দারাজে অনলাইন শপিং এর আদ্যোপান্তঃ সেরা অভিজ্ঞতার অধিকারি হবেন যেভাবে! 14 33404

অনলাইন শপিং নিতান্তই আরামদায়ক এবং একইসাথে লাভজনক যদি একটু মাথা খাটিয়ে ঠিক সেরা পণ্যটিই বাছাই করা যায়। এক্ষেত্রে দারাজ থেকে অনলাইন শপিং -এ কাঙ্ক্ষিত সেরা অভিজ্ঞতাটি বুঝে পাওয়া অনেকটাই সহজ ও ঝামেলাবিহীন বলা চলে। কিছু কৌশল অবলম্বন করে আপনিও লাভবান হতে পারবেন পছন্দের পণ্যটি অর্ডার করে।

একটি পণ্য অর্ডারের পূর্বে কিভাবে সকল গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে নিবেন?

দেখে নেওয়া যাক একনজরেঃ

পণ্যের ফিচার

যে পণ্যটি অর্ডার করতে যাচ্ছেন, সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা জরুরী। Product Details বা পণ্য বিবরণী দেখে নিশ্চিত হতে পারেন পণ্যের সুবিধা-অসুবিধা সম্পর্কে। এমনকি পণ্যটি আপনার চাহিদার সম্পূরক কি না, সেটাও যাচাই করতে পারবেন এই সেকশনে।

Products Feature section of daraz.com.bd
                                                    ছবিতে একটি নির্দিষ্ট পণ্যের ফিচার সেকশন দেখান হয়েছে

ব্র্যান্ডের উপযোগিতা

visit the official stores of daraz mall
   দারাজ মলের একটি জনপ্রিয় অফিশিয়াল স্টোর

 

গুণগত মানের নিশ্চয়তা নেই এমন যেনতেন কোন অব্র্যান্ডীয় পণ্য আপনি অনলাইনে অর্ডার করতে চাইবেন না নিশ্চয়। তাই পণ্যটি কেনার আগে নিশ্চিত হয়ে নিন সেটা দারাজ মলের কি না। মনে রাখবেন দারাজ মলের আওতাধিন সকল দেশি-বিদেশি ব্র্যান্ডই ভেরিফাইড এবং দারাজ মলের যেকোন অফিশিয়াল স্টোর থেকে পণ্য অর্ডার করতে ক্রেতাদেরকে বেশি মাত্রায় উৎসাহিত করা হয়ে থাকে। শপিং এর আগে সেলারের রেটিং, সঠিক সময়ে ডেলিভারির মাত্রা ও সেলার সাইজ চেক করেও পণ্যটি অর্ডার করতে মনস্থির করতে পারেন।

রেটিং ও রিভিউ

rating and review section of daraz.com.bd
                                   পণ্যের রেটিং ও রিভিউ একনজরে

পছন্দের পণ্যটি আসল নাকি নকল, সেটা যাচাই করার সবচেয়ে উত্তম পন্থা হল দ্রব্যের রেটিং ও রিভিউ। উল্লেখ্য কোন পণ্যের রেটিং কিংবা রিভিউ আপনার পূর্ববর্তী ক্রেতার সর্বশেষ শপিং অভিজ্ঞতার ফসল, তাই এটা নিয়ে দুশ্চিন্তা বা সন্দেহের কোন সুযোগ নেই। এই রেটিং অথবা রিভিউ ভালভাবে যাচাই ও বাছাই করে পণ্যটি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনি পেয়ে যাবেন।

প্রশ্নোত্তর পর্ব

এই অংশে ক্রেতার বিভিন্ন ধরণের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে, যার বেশির ভাগই কমন। পণ্যটি সম্পর্কে আপনার জানার কিছু থাকলে সেটার উত্তর এখান থেকে মিলিয়ে নিতে পারেন অথবা আপনি নিজেও একটি প্রশ্ন ছুঁড়ে দিতে পারেন।

find the q & a section of daraz.com.bd
                                                          প্রশ্নত্তর পর্বের একটি নমুনা

রিটার্ন ও ওয়ারেন্টি পলিসি

return and warranty part of daraz.com.bd
       রিটার্ন ও ওয়ারেন্টি সুবিধা

 

অনলাইনে যেকোন পণ্য কেনার আগে কোম্পানির ওয়ারেন্টি পলিসি এবং রিটার্ন পলিসি সম্পর্কে সচ্ছ ধারণা থাকা জরুরী। নির্ধারিত পণ্যের ওয়ারেন্টি কত বছর ও রিটার্ন করার পদ্ধতি কি; এগুলো জেনেই পণ্যটি অর্ডারের সিদ্ধান্তে আসা উত্তম। উল্লেখ্য, শুধুমাত্র দারাজ মলেই ১০০% অরিজিনাল পণ্য১৪ দিনের সহজ রিটার্ন সুবিধা উপভোগ করার সুযোগ রয়েছে।

ডেলিভারির সময়সীমা

check the delivery options of daraz.com.bd
              দারাজের ডেলিভারি সুবিধা

পণ্যটি অর্ডার করে অন্তত কত দিনের মধ্যে ডিলিভারি পাবেন, সেটার ধারণা থাকাটা অবশ্যই দরকার। অর্থাৎ পণ্য ডেলিভারির সময়সীমা জানা না থাকলে আপনার চিন্তারও কোন সীমা থাকবে না, এটাই স্বাভাবিক না? তাছাড়া অর্ডার করতে যাওয়া পণ্যটি Fulfilled by Daraz বা দারাজের নিজস্ব কালেকশনের আওতাধীন কিনা সেটাও খতিয়ে দেখতে পারেন। বস্তুত, দারাজের ওয়্যারহাউজে থাকা পণ্য একটু বেশি যত্নে সবচেয়ে দ্রুততম সময়ে ডেলিভারি করা হয়ে থাকে। একই সাথে পণ্যটির ডেলিভারি চার্জ কত এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা বরাদ্দ আছে কিনা, সেটাও একনজরে চেক করে নিতে পারেন।

শপিং এর কৌশল তো বেশ জানা হল! এখন কিভাবে সবচেয়ে ভালো পণ্যটি খুঁজে পাবেন, জানতে চান ?

তাহলে দেখতে পারেন,

\\যেভাবে দারাজ থেকে সেরা পণ্যটি বেছে নিবেন!//

download daraz app for the best deals

Previous ArticleNext Article
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. He loves to explore modern technology and write different technical and creative content for business solutions. Traveling is the next passion to him after writing.

14 Comments

  1. আজকে প্রথম ডারাজ থেকে একটি চশমা অডার করিছি অনেক ভালো প্রনটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php