যেভাবে দারাজ কালেকশন পয়েন্ট খুঁজে পাবেন খুব সহজে ! 29 44981

Last updated on জুন 7th, 2023 at 12:04 অপরাহ্ন

আপনি কি দারাজে অর্ডার কৃত যেকোন পণ্য কম মূল্যে হোম ডেলিভারি উপভোগ করতে চান? তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই চলে আসতে পারেন নিকটস্থ দারাজ কালেকশন পয়েন্টে। দারাজ ওয়েবসাইট বা অ্যাপ থেকে কালেকশন পয়েন্ট অ্যাড্রেস বাছাই করার পদ্ধতি খুবই সহজ, দারাজে পণ্য অর্ডার করার সময়েই আপনার কাঙ্খিত ও নির্ধারিত এলাকাভিত্তিক পিক আপ পয়েন্টটি ডেলিভারি অপশন থেকে বেছে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। তাছাড়া দারাজ কালেকশন পয়েন্টের বড় সুবিধা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি পণ্য সংগ্রহ করতে পারবেন সব থেকে কম ডেলিভারি চার্জে (২৫ টাকা মাত্র)। এছাড়া দারাজে করা আপনার অর্ডারটির স্ট্যাটাস ট্র্যাক করতে (bd dex tracking) পারবেন এখন খুব সহজেই।

দারাজ কালেকশন পয়েন্ট সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য

১। দারাজে পণ্য অর্ডার করার সময়ে কিভাবে কালেকশন পয়েন্ট বাছাই করবেন?

>> আপনার বাছাইকৃত পণ্যের ধরণ, সাইজ ও ক্যাটাগোরি অনুসারে স্বয়ংক্রিয়ভাবেই দারাজে নির্দিষ্ট এলাকাভিত্তিক কালেকশন পয়েন্টের অপশন দেখানো হবে। তাই অর্ডার চেক আউটের সময় পছন্দানুসারে নির্দিষ্ট পিক আপ পয়েন্টটি নিশ্চিন্তে বেছে নিতে পারবেন।

২। দারাজ কালেকশন পয়েন্ট সপ্তাহে কয়দিন খোলা থাকে?

>> দারাজ কালেকশন বা পিক আপ পয়েন্ট সপ্তাহে ৬ দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।

৩। কাস্টমারের পক্ষ থেকে অন্য কেও পারসেল গ্রহণ করতে পারবে?

>> আপনার ম্যাসেজে পাঠানো ওটিপি সাথে থাকলে যে কেও পারসেলটি গ্রহণ করতে পারবে।

৪। দারাজ কালেকশন পয়েন্ট থেকে কিভাবে পণ্য সংগ্রহ করবেন?

  • স্টেশন এজেন্টের কাছে আপনার ট্র্যাকিং নাম্বারটি প্রদান করুন,
  • প্যাকেজ ইনফরমেশন সতর্কতার সাথে চেক করুন,
  • স্টেশন এজেন্টকে আপনাকে পাঠানো ওটিপি দেখান।

৫। দারাজে কিভাবে আমার অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো? এবং কিভাবে নতুন ডেলিভারি অ্যাড্রেস যুক্ত করতে পারবো?

  • এখন ড্রপ ডাউন মেন্যু থেকে “ম্যানেজ মাই অ্যাকাউন্ট” -এ ক্লিক করুন
  • এরপর আপনার অ্যাকাউন্টের বাম দিকে “অ্যাড্রেস বুক” নামক একটি অপশন খুঁজে পাবেন
  • এখন “অ্যাড এ নিউ অ্যাড্রেস” বাটনে ক্লিক করুন, নতুন অ্যাকাউন্ট সম্পূর্ণ করতে enter চাপুন এবং “সেভ দিস অ্যাড্রেস”-এ ক্লিক করুন।

৬। প্যাকেজ গ্রহণ করার আগে কি চেক করা যাবে?

>> না, শুধুমাত্র প্যাকেজটি গ্রহণ করার পর অর্থাৎ ইপিওডি (ইলেক্ট্রনিক প্রুফ অব ডেলিভারি) সাইন হওয়ার পরেই আপনার প্যাকেটটি খোলা সম্ভব।

৭। আমার জন্য উপযুক্ত শিপিং অ্যাড্রেস কি বেছে নিতে পারবো?

>> হ্যা, নিজস্ব এলাকার ভিত্তিতে যেখান থেকে প্যাকেজটি গ্রহণ করতে চান, ঠিক সেই শিপিং অ্যাড্রেসটিই আপনি বেছে নিতে পারবেন।

কিভাবে আপনার জন্য উপযুক্ত কালেকশন বা পিক আপ পয়েন্ট বাছাই করবেন!

Daraz pick up point selection

আপনার নিকটবর্তি কালেকশন বা পিক আপ স্টেশন বেছে নিন

see the nearest pick point list

আপনার কালেকশন বা পিক আপ স্টেশন নিশ্চিত করুন

এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। আপনার পিক আপ পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এবার আপনার অর্ডার করা পণ্যটি যখন ঐ পিক আপ পয়েন্টে পৌঁছে যাবে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

Download Daraz App to watch the best BD cricket live streaming without buffering. 

পোস্টটি ইংরেজীতে পড়ুনঃ

>>Find your Collection Point Address on Daraz Bangladesh<<

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

29 Comments

    1. নিচের লিঙ্কের মাধ্যমে আমাদের লাইভ চ্যাটে যোগাযোগ করুন-
      https://tinyurl.com/yyyorefm
      চ্যাট ওপেন হলে লিখুন Agent, তাহলে আমাদের একজন কাস্টমার কেয়ার এজেন্ট সরাসরি আপনার সমস্যাটি সমাধান করে দেবেন

    1. কিংবা নিচের লিঙ্কের মাধ্যমে আমাদের লাইভ চ্যাটে যোগাযোগ করুন-
      https://tinyurl.com/yyyorefm
      চ্যাট ওপেন হলে লিখুন Agent, তাহলে আমাদের একজন কাস্টমার কেয়ার এজেন্ট সরাসরি আপনার সমস্যাটি সমাধান করে দেবেন

মন্তব্য করুন