দারাজের তৃতীয় বর্ষপূর্তি: চলছে অবিশ্বাস্য অফার ও ডিসকাউন্ট! 0 3194

daraz bangladesh 3rd anniversary sale
Last updated on February 18th, 2019 at 07:45 pm

দারাজের ৩য় বর্ষপূর্তিতে স্বাগতম! দেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস Daraz.com.bd ৩ বছর আগে ২০১৪ সালের ২৬ আগস্ট বাংলাদেশে যাত্রা শুরু করে। জার্মান রকেট ইন্টারনেটের দক্ষিণ এশীয় ভেঞ্চার Daraz.com -এর বাংলাদেশি ভার্সনটি যাত্রা শুরু করার প্রথম দিন থেকেই এদেশের অনলাইন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা ও দেশ-বিদেশের সেরা ব্র্যান্ড, ভেন্ডরদের কাছ থেকে সেরা পণ্যগুলো বাংলাদেশি গ্রাহকদের কাছে খুব সহজেই অনলাইনে অর্ডারের পর হোম ডেলিভারি পদ্ধতিতে পৌঁছে দিয়েছে দারাজ। যে লক্ষ্য নিয়ে বাংলাদেশে মার্কেটপ্লেসটি যাত্রা শুরু করেছিল, তা খুব অল্প সময়েই পূরণ করে ইতিমধ্যেই আস্থা ও নির্ভরতার জায়গা করে নিয়েছে এদেশের মানুষের মনে। দারাজে বর্তমানে প্রায় ১,৬০০ বিশ্বস্ত ভেন্ডরদের ১ লাখ ৫০ হাজারেরও বেশি পণ্য পাওয়া যাচ্ছে, যা প্রতিদিনই ক্রমাগত বেড়ে চলেছে। ঢাকা শহরের পাশাপাশি দেশের অন্যান্য শহরগুলোতেও হোম ডেলিভারি সেবা দেয়া শুরু করেছে দারাজ বাংলাদেশ এরই মধ্যে। গত তিন বছরে দারাজের অভাবনীয় ব্যপ্তি হয়েছে। দারাজে অর্ডারের সংখ্যা ১৬০গুণ এবং ওয়েবসাইটে ভিজিট ১০০গুণ বৃদ্ধি পেয়েছে। এর সাথে গ্রাহক সংখ্যা বেড়েছে ১০০গুণ।

Daraz 3rd Anniversary Sale

অবিশ্বাস্য বর্ষপূর্তি বিক্রয় ক্যাম্পেইনঃ বড় মূল্যছাড়, সেরা পণ্য

Daraz.com.bd হচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল, যেখানে ক্রেতারা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সেরা ব্র্যান্ডেড পণ্য কিনতে পারছেন সহজেই। দারাজের তৃতীয় বর্ষপূর্তিতে অনলাইন শপিং মলটি ক্রেতাদের জন্য আয়োজন করছে বিশেষ অ্যানিভারসারি বা বর্ষপূর্তি বিক্রয় ক্যাম্পেইন, যেখানে অনলাইন ক্রেতারা ৭০% পর্যন্ত অবিশ্বাস্য মূল্যছাড় পাচ্ছেন। ছেলেদের ফ্যাশন, মেয়েদের ফ্যাশন, স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্য থেকে শুরু করে যেকোন প্রকার টিভি, মোবাইল ফোন, কম্পিউটিং -এর মত ইলেক্ট্রনিকস, অ্যাপ্লায়েন্স – প্রয়োজনীয় যা চান, সবই আছে বর্ষপূর্তি বিক্রয় ক্যাম্পেইন ২০১৭ -তে। আর চলমান বর্ষপূর্তি বিক্রয় ক্যাম্পেইনে প্রতিদিনই বিকেল ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত থাকছে বিভিন্ন রকম পণ্যে আকর্ষনীয় বর্ষপূর্তি ফ্ল্যাশ সেল, যা আপনার কেনাকাটাকে করবে আগের যেকোন সময়ের তুলনায় আরও সহজসাধ্য ও স্বাচ্ছন্দ্যময়। এছাড়া প্রতিদিনই আনলক হবে ক্যাটেগরি ভিত্তিক আলাদা আলাদা পণ্য, যা আনলক হবার পরে ক্রেতারা পাবেন অবিশ্বাস্য সেরা দামে কেনার সুযোগ। আর ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন বিকেল ৩ টা থেকে থাকছে বিশেষ ৩ টাকা স্পেশাল ক্যাম্পেইন, যেখানে যেকোন মূল্যের পণ্য আপনি পাবেন মাত্র ৩ টাকা খরচ করেই!

unlocking category daraz bd

সেরা ব্র্যান্ড, সহজ অনলাইন শপিং

দারাজ বাংলাদেশের বর্ষপূর্তি বিক্রয় ক্যাম্পেইনে ক্রেতারা পাচ্ছেন দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ব্র্যান্ডের সেরা পণ্য একই ছাতার নিচে। এক ক্লিকেই সহজে অনলাইনে ক্রেতারা পাবেন ইয়েলো, দর্জিবাড়ি, অ্যাপেক্স, জেনিস, বাটা, একস্ট্যাসি, স্যামসাং, অ্যাপল, এলজি, লেনোভো, সনি, আসুস সহ বিভিন্ন ক্যাটেগরির সেরা ব্র্যান্ডের পণ্য। ব্র্যান্ডকেন্দ্রিক মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ফ্যাশন সচেতন ও ব্র্যান্ডপ্রেমী ক্রেতাদের জন্য জনপ্রিয় ও এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলোর পসড়া সাজিয়ে রেখে কেড়ে নিয়েছে গ্রাহকদের মন, দিতে পেরেছে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি।

top brands at daraz bangladesh

Image Map

সেরা ইএমআই সিস্টেমঃ একেবারে ইন্টারেষ্ট বিহীন (০%)

ব্র্যাক ব্যাংক, ডিবিবিএল নেক্সাস, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক অ্যামেক্স, এনআরবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সহ দারাজের পেমেন্ট পার্টনার -এর মাধ্যমে কেনাকাটায় থাকছে ০% (ইন্টারেষ্ট বিহীন) ইএমআই ব্যবস্থা। মাসিক নির্দিষ্ট পরিমাণ কিস্তি পরিশোধ করে খুব সহজেই দারাজ থেকে বিভিন্ন হাই এন্ড পণ্য কেনা যাচ্ছে এখন সহজেই। এতে থাকবে না কোন প্রকার লুকায়িত(হিডেন) চার্জ। কোন ধরণের ডাউন পেমেন্ট ছাড়াই ক্রেডিট কার্ড দিয়ে পণ্য কিনতে চাইলে ভিজিট করতে পারেন Daraz.com.bd। আর দারাজের পেমেন্ট পার্টনার ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডধারীদের জন্য অনলাইন শপিং -এ থাকছে অতিরিক্ত ১০% ক্যাশব্যাক সুবিধা। আর যথারীতি এ উপলক্ষ্যে বর্ষপূর্তি বিকাশ পেমেন্টে থাকছে ২০% ক্যাশব্যাক তো থাকছেই! এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে থাকছে বিশেষ বর্ষপূর্তি কুপন, যা দিয়ে আপনার কেনাকাটা হবে আরও বেশী সাশ্রয়ী।

daraz payment partners list

ব্যবহার করতে পারেন দারাজের অ্যাপ

Daraz Apps ব্যবহার করেও এখন সহজে মোবাইল থেকে অনলাইন শপিং করা যাবে বেশ স্বাচ্ছন্দ্যে। অ্যাপল স্টোর অথবা গুগল প্লে-স্টোর থেকে আজই ডাউনলোড করে নিতে পারেন দারাজ মোবাইল অ্যাপ আর উপভোগ করতে পারেন অনলাইন শপিং বাংলাদেশের যে কোন জায়গাতে বসেই। অ্যাপ ডাউনলোড করলেই ক্রেতারা পাচ্ছেন ২৫০ টাকার দারাজ অ্যাপ ভাউচার, যা দারাজ থেকে পণ্য কেনার সময় তারা ব্যবহার করতে পারবেন।

online shopping from mobile apps

তাই, দেরী না করে যথারীতি পুরোদমে শুরু হোক অনলাইন শপিং আর বুঝে নিন আপনার পণ্য সর্বোচ্চ মূল্যছাড়ে। দারাজের বর্ষপূর্তিতে সর্বোচ্চ মূল্যছাড়ের সাথে সাথে উপভোগ করুন দেশের সেরা অনলাইন শপিং -এর দূর্দান্ত অভিজ্ঞতা।

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article
Avatar for Atiqul Hakim
With years of experience as a seasoned online shopper, I have developed a keen eye for the latest trends and technology in the E-commerce industry. The passion for discovering the best products and services on the web is matched only by love for sharing their findings with others.

Leave a Reply