কিভাবে হতে পারবেন দারাজ সেলার? 77 11445

Last updated on নভেম্বর 24th, 2023 at 12:58 অপরাহ্ন

দারাজ বাংলাদেশে সেলার হবার সহজ পদ্ধতি

দেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের মাধ্যমে আপনি সহজেই পণ্য বিক্রয় করতে পারবেন। দারাজে পণ্য বিক্রি করার মতো টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে খুব কমই আছে। দারাজের মাধ্যমে পণ্য বিক্রয় করলে সবসময়ের মতই থাকছে বিশেষ কিছু সুবিধা, যেমন দারাজের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারবেন লাখো ক্রেতার কাছে, বিনামূল্যে তালিকাভুক্ত হতে পারবেন দারাজ বাংলাদেশ ওয়েবসাইটে(daraz.com.bd), পাবেন নিরাপদ ও নির্বিঘ্নে পেমেন্টের সুবিধা এবং আরো হরেক রকমের সুযোগ-সুবিধা। এবার চলুন জেনে নেই ৫ টি সহজ ধাপের কথা যেভাবে খুব সহজেই দারাজের সেলার হওয়া যাবে।

প্রথম ধাপ- সাইন আপ করুন

দারাজ বিক্রেতা কেন্দ্র লগইন পেইজে যান এবং আপনার দ্রুত নিবন্ধন সম্পূর্ণ করুন। শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়ে আমাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন।

Sign up page for daraz seller

দ্বিতীয় ধাপ- প্রোফাইলে তথ্য যোগ করুন

আপনার ইমেল এবং স্টোরের নাম প্রদান করে আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন যাতে আমরা আপনাকে সনাক্ত করতে পারি।

Add profile information of daraz seller

তৃতীয় ধাপ- ঠিকানা বিবরণ প্রদান করুন

আপনার ব্যবসার সমস্ত ঠিকানা বিবরণ প্রদান করুন ।

Daraz seller address information

চতুর্থ ধাপ- আইডি এবং ব্যাঙ্ক তথ্য যোগ করুন

আপনার আইডি এবং ব্যবসা সম্পর্কিত বিবরণ যোগ করুন। অর্থপ্রদানের জন্য প্রয়োজনীয় ব্যাঙ্ক তথ্য অন্তর্ভুক্ত করুন।

ID and bank information verification of daraz seller

পঞ্চম ধাপ- পণ্য তালিকাভুক্ত করুন

বিক্রেতা কেন্দ্রের মাধ্যমে আপনার দোকানে পণ্য যোগ করুন। মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাওয়ার পরে আপনার পণ্যগুলি লাইভ হওয়ার সাথে সাথে বিক্রি শুরু করুন।

Add products on daraz after registration

অভিনন্দন! এখন আপনি সবাই দারাজ অনলাইন শপের একজন সফল বিক্রেতা হওয়ার জন্য প্রস্তুত। আরও যেকোন সহায়তার জন্য, আপনি দারাজ বিক্রেতা কেন্দ্রের হেল্পলাইন নম্বর (+88) 096 100 00 123 ব্যবহার করতে পারেন।

পণ্য তালিকাভুক্ত হওয়ার পর এখন আপনি সহজেই অর্ডার গ্রহন করতে পারবেন এবং সারাদেশে পণ্য বিক্রয় করতে পারবেন। দারাজ সেলার সেন্টারের মাধ্যমে পরিচালনা করুন গ্রহণকৃত অর্ডার।

অর্ডার গ্রহণের পর, পণ্য মোড়কজাত করে বাকিটা ছেড়ে দিন দারাজের উপর অথবা মোড়কজাত পণ্যগুলো চাইলে পৌঁছে দিতে পারেন দারাজের পার্টনার লোকেশনে। উল্লেখ্য, দারাজ ফার্স্ট সার্ভিসের মাধ্যমে আপনি শুধুমাত্র দারাজকে পণ্য পৌঁছে দিলেই, দারাজ আপনার পণ্য সংরক্ষণ, মোড়কজাতকরণ এবং ডেলিভারি করবে।

সহজেই আপনার অ্যাকাউন্ট-এ পৌঁছে যাবে পেমেন্ট এবং আপনি নিশ্চিন্তে প্ল্যান করুন কিভাবে ব্যবসার পরিধি বাড়াবেন। উল্লিখিত সহজ প্রক্রিয়া অনুযায়ী, সেলফ সাইন আপের মাধ্যমে আপনি সহজেই পারবেন আপনার পন্যের বিক্রয় বাড়াতে। তাই দেরি না করে আজই সাইন আপ করুন। হ্যাপি সেলিং!

আরও পড়ুনঃ

কিভাবে দারাজে অ্যাফিলিয়েট পার্টনার হবেন?

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

77 Comments

        1. আমাদের একটি ইনভয়েস বিল সফটওয়্যার দিলে ভালো হতো। প্রতি মাসে দারাজ থেকে কত টাকা লাভ হচ্ছে তা খুব সহজেই জানতে পারতাম।

    1. অর্ডার হওয়া পণ্যটি আপনার নিকটস্থ দারাজের ড্রপ অফ পয়েন্টে পৌঁছে দিলেই আপনার পণ্যটি আমরা পৌঁছে দেবো নির্দিষ্ট গ্রাহকের কাছে।

  1. আমি দারাজ একটি সেলার একাউন্ট খুলেছিলাম সেলার একাউন্ট এর তিনটি ধাপ সম্পন্ন করেই আছি এবং দারাজ থেকে একে ইমেইলে ম্যাটেরিয়াল বক্স ক্রয় করিয়াছি কিন্তু এখন আমি প্রোডাক্ট রেডি করতে পারছিনা প্রায় 80 পার্সেন্ট রেডি হয় কিন্তু সম্পূর্ণটা রেডি হয়না এমন এমতাবস্থায় আমি কি করতে পারি যদি একটু দেখিয়ে দিতেন নতুন সেলার কিভাবে প্রডাক্ট রেডি ফর্ম সম্পূর্ণরূপে সহজে পূরণ করতে পারে। দারাজ কত টাকা মূল্যের পণ্য কত পারসেন্ট দারাজ কে দিতে হয়

    1. ধন্যবাদ।
      বিস্তারিত সাহায্যের জন্য এখানে ক্লিক করে দারাজ ইউনিভার্সিটির কোর্সগুলো শুরু থেকে দেখলে অনেকটাই পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।

        1. দারাজ সেলার হওয়ার জন্য নিচের নাম্বারে কল করুন
          (+88) 096 100 00 123
          সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা

          বা ক্লিক করতে পারেন নিচের লিঙ্কে-
          https://www.daraz.com.bd/sell-on-daraz/

          বিস্তারিত জানতে লিঙ্কের গাইডটি ফলো করুন-
          https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/

          Call Daraz Seller Hotline (+88) 096 100 00 123 for any kind of assistance

  2. আমি বগুড়া থাকি ত্রকাউন্ট করেছিলাম রিজেক্ট করে দিছে বলতেছে আমরা ত্রই লোকেশন থেকে সেলার নিচ্ছী না নওগা লোকেশন দিয়ে করছিলাম সেম অবস্থা আপনারা র্বতামানে কোথায় কোথায় থেকে সেলার নিচ্ছেন জানাবেন পিল্জ

  3. আমি বগুড়া থাকি ত্রকাউন্ট করেছিলাম রিজেক্ট করে দিছে বলতেছে আমরা ত্রই লোকেশন থেকে সেলার নিচ্ছী না নওগা লোকেশন দিয়ে করছিলাম সেম অবস্থা আপনারা র্বতামানে কোথায় কোথায় থেকে সেলার নিচ্ছেন জানাবেন পিল্জআমি বগুড়া থাকি ত্রকাউন্ট করেছিলাম রিজেক্ট করে দিছে বলতেছে আমরা ত্রই লোকেশন থেকে সেলার নিচ্ছী না নওগা লোকেশন দিয়ে করছিলাম সেম অবস্থা আপনারা র্বতামানে কোথায় কোথায় থেকে সেলার নিচ্ছেন জানাবেন পিল্জ

    1. দারাজ সেলার হওয়ার জন্য নিচের নাম্বারে কল করুন
      (+88) 096 100 00 123
      সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা

      বা লিঙ্কের গাইডটি ফলো করুন-
      https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/

      Call Daraz Seller Hotline (+88) 096 100 00 123 for any kind of assistance

    1. অবশ্যই পারবেন। দারাজ সেলার হওয়ার জন্য নিচের নাম্বারে কল করুন
      (+88) 096 100 00 123
      সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা

      বা ক্লিক করতে পারেন নিচের লিঙ্কে-
      https://www.daraz.com.bd/sell-on-daraz/

      বিস্তারিত জানতে লিঙ্কের গাইডটি ফলো করুন-
      https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/

      Call Daraz Seller Hotline (+88) 096 100 00 123 for any kind of assistance

মন্তব্য করুন