nourish dry skin from the inside. A 5-minute massage every day gives you skin that is spotless, glowing, and soft to the touch for sure. It soothes not only your dry skin but also your lips with 24-hour moisture protection which makes it the best moisturizer for dry skin in Bangladesh.

2. Boots Cucumber Moisturising Cream

boots cucumber moisturizer

Boots Essentials Cucumber Moisturising Cream is enriched with soothing cucumber and lots of salutary vitamins. It is suitable for day or night use and contains antioxidants to help protect dry skin from environmental damage. It has a wonderful thick texture that provides good moisturization for dry skin as well which makes it the best moisturizing cream for dry skin in Bangladesh.

3. Neutrogena Hydro Boost Water Gel Moisturizer

neutrogena hydro water gel

Basically, Neutrogena Hydro is a moisturizer gel that consists of pro-vitamin B5 for intensive skin care and protection. It helps to maintain skin moisture and prevents skin from dryness or dehydration. Can be used for facial and body skin. With it, your skin will remain protected and look beautiful throughout the day. It gives extra protection against your skin from drought which makes it one of the best dry skin moisturizing creams in Bangladesh.

4. Nivea Smooth Moisturizer Care Body Lotion

nivea moisturizer lotion

Enriched with deep intensive moisturizing ingredients, the Nivea smooth milk body lotion works deep within the skin repairing dryness layer by layer to give you long-lasting softness or smoothness and protection from dryness. Combining Shea butter with Vitamin E, this body lotion has a light texture to spread on the dry skin, delivers intense nourishment, and makes your dry skin irresistibly smooth and soft that making it one of the best face moisturizers for dry skin.

5. Lotus Herbals Nutramoist Skin Moisturising Cream

lotus moisturising cream

Lotus Herbals Skin Moisturising Cream is textured with soft and fluffy gel cream with a nice heavenly fruity fragrance that spreads on dry skin and easily softens and smoothens skin improving skin texture. To moisturize your dry skin intensively, its alpha hydroxy fruit acid from grapes acts as a natural antioxidant, astringent, and antiseptic for the protection of dryness or dehydration which makes it the best among the list of moisturizers for dry skin in Bangladesh.

From the above-mentioned list, which one is your favorite? Let us know by commenting below. And don’t forget to visit Daraz’s online shopping website and app for exciting deals on other health and beauty products. 

Do also read:

Share with your network