দারাজ এবং কেইমু এখন এক সাথে, এক পরিবার এ !
কেইমু এবং দারাজ একত্রীত হয় জুলাই ২০১৬ তে । একই ম্যানেজমেন্ট এর আওতায়ে থাকা সত্ত্বেও দুটি কোম্পা নি এরপরও তাদের নিজস্ব পণ্যের ধরন, কাস্টমার ভিত্তি এবং ব্যাবসার মডেল অব্যাহত রাখে । এই মারজার এর মূল উদ্দেশ্য ছিল দুটি কোম্পানির প্লাটফর্মকে একসাথে করে আরও বৃহৎ এবং উত্তমভাবে পণ্য বাছাই করার সুবিধা সৃষ্টি করা, একই সাথে পন্নের মান ও সত্যতা বজায় রাখা । এই রুপান্তর প্রক্রিয়া কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে , অতঃপর কেইমুর সমাপ্তি হচ্ছে ফেব্রুয়ারি ২৮ , ২০১৭ তে ।
বেঞ্জামিন দে ফউশিএর , দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ বিষয়ে বলেন, ” আমরা অনেক আনন্দিত এই একত্রিকরন প্রক্রিয়ার মাধ্যমে একই প্লাটফর্মে আশার জন্য এবং আমরা অনেক আশাবাদী যে আমরা এই দেশের একটি প্রতিযোগী শপিং প্লাটফর্মে পরিনত হব। দারাজ এখনো সবসময় এর মত আসল ব্র্যান্ডের পণ্যের আস্থাঘর থাকবে এবং আমরা আমাদের কাস্টমারদের কথা দিচ্ছি যে আমরা চেষ্টা করব তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করতে এবং যথাসময়ে পণ্য ডেলিভারি দিতে। সিটি ব্যাংক, বিকাশ এবং পাঠাও এর সাথে আমাদের পার্টনারশিপ এর মাধ্যমে আমাদের পেমেন্ট এর প্রক্রিয়া আরও সহজ হবে এবং ডেলিভারি সংক্রান্ত সকল বাধার সমাপ্তি ঘটবে । আমরা আপনাদেরকে দারাজে সাইন আপ করতে স্বাগতম জানাচ্ছি এবং একটি ৩৬০ শপিং এর অভিজ্ঞতা অর্জন করতে আমন্ত্রন জানাচ্ছি , ধন্যবাদ সবাইকে ! “
কি হবে এরপর?কি কি নতুন অফার আসছে? জানতে চোখ রাখুন আমাদের পেইজে!
Found this insightful? Choose your network to share: