কেমন হবে এবছরের দুর্গা পূজার সাজ ২০২৩?

শক্তিদেবী দুর্গা এলো,
সেজে নতুন সাজ।

সাজবে তুমি, সাজবে সব,
সাজাই হবে কাজ।

অশুভকে নাশ করতে,
শপথ নেবো আজ।


বছর ঘুরে আবারো দেবী দুর্গার আগমনের সময় হলো। চারিদিকে সাজ সাজ রব। বাঙালি নারীদের এই পূজাকে ঘিরে রয়েছে সুদীর্ঘ পরিকল্পনা। সনাতন ধর্মালম্বীদের এই উৎসবটিকে কেন্দ্র করে একেকজন নারী আটপৌরে বাঙালির সাজে সেজে ওঠে। আর তাই বাঙ্গালি নারীর আকর্ষণীয় পূজার সাজের টিপস নিয়ে এই ফ্যাশন ব্লগ- ‘দুর্গা পূজার সাজ – ২০২৩’।

puja collection

পূজার সাজের জন্য শাড়ী, থ্রি পিস, মেকআপ সবই কিনুন দারাজে

দুর্গা পূজার কেনাকাটা অনলাইন

মেকআপ

দুর্গা পূজার মেকআপ

দুর্গা পূজার সাজ অনেকটাই নির্ভর করে পূজার সময়ের উপর। দিনের বেলার পূজার জন্য অবশ্যই আপনাকে নিতে হবে একটি নমনীয় লুক। মেকআপ শুরুর আগে আপনাকে অবশ্যই মুখটি ভালো মতো ধুয়ে ত্বকের তৈলাক্ততা দূর করতে হবে। এতে আপনার স্কিন-এ ভালো মতো মেকআপ বসবে। শুরুতেই কনসিলার ব্যবহার করতে হবে। এতে করে মুখে যদি কোন দাগ থাকে, তা ঢাকা পড়ে যাবে। এরপর একটি ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করে ইভেনলি মেকআপ বসাতে হবে।

দুর্গা পূজার সাজ

Durga puja makeup

দুর্গা পূজা ইন্সপায়ার্ড লুক-এর জন্য চোখের গুরুত্ব অপরিসীম। বাঙালি নারীর চোখ নিয়ে অনেক কবিই লিখেছেন কালজয়ী কাব্য। তাই চোখকে সাজিয়ে তুলতে হবে আকর্ষণীয় করে। চোখের শেডস এবং ন্যাচারাল শেপ ফুটিয়ে তুলতে নিউট্রাল আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। এরপর আইলাইনার অথবা কাজল ব্যবহার করে চোখটি এমন ভাবে আঁকতে হবে যাতে চোখ দুটি দেখতে বড় মনে হয়। আপনি চাইলে আইলিডে ব্যবহার করতে পারেন শিমারি আইশ্যাডো। সব শেষে লাল লিপস্টিক এবং লাল টিপ দিয়ে শেষ করুন পূজার বাঙালিয়ানা লুক।

লিপস্টিক কিনুন দারাজে

রাতের বেলার পূজার জন্য আপনি নিতে পারেন হেভি মেকআপ, আর এক্ষেত্রে মেকআপ ব্রাশ দারুন কাজে লাগতে পারে। বেস মেকআপটি একদম দিনের বেলার বেস মেকআপ এর মতোই হবে। চোখের জন্য ব্যবহার করতে পারেন কপার, গোল্ড অথবা বার্গেন্ডি শ্যাডো। বোল্ড লুকের জন্য নিতে পারেন স্মোকি আই মেকআপ। বেশ মোটা করে পুরো চোখটি এঁকে নিন আইলাইনার অথবা কাজল দিয়ে। এরপর লাল লিপস্টিক দিয়ে ঠোঁটযুগল করে তুলুন আকর্ষণীয় এবং মুখে হাইলাইটার ব্লাশ দিয়ে মেকআপ শেষ করুন।

হেয়ারস্টাইল

লিভন শ্যাম্পু
durga puja hairstyle 2021

আপনি যে হেয়ারস্টাইলটি করতে চান, সেটা অবশ্যই নির্ভর করবে আপনার সামগ্রিক বেশভূষা এবং মুখের আদলের উপর। কিন্তু আপনি যদি একটু ঝামেলাহীন থাকতে চান, তাহলে করে নিতে পারেন একটি হেয়ার বান। একটু অন্যরকম লুক পেতে করতে পারেন মেসি বান, ফ্রেঞ্চ ব্রেইড, ডাচ ব্রেইড। আর চুল বাঁধা যদি একদমই পরিহার করতে চান, চুলগুলো খোলা ছেড়ে দিতে পারেন।

বেশভূষা

দুর্গা পুজা নতুন কালেকশন

পুজার অলঙ্কার

jewelry puja

পুজার জুতা

puja shoe fashion

পুজার থ্রি পিস

puja three piece

পুজার শাড়ী

puja saree collection online 1

পুজার পাঞ্জাবী

puja panjabi

বাঙালি নারীর পূজার সাজকে পরিপূর্ণ করে দিতে পারে আটপৌরে লাল পেড়ে সাদা শাড়ি। যদি গতানুগতিক সাজ অনুসরণ করতে না চান, তাহলে পরিধান করতে পারেন কমলা হলুদ কিংবা সবুজ রঙের শাড়ি। বিভিন্ন ধরণের শাড়ী থেকে বেছে নিতে পারেন যেকোনো কটন, সিল্ক কিংবা কাতান শাড়ি সহ সালোয়ার কামিজ কিংবা উৎসবের রঙ এর সাথে মানানসই অন্য যেকোন পোশাক। তরুণীরা শাড়ি পরতে না চাইলে ট্রাই করতে পারেন কুর্তি।

দুর্গা পূজার শপিং অনলাইন দারাজে

ব্যাস, হয়ে গেলো সহজ পূজার সাজ! আর আপনিতো জানেনই শাড়ি, মেকআপ বা অ্যাক্সেসরিজ কোথা থেকে সেরা মূল্যে সেরা পণ্যটা কিনে নিতে পারবেন। এখনই ভিজিট করুন দারাজ অনলাইন শপিং ওয়েবসাইট ও অ্যাপে, আর শারদীয় দুর্গা পূজার জন্য কিনে নিন আপনার পছন্দের মেকআপ পণ্য সেরা দামে।

কি হবে পূজার রান্না – দুর্গা পূজা রেসিপি ২০২৩

আসি আসি করে এসেই গেলো দুর্গা পূজা। আর পূজার সব চেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো পূজার খাবার। ঘরে ঘরে পরিকল্পনা চলে পূজার রান্না বান্না নিয়ে। আর আপনাদের পরিকল্পনাকে আরো সহজ করে দিতে আমাদের আজকের আয়োজন ‘কি হবে পূজার রান্না’ এবং কিছু রান্না বান্না রেসিপি।

পূজার সময়ে ঘরে তৈরি কিছু জনপ্রিয় খাবার (রান্না বান্না রেসিপি)

মিষ্টি পোলাও

polao for durga puja

উপকরণ

ঘি-৩ টেবিল চামচ, তেজপাতা- ২টি বড়, সবুজ এলাচ – ৫-৬টি গুঁড়া, কালো এলাচ – ২-৩টি গুঁড়া করা, দারুচিনি- ২টি বড়, লবঙ্গ – ৭-৮টি, জায়ফল গুঁড়া- ১/৪ টেবিল চামচ , কাজু বাদাম, পেস্তা , কিসমিস – স্বাদমতো    মটরশুঁটি – ইচ্ছা অনুযায়ী  হলুদ গুঁড়া – ইচ্ছা অনুযায়ী, চিনি- ২ টেবিল চামচ, লবন- ২ টেবিল চামচ ,পানি- ২/৫ কাপ।

প্রস্তুত প্রণালী

একটি বড় পাত্রে বাসমতি চাল ভালো করে ধুয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর ভালো মতো পানি ঝরিয়ে রাখতে একটি পাত্রে রাখতে হবে। একটি বড় প্যানে ঘি দিয়ে গলে  না যাওয়া পর্যন্ত গরম করতে হবে। এরপর তাতে আদা কুচি, জাফরানসহ সকল মসলা দিয়ে দিতে হবে। তারপর পানি ঝরানো চাল দিয়ে ১-২ মিনিট মৃদু আঁচে ভেজে নিতে হবে।

এরপর এতে মটরশুঁটি এবং হলুদ গুঁড়া দিতে হবে। অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে নিতে হবে। যখন ভাত থেকে সুগন্ধ বের হবে তখন সেই ফুটানো পানি প্যানে ঢেলে দিতে হবে। এতে স্বাদমতো চিনি, লবন এবং জাফরান দিয়ে মৃদু আঁচে ৮-১০ মিনিট রান্না করতে হবে। ভাত পুরোপুরি রান্না হয়ে গেলে উপর দিয়ে জায়ফল গুঁড়া ছিটিয়ে দিতে হবে। এরপর প্যানটি ঢেকে দিয়ে ১০ মিনিটের জন্য ভাপে রাখতে হবে। ব্যাস, হয়ে গেলো মিষ্টি পোলাও!

শুক্ত

উপকরণ

আলু- ১টি কিউব করা, মিষ্টি কুমড়া- ১৫০ গ্রাম কিউব করা, করল্লা-১টি কিউব করা, লাউ- অর্ধেকতা কিউব করা, শুকনা মরিচ- ৪/৫টি, তালবেগুন- ১/৩ কিউব করা, ডালের বড়ি- ইচ্ছামতো, পাঁচ ফোড়ন- ১।৫ টেবিল চামচ, নারকেল বাটা – ১।৫ কাপ, সর্ষে বাটা- ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা- ১ টেবিল চামচ, মাওয়া- ২ টেবিল চামচ, দুধ- ১/২ কাপ, পোস্ট বাটা- ৪ টেবিল চামচ, গোল মরিচ- ৪-৫টা , ঘি, চিনি এবং লবন- স্বাদমতো, তেল ।

প্রস্তুত প্রণালী

আলাদা ভাবে সকল সবজি ভেজে/সোঁতে নিতে হবে সামান্য লবন দিয়ে। ভাজা সবজিগুলো আলাদা পাত্রে সরিয়ে রাখতে হবে। এরপর একই পাত্রে ১-২ চামচ ঘি দিয়ে তাতে শুকনা মরিচ, সামান্য চিনি,পাঁচ ফোড়ন এবং গোল মরিচ দিয়ে ভাজতে হবে।

foods in durga puja

ফোড়ন দেয়ার পর ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিতে হবে এবং পোস্ট বাটা দিতে হবে। ভালোমতো মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে। একে একে সর্ষে বাটা, নারকেল বাটা, কাজু বাটা দিয়ে ভালো মতো নাড়তে হবে। ভালোমতো মসলা কষানোর পর তেল বের হলে তাতে অল্প অল্প করে তেল দিয়ে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়।

প্রয়োজনমতো পানি দিতে হবে। আস্তে আস্তে চুলার আঁচ বাড়াতে হবে এবং ১ মিনিটের জন্য সিদ্ধ হতে দিতে হবে। প্রয়োজনতো লবন ও চিনি দিতে হবে। তারপর একে একে সব সবজি দিয়ে দিতে হবে। অন্য একটি পাত্রে বড়ি ভেজে রাখতে হবে এবং সবজির সাথে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এরপর আধা কাপ পানি দিয়ে নাড়তে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ২-৩ মিনিট মৃদু আছে রাখতে হবে। তেল বের হয়ে এলে চুলা বন্ধ করে দিতে হবে। হয়ে গেলো আপনার প্রিয় শুক্ত।

রসমালাই

উপকরণ

ময়দা-এক টেবিল চামচ, বেকিং পাউডার-১/৪ চা চামচ, ছানা-দুই কাপ, সুজি-এক চা চামচ, চিনি- দুই কাপ, জল-পরিমাণমতো, দুধ- তিন লিটার, লেবুর রস বা ভিনিগার- এক কাপ, এলাচ গুঁড়ো-পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী

রসমালাই বানানোর রেসিপি

প্রথমে ছানা তৈরির জন্য দুধ ভাল করে জ্বাল দিয়ে নিন। তারপর তাতে লেবুর রস বা ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর একটা পাতলা কাপড়ে ভালো করে চেপে জল ঝরিয়ে নিন। এর সঙ্গে ঠান্ডা জলও দিতে হবে। এবার ছানাটা ভাল করে হাত দিয়ে মেখে নিন, খেয়াল রাখবেন যেন জমাট বেঁধে না থাকে। তারপর তাতে সুজি, বেকিং পাউডার, ময়দা ও চিনি দিয়ে ভাল করে মেখে নিয়ে হাতের তালুর সাহায্যে আপনার পছন্দমতো মাপ বানিয়ে ছোট ছোট আকারের মিষ্টি বানিয়ে নিন।

সন্দেশ

durga puja food recipe

উপকরণ

গুঁড়ো দুধ ১ কাপ, ক্রিম- ১/৪ কাপ, এলাচ গুঁড়া-  ১/২ টেবিল চামচ, ঘি কয়েক ফোটা, পেস্তা- গার্নিশের জন্য, চিনি- প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালী

একটি পরিস্কার কাঁচের পাত্রে গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো এবং ক্রিম নিতে হবে এবং একটি স্পাচুলার  সাহায্যে ভালো মতো মিশাতে হবে। এরপর মিশ্রণটি ৩০ সেকেন্ডে ৯০০ ওয়াট এ মাইক্রোওয়েভ করতে হবে। এরপর পাত্রটি মাইক্রোওভেন থেকে বের করে ভালো মতো ৩-৫ সেকেন্ডের জন্য নাড়তে হবে। এরপর আরো ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করতে হবে।

আবারো মিশ্রণটি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ১টি ডো তে পরিণত হয়। ডো টি ভালো মতো হাত দিয়ে মাখাতে হবে। মৌল্ড গুলোতে ঘি মাখিয়ে নিতে হবে এবং ডো থেকে ছোট ছোট ভাগ করে নিতে হবে। এরপর সেগুলো মৌল্ড এ দিতে হবে। সুন্দর আকার দিয়ে মৌল্ড থেকে বের করে নিতে হবে। তৈরী হয়ে গেলো ইনস্ট্যান্ট সন্দেশ।

ডিস্কাউন্ট অফার দারাজে

ব্যাস, জানা হয়ে গেল দুর্গা পূজা সম্পর্কিত জনপ্রিয় কিছু রান্না। আর রান্নার এই সকল উপকরণ খুঁজে পেতে এখনি ঘুরে আসতে পারেন দারাজ অনলাইন গ্রোসারি শপ থেকে। এখন সহজেই ঘরে বসে অনলাইনে সংগ্রহ করে নিতে পারেন দূর্গা পূজা ফুড রেসিপি তৈরির জন্য প্রয়োজনীয় যেকোন গ্রোসারি পণ্য সেরা দামে।

আরও দেখুনঃ দূর্গা পূজা মেক আপ টিপস

দারাজ ৯ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন ২০২৩; সকল অফার ও ডিসকাউন্ট

দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজে শুরু হতে চলেছে জনপ্রিয় একটি মেগা সেল ক্যাম্পেইন – দারাজ ৯ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন (২০২৩), যেটা ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে একেবারে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

দারাজ ইতিমধ্যেই সেরা দামে বাংলাদেশের ক্রেতাদের কাছে সেরা ও মানসম্মত পণ্য সরবরাহ করে গ্রাহকদের বিশ্বাস, নির্ভরতা এবং আস্থা অর্জনের সাথে সাথে চমৎকার গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। মূলত সেই সফলতার রেশ ধরেই দারাজের আয়োজনে এবার থাকছে অষ্টম অ্যানিভার্সারি ক্যাম্পেইন সেরা সব ডিল ও ছাড়ের সমারোহে।

699tk any 3 items 2

আর অনলাইনে বাংলাদেশি ক্রেতারা যাতে চাহিদার সেরা পন্যটি সবচেয়ে সেরা দামে নিজের হাতে পায়, সেটা নিশ্চিত করতে দারাজের আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ও লাভজনক দারাজ ভাউচার তো থাকছেই!

দারাজের ৯ম অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আকর্ষণীয় অফার

সেরা বাজেট, সেরা ব্র্যান্ড

আপনি যদি দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ খুঁজতে চান, তাহলে সেটা হবে বাজেট দামে সেরা পণ্য নিঃসন্দেহে। এই আকর্ষণীয় ক্যাম্পেইনে দারাজ আপনাকে নিশ্চিত করবে পছন্দের পণ্য-সামগ্রীর সাশ্রয়ী দাম, অফিশিয়াল ব্র্যান্ড ওয়্যারেন্টি ও সহজ রিটার্ণ পলিসি। তাছাড়া ক্রেতারা যেকোন নির্দিষ্ট ব্র্যান্ডের ১০০% আসল পণ্যই পছন্দ মাফিক কিনতে পারবেন।

Daraz anniversary mega deals 2023

সেরা পণ্য, সাশ্রয়ী দাম, সেরা মূল্যছাড়

দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের সকল পণ্যের উপর অবিশ্বাস্য মূল্যছাড় উপভোগ করা এখন বেশ সহজ। ক্রেতারা বর্তমানে নামীদামী বিভিন্ন সামগ্রী কল্পনার চেয়েও অধিক ডিসকাউন্ট অফারে অর্ডার করতে পারবেন।

daraz anniversary offers
anniversary campaign offers
daraz anniversary sale deals

অনলাইন পেমেন্ট মেথডে বাড়তি ডিসকাউন্ট

Daraz anniversary sale cashback offers on bkash, nagad and bank card payment

অ্যানিভার্সারি সেল এর সকল প্রকার আকর্ষনীয় ডিলের বাইরেও ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার ব্যাংক এর যেকোন ডেবিট ও ক্রেডিট কার্ড এর মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত ছাড় লুফে নিতে পারবেন। আর বিকাশ পেমেন্টে লোভনীয় ক্যাশব্যাক অফার তো থাকছেই।

Daraz anniversary campaign sale hot deals

থাকছে ডাবল টাকা ও মেগা ডিল ভাউচার

পছন্দের পণ্য আরও বেশি সুলভ মূল্যে বুঝে পেতে দারাজে থাকছে অ্যানিভার্সারি স্পেশাল ডাবল টাকা ভাউচার এবং মেগা ডিল ভাউচার। তাছাড়া দারাজের সবচেয়ে লাভজনক কালেক্টিবল ভাউচার তো থাকছেই।

Double taka voucher offers on anniversary sale 2023
দারাজ ভাউচার

ডিসকাউন্টের পাশাপাশি থাকছে ফ্ল্যাশ সেল

দারাজ এর যেকোন মেগা ক্যাম্পেইন মানেই নতুন চমক! এরকমই একটা চমক হিসেবে দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইন চলাকালীন সময়ে থাকছে দূর্দান্ত ফ্ল্যাশ সেল। বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোন, এসি ও ফ্রিজ সহ সকল পণ্য ও এক্সেসরিজের উপর আকর্ষনীয় ফ্ল্যাশ সেল চলমান থাকবে।

Daraz anniversary sale 9 taka deals

অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আকর্ষনীয় ডিলগুলো লুফে নিতে এখনই ভিজিট করতে পারেন দারাজ অ্যানিভার্সারি সেল ক্যাম্পেইন পেজে। আর ক্যাম্পেইনের সকল ডিল ও ডিসকাউন্ট অফার সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে লগইন করে রাখতে পারেন আপনার দারাজ অ্যাপ অ্যাকাউন্টে।

Free delivery on daraz anniversary sale 2023

সেরা দামে দারাজ মার্ট থেকে কিনুন রাঁধুনি রান্নার সব মসলা এবং উপকরণ (২০২৪)

আপনি জানেন রাধুনি বাংলাদেশে রান্নার মসলা ও উপকরণের জন্য সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড? দারাজ মার্ট একটি অনলাইন মুদির দোকান যা মসলা, রেডি মিক্স, সরিষার তেল, ভেষজ, মশলা, শেমাই, ভিনেগার এবং রান্নার ওয়াইন এর মতো সমস্ত ধরণের রাধুনি পণ্য সরবরাহ করে। এখানে, দারাজ মার্টের সর্বাধিক বিক্রিত এবং সর্বাধিক জনপ্রিয় রাধুনি আইটেমগুলি মূল্য সহ তালিকাভুক্ত করা হলো।

radhuni products

অনলাইনে মুদি সামগ্রী কেনাকাটা

আজকাল অনলাইনে কেনাকাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন মুদি কেনাকাটা অনেক সুবিধাজনক কেনান এর ফলে আপনার সময় এবং খরচ উভয়েই বেচে যাবে। এছাড়াও, সব ধরনের মুদির সামগ্রী এখন অনলাইন মুদি দোকানে পাওয়া যায় যাতে আপনি একটি অনলাইন মুদি দোকান থেকে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলি অর্ডার করতে পারেন এবং যখনই আপনার প্রয়োজন হয় তখনই আপনার দোরগোড়ায় আপনার অর্ডার করা আইটেমটি পৌঁছে যাবে।

দারাজ মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মুদি দোকান যা সব থেকে সেরা মূল্যে নিয়মিত মুদি পণ্য সরবরাহ করে। সমস্ত ব্র্যান্ডের রান্নার উপকরণ এই অনলাইন মুদি দোকানে পাওয়া যায়। তাছাড়া দারাজ মার্টের একই দিনে ডেলিভারি সুবিধা এবং এক্সপ্রেস ডেলিভারি আপনার অনলাইনে মুদি সামগ্রী কেনাকাটাকে আরও সহজ করে দিবে।

দারাজ মার্টের শীর্ষ রাঁধুনি পণ্যের মুল্য তালিকা

রাধুনির কিছু রান্নার উপাদান নিয়মিত ব্যবহারে অপরিহার্য যেমন হলুদ গুড়া, মরিচ গুড়া, ধোনিয়া গুড়া, চিকেন মসলা, গরুর মাংসের মসলা, ফিশ কারি মসলা এবং আরও অনেক কিছু যা দারাজ মার্টে পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো দামে। 

পণ্যের নামপরিমানমূল্যসেরা দামে কিনুন
রাধুনি মরিচের গুঁড়া৫০ গ্রাম৪৬ টাকাএখনি কিনুন
রাঁধুনি হলুদ গুঁড়া১০০ গ্রাম৫২ টাকাএখনি কিনুন
রাঁধুনি জিরা গুঁড়া১০০ গ্রাম১৯৫ টাকাএখনি কিনুন
রাঁধুনি ধনিয়া গুঁড়া১০০ গ্রাম৫৬ টাকাএখনি কিনুন
রাঁধুনি মুরগির মাংসের মসলা১০০ গ্রাম৭৮ টাকাএখনি কিনুন
রাধুনি গরুর মাংসের মসলা১০০ গ্রাম৭০ টাকাএখনি কিনুন
রাধুনি বিরিয়ানি মসলা৪৫ গ্রাম৭৪ টাকাএখনি কিনুন
রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মসলা৪০ গ্রাম৫৫ টাকাএখনি কিনুন
রাঁধুনি রোস্ট মসলা৩৫ গ্রাম৬৩ টাকাএখনি কিনুন
রাঁধুনি কাবাব মসলা৫০ গ্রাম83 টাকাএখনি কিনুন
রাঁধুনি হালিম মিক্স২০০ গ্রাম৫৯ টাকাএখনি কিনুন
রাঁধুনি ক্ষীর মিক্স১৫০ গ্রাম৫১ টাকাএখনি কিনুন
রাঁধুনি গরম মসলা১৫ গ্রাম২৬ টাকাএখনি কিনুন
রাঁধুনি খিচুড়ি মসলা৫০০ গ্রাম১৩১ টাকাএখনি কিনুন

এর পাশাপাশি, রাধুনি কাবাব মসলা, বিরিয়ানি মসলা, হালিম মিক্স, খিচুড়ি মিক্স, ফালুদা মিক্স, জর্দা মিক্স, কালা ভুনা মসলা এবং অন্যান্য জনপ্রিয় আইটেমের দাম অনলাইনে দেখুন।

আরও দেখুনঃ দারাজ মার্ট – নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্যের মূল্য তালিকা

আপনি যদি ওজন কমানোর জন্য কম ক্যালোরির স্ন্যাকস, ম্যাগির সকল পণ্য, বাংলাদেশের সেরা মিল্ক পাউডার ব্র্যান্ডের মতো আরও পণ্য কিনতে চান তাহলে এখনি দারাজ মার্টে ভিজিট করুন এবং উপভোগ করুন আকর্ষণীয় অফার এবং ডিলগুলি।

দারাজ মার্ট – নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্যের মূল্য তালিকা (আপডেটেড  আগাস্ট ২০২৪)

আপনার নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্য কেনাকাটা আরও সহজ ও সুলভ করার জন্য দারাজ মার্ট – অনলাইন গ্রোসারী শপ এখন দিচ্ছে আকর্ষণীয় মুল্য ছাড়। এছাড়াও এখন আপনার দরকারি মুদি জিনিসপত্র অনলাইনে অর্ডার করে পেয়ে যাবেন সব থেকে দ্রুত সময়ে আপনার দোরগোড়ায়। 

অনলাইন গ্রোসারি শপ থেকে কেনাকাটা করুন এবং সেরা মানের মুদি পেয়ে যান সেরা দামে। আজই আমাদের মুদি দ্রব্যের মূল্য তালিকা দেখে নিন এবং অর্ডার করুন সকল ধরনের মুদি সামগ্রী সুলভমুল্যে।

আপনি কি আজকের বাজার দর জানতে চান? এখানে, আজকের নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের মূল্য তালিকা দেওয়া হলো।

বাংলাদেশে আজকের নিত্য প্রয়োজনীয় মুদি সামগ্রীর মূল্য তালিকা

বাংলাদেশের মুদির সর্বশেষ মূল্যের সাথে আপডেট থাকুন। নিয়মিত প্রয়োজনীয় মুদির মূল্য তালিকা দেখুন এবং সেরা মূল্যে অনলাইন মুদি দোকান থেকে কিনুন আপনার দরকারি জিনিসপত্র।

মুদি সামগ্রীপরিমানমূল্য
বাদামী আমন চাল১ কেজি৭৪ টাকা
মিনিকেট চাল১০ কেজি৭৮৮ টাকা
চিনিগুড়া চাল১ কেজি১১৫ টাকা
নাজিরশাইল চাল ৫ কেজি৩৯৬ টাকা
আতপ চালের গুড়া৫০০ গ্রাম৭৫ টাকা
আটা ১ কেজি৫৬ টাকা
ময়দা/গমের আটা ১ কেজি৬৭ টাকা
কর্ন ফ্লাওয়ার৫০০ গ্রাম৭৫ টাকা
মসুর ডাল/দেশি মুশুর ডাল ১ কেজি১১৯ টাকা
খেসারি ডাল ৫০০ গ্রাম৬৫ টাকা
মুগ ডাল ১ কেজি১২৫ টাকা
বুট ডাল/অ্যাঙ্কর ডাল ১ কেজি৯০ টাকা
মাশকলাই ডাল ৫০০ গ্রাম১১০ টাকা
লবণ ১ কেজি৩৩ টাকা
সাদা চিনি ১ কেজি১২৮ টাকা
লাল চিনি ১ কেজি১৮৩ টাকা
ব্রাউন সুগার ১ কেজি১৬৫ টাকা
সয়াবিন তেল১ লিটার১৭৭ টাকা
সরিষার তেল ১ লিটার১৪৯ টাকা
সূর্যমুখী তেল১ লিটার৪৯৯ টাকা
দুধের গুঁড়া ৫০০ গ্রাম৩৭৪ টাকা
তরল দুধ২ লিটার১৯৫ টাকা
ঘি ১০০ গ্রাম১২৪ টাকা
নুডলস ৪ প্যাক৮৫ টাকা
ধনিয়া গুড়া / ধনিয়ার গুড়া ৫০ গ্রাম২১ টাকা
হলুদ গুড়া/হলুদ গুড়া১০০ গ্রাম৫৮ টাকা
মরিচের গুঁড়া / মরিচ গুড়া১০০ গ্রাম ৪০ টাকা

বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে মুদি জিনিসপত্র কিনুন দারাজ মার্টে

সকালের নাস্তা

মধু, ওটমিল, সিরিয়াল, গ্রানোলা এবং আরও অনেক সকালের নাস্তার আইটেম দারাজ থেকে কিনুন সুলভ মূল্যে। ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি শিপিংয়ের মতো সুবিধা তো থকছেই।

চাল

দারাজ মার্ট বাংলাদেশে বাসমতি, চিনিগুড়া এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের চাল অফার করে সব থেকে কাম দামে। দারাজ মার্ট একই দিনের ডেলিভারি সুবিধা এবং কেনাকাটার ভালো অভিজ্ঞতার জন্য সর্বদা গ্রাহক সেবা প্রদান করে।

ডাল

দারাজ মার্ট, একটি অনলাইন মুদি দোকান বাংলাদেশে সবধরনের ডাল অফার করে। ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের ডাল ডিসকাউন্টসহ কিনতে পারে। এর মধ্যে রয়েছে সবুজ মুগ ডাল, মুশুর ডাল এবং আরও অনেক।

রান্নার উপকরণ

দারাজ মার্ট ২৫% পর্যন্ত ডিসকাউন্ট সহ ভেষজ, মশলা, তেল এবং আরও অনেক রান্নার উপাদান অফার করে। এখন আপনি সেরা মূল্যে বাংলাদেশের এই অনলাইন মুদি দোকান থেকে আপনার নিয়মিত মুদির প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।

শুকনা খাবার / ড্রাই ফুড

দারাজ মার্ট -এ ৫০% পর্যন্ত ছাড় সহ কিনুন ক্যানড ফুড। শুকনো মাছ থেকে শুরু করে মাশরুম, ড্রাই ফল, ক্যানড মাংস এবং আরও অনেক ড্রাই ফুড কিনুন দারাজে। সারা বাংলাদেশে সুবিধাজনক অনলাইন শপিং, ক্যাশ অন ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি উপভোগ করুন।

নুডলস

দারাজ মার্ট বাজেট-বান্ধব দামে ম্যাগি এবং ইফাদের মতো জনপ্রিয় ব্র্যান্ড সহ নুডলস অফার করে। ডিসকাউন্ট এবং দ্রুত দেশব্যাপী ডেলিভারি সহ, গ্রাহকরা কোরিয়ান রামেন এবং অন্যান্য নুডলস কিনতে পারে।

তাজা শাকসবজি

দারাজ মার্ট, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মুদির বাজার, বর্তমানে তাজা পণ্য বা কাচা বাজারের উপর ২৫% ছাড় দিচ্ছে। তাই এটি হতে পারে আপনার তাজা শাকসবজি কেনাকাটার জন্য একটি দুর্দান্ত স্থান। এখানে লাউ, বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন এবং আলু থেকে শুরু করে বিদেশী ফল, ভেষজ পন্য,  তাজা শাকসবজি এবং ফলের আইটেম রয়েছে।

Fresh vegetables price in bd online

দারাজ মার্ট ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে ক্যাশ অন ডেলিভারি, ফ্রি শিপিং এবং এক্সপ্রেস ডেলিভারির মতো সুবিধাজনক সেবা অফার করছে। আপনি প্রতিদিনের সবজি বা বিশেষ উপাদান খুঁজছেন?  দারাজ অনলাইন গ্রোসারী হতে পারে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার একটি আদর্শ স্থান।

এখন দারাজ মার্ট শুধু টাকাই সাশ্রয় করে না, আপনার মুদি কেনাকাটার জন্য করে সময় সাশ্রয়। আপনি বাংলাদেশে সর্বোত্তম মূল্যে আপনার নিয়মিত ব্যবহারের জন্য আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে অর্ডার করতে পারেন। এছাড়াও, যখনই আপনার যা প্রয়োজন, আপনি কেবলমাত্র দারাজ মার্টে একটি অর্ডার দিতে পারেন এবং ন্যূনতম শিপিং ফিতে একই দিনে ডেলিভারি পেতে পারেন। 

আরও তথ্যের জন্য, ‘কেন দারাজ মার্ট থেকে মুদির জিনিসপত্র অর্ডার করবেন‘ ব্লগটি পড়ুন।

দারাজ ফ্যাশন উইক ২০২৩; যেসব ফ্যাশন পণ্য থাকছে জনপ্রিয়তার শীর্ষে!

কে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করতে না চায়? দারাজে ছেলেদের ফ্যাশন ও মেয়েদের ফ্যাশন পণ্য বিশেষ করে শার্ট, জিন্সের প্যান্ট, ঘড়ি, জুতা, কামিজ, থ্রি-পিছ, শাড়ী, টপস, হিল জুতা, জুয়েলারি, ও ট্রাভেল ব্যাকপ্যাক সহ প্রয়োজনীয় বাহারী ফ্যাশন পণ্যে লাভজনক ডিসকাউন্ট অফার থাকায় অনলাইনে ক্রেতারা উপভোগ করতে পারেন সেরা অনলাইন শপিং -এর দূর্দান্ত অভিজ্ঞতা ঘরে বসেই।

fashion week

দারাজ বাংলাদেশের ফ্যাশন উইক সেল ক্যাম্পেইন ২০২৩ নিয়ে এলো দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। বছরের জনপ্রিয় এই অনলাইন শপিং ইভেন্টে থাকছে চোখ ধাঁধানো সব ডিল! অবিশ্বাস্য ডিল ও স্পেশাল ডিসকাউন্ট অফার পেতে চোখ রাখুন ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্যাশন উইক ২০২৩ ক্যাম্পেইনে। এই স্পেশাল অফার চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

ফ্যাশন উইক ২০২৩ -এর সকল আকর্ষণীয় অফার

ছেলেদের ফ্যাশন

দারাজ ফ্যাশন উইক ২০২৩-এ সেরা দামে আপনার পছন্দের পোশাক খুঁজুন। এখন টি-শার্ট, শার্ট, জিন্স, চিনো, জগার্স, শর্টস, স্নিকার্স, লোফার, স্লাইড, ঘড়ি, ব্যাগ, ব্রেসলেট, মানিব্যাগ, বেল্ট এবং অন্যান্য ফ্যাশন সামগ্রী কিনুন সকল ব্র্যান্ডের সুলভ মূল্যে।

mens fashion 1

mens fashion

fashion for men 1

everyday fashion for men

mens fashion week

মেয়েদের ফ্যাশন

আপনার ফ্যাশন লেভেলকে সবসময় স্টাইলিশ এবং ট্রেন্ডি রাখতে দারাজের ফ্যাশন উইক ক্যাম্পেইন থেকে সংগ্রহ করুন সব নতুন ডিজাইনের ব্র্যান্ডের আইটেম। দারাজ ফ্যাশন উইক সেল ২০২৩-এ, আপনি কামিজ, কুর্তি, শাড়ি, বোরকা, পার্টিওয়্যার, টপস, অন্তর্বাস, ওয়েস্টার্ন ড্রেস, হিল, ফ্ল্যাট, ঘড়ি, গয়না, ব্যাগ এবং অন্যান্য ফ্যাশন আইটেম সবচেয়ে উল্লেখযোগ্য ছাড় এবং অফার সহ পাবেন।

womens fashion 2

ladies fashion

traditional dressup for women

womens fashion 1

fashion for women 2

দারাজ ফ্যাশন উইক ২০২৩ -এর সকল ডিলস

হট ডিলস (৬৫% পর্যন্ত ছাড়)

hot deals fashion week

মেগা ডিলস (৫০% পর্যন্ত ছাড়)

mega deals fashion week

ফ্রি ডেলিভেরি

free shipping

বাজেট ডিলস

budget buy fashion week

budget shopping under 499tk

budget under 499 tk

সকল ফ্যাশন ব্র্যান্ড; দারাজ ফ্যাশন উইক ২০২৩

showstopper fashion for women

holago fashion

fashionweek offer for women

দারাজ ফ্যাশন উইক ২০২৩ থেকে আপনার পছন্দের ফ্যাশন বেছে নিন এবং সব ধরনের ফ্যাশন পণ্যে বিশাল ছাড় উপভোগ করুন। দারাজ দ্রুততম ডেলিভারি প্রদান করে, তাই এখনই আপনার অর্ডার করুন এবং আপনার অর্ডার করা আইটেম শীঘ্রই আপনার দোরগোড়ায় পেয়ে যান। এছাড়াও, আপনার ক্রয়ের অভিজ্ঞতাকে সুবিধাজনক করতে দারাজে অনলাইন পেমেন্ট সিস্টেম, ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশব্যাক অফার রয়েছে।

কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা যায়? (২০২৩)

আপনি কি ইউটিউব থেকে টাকা আয় করতে চান? বর্তমানে অনলাইনে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। যদি সব থেকে সহজ উপায়ে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে চান তবে ইউটিউব থেকে আয় করা অন্যতম একটি উপায়।

কিন্তু কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়? 

প্রথমে একটি নিশ বাছাই করুন (যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন), এরপর চ্যানেলের জন্য ইউনিক এবং সহজ (দর্শকদের চোখে পড়ার মত) একটি নাম ঠিক করুন, ইউটিউব একটি চ্যানেল খুলুন, চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করুন, এবং আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করুন।

ইউটিউব থেকে আমাদের দেশে অনেকেই এখন টাকা আয় করছে। প্রতি মাসে ইউটিউব চ্যানেল থেকে কয়েক হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু এর জন্য দরকার শুরু থেকেই একটি সঠিক পরিকল্পনা।

এখানে আমরা “কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়” এই প্রসঙ্গে আপনাকে সম্পূর্ণ একটি ধারনা দিব। একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করা পর্যন্ত যে যে বিষয়ে জানা দরকার সব ধাপগুলো এই ব্লগে সহজভাবে দেওয়া হয়েছে।

আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খুলতে চান এবং ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চান, তবে সময় নিয়ে ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। যদিও শুরু করা থেকে টাকা আয় করা পর্যন্ত আপনাকে কিছুটা সময় এবং পরিশ্রম দিতে হবে, তবে আপনিও হতে পারবেন একজন সফল ইউটিউবার।

ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার ১০ টি ধাপ

আপনি কি একজন সফল ইউটিউবার হতে চান? তবে এই ১০ টি ধাপ আপনার জন্য। 

কোন বিষয়ের উপর কি ধরনের ভিডিও বানাবেন, আপনি কোন ধরনের দর্শককে লক্ষ্য করবেন, আপনি কি বাংলা নাকি ইংরেজি ভাষাতে ভিডিও বানাবেন, কিভাবে আপনার ভিউয়ার এবং সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, আপনার চ্যানেলকে কিভাবে সামাজিক মাধ্যমে প্রচার করবেন, এবং মনিটাইজেশন করে কিভাবে আপনি টাকা আয় করতে পারবেন, এই সব বিষয়ে নিচে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে।

১। একটি নিশ নির্বাচন করুন (যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন)

ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার জন্য প্রথম কাজ হলো এমন একটি বিষয় বা সেক্টর নির্বাচন করা যেই নির্দিষ্ট বিষয়ের উপর আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন। এই ক্ষেত্রে আপনার যেই বিষয়ে ভালো জ্ঞান রয়েছে বা আপনি নিজে মনে করছেন এই বিষয়ে আপনার কাজ করতে ভালো লাগে এমন কিছু বেছে নিন।

আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন, সেটা আসলেই আপনার দর্শকদের কাছে গ্রহণযোগ্য কিনা। বর্তমানে কিছু জনপ্রিয় টপিক রয়েছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন।

ট্রেন্ডি এবং জনপ্রিয় ৫ টি ইউটিউব চ্যানেলের বিষয়

চলুন দেখে নেওয়া যাক ইউটিউবে চ্যানেল খোলার জন্য কিছু ট্রেন্ডি এবং কার্যকর আইডিয়া যা দারা অনেকেই এখন ইউটিউব থেকে টাকা আয় করছে।

  • মোবাইল ফোন এবং স্মার্টফোনের সামগ্রীর রিভিউ
  • বিভিন্ন রকম খাবার তৈরি করার ভিডিও
  • নতুন কোন টেকনোলজি নিয়ে ভিডিও
  • গেমিং চ্যানেল
  • টিউটোরিয়াল ভিডিও
  • মোবাইলের অ্যাপ, টিপস এন্ড ট্রিকস
  • টিভি, কম্পিউটার এবং ল্যাপটপ রিভিউ
  • অনলাইনে আয় করার টিপস
  • ব্লগিং টিপস

২। আপনার ইউটিউব চ্যানেলের একটি নাম বাছাই করুন

ইউটিউব চ্যানেল খোলার পূর্বে আপনাকে একটি নাম নির্বাচন করতে হবে। এই নামটি আপনি যে বিষয় বা নিশ নির্বাচন করেছেন তার সাথে মিল রেখে করাটা ভালো। তবে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটি ইউনিক, সহজ এবং দর্শকদের চোখে পড়ার মত হতে হবে। এতে করে, ব্যবহারকারীরা চ্যানেলের উপর পরিচিত হয়ে উঠবে।

সর্বশেষে, চ্যানেলের নামটি যেন তার উদ্দেশ্য বিষয় বা ধরণের সাথে সামঞ্জস্য থাকে। এটি অবশ্যই আপনার চ্যানেলের সাফল্যের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩। আপনার চ্যানেলের টার্গেটেড দর্শক এবং ভাষা নির্বাচন করুন

বাংলা ভাষার দর্শকদের বিবেচনা করে ইউটিউবে একটি চ্যানেল খোলাটা আপনার জন্য লাভজনক হবে। কেননা বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী যারা আছেন তাদেরকেও আপনি দর্শক হিসেবে পাবেন।

ইউটিউবে বাংলা চ্যানেল পরিচালনা করার জন্য সহজবোধ্য ভিডিও, দর্শকদের চোখে পড়ার মত শিরোনাম, মজার কন্টেন্ট এবং সঠিক তথ্যের দিকে গুরুত্ব দিতে হবে। এভাবে বাংলা ভাষার চ্যানেল খোলার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে অনেক দর্শক পেতে পারেন।

৪। ইউটিউব চ্যানেল খুলুন

ইউটিউব চ্যানেল খোলার প্রথম অংশ হলো অ্যাকাউন্ট সেট আপ। আপনি যদি জিমেইল চালান, তবে ঐ জিমেইল একাউন্ট দিয়ে আপনি ইউটিউবে লগ ইন করতে পারবেন এবং ভিডিও আপলোড করতে পারবেন।

কিন্তু আপনি যদি নতুন করে একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তবে নিচের ধাপগুলি দেখুনঃ

  • একটি জিমেইল অ্যাকাউন্ট খুলুন (যদি না থাকে)

আপনি জিমেইল এর ওয়েবসাইটে গিয়ে একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিন। 

জিমেইল অ্যাকাউন্ট খুলুন
  • ইউটিউবে জিমেইল দিয়ে সাইন ইন করুন

জিমেইল অ্যাকাউন্ট খোলার পরে, আপনি ইউটিবের হোম পেইজ এ যান। এখানে আপনি উপরে ডান পাশে সাইন ইন লেখা দেখবেন।

ইউটিউবে জিমেইল দিয়ে সাইন ইন

সাইন ইন এ ক্লিক করার পরে আপনার জিমেইল দিয়ে লগ ইন করার জন্য একটি পেইজ আসবে। এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন

সাইন ইন পেইজ
  • ইউটিউব ড্যাশবোর্ড সেট আপ

ইউটিউবের হোম পেইজের উপরে ডান পাশের আইকনে ক্লিক করুন। এরপর একটি মেনু দেখতে পাবেন। ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করুন।

ইউটিউব ড্যাশবোর্ড সেট আপ

এবার আপনি নতুন একটা পেইজ পাবেন। এখানে ক্রিয়েট চ্যানেল এ ক্লিক করুন।

ক্রিয়েট চ্যানেল

কাস্টমাইজ চ্যানেল এ ক্লিক করুন। 

কাস্টমাইজ চ্যানেল

এরপর ইউটিউব স্টুডিও এর মেইন ড্যাশবোর্ড পেইজ দেখতে পাবেন। এবার এখানে আপনি আপনার চ্যানলের নাম, লোগো, ব্যানারের ছবি, ভিডিও ওয়াটারমার্ক এবং আরও অনেক বেসিক তথ্য দিবেন। সব তথ্য দেওয়া শেষ হলে পাবলিশ অপশনে ক্লিক করুন। এখন আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল।

ইউটিউব স্টুডিও
মেইন ড্যাশবোর্ড পেইজ

সময় নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের সেট আপ করুন। আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল এর ভেরিফিকেশন করে নিন।

৫। কন্টেন্ট প্লান তৈরি করে নিয়মিত ভিডিও আপলোড করুন

আপনাকে  নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং যে ভিডিওগুলো আপলোড করবেন তার টপিক নিয়ে আপনাকে একটি প্লান তৈরি করতে হবে।

আপনার কন্টেন্ট প্লান আপনি কি কি বিষয় কভার করবেন সেই ব্যাপারে আগে থেকেই একটি ধারনা দিবে। তবে হ্যাঁ, নিজে ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করুন। কখোনও অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। অন্যথায় কপিরাইট ইস্যু হবে।

যেহেতু আপনার প্লান আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা, তাই আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে কি কি বিষয় গুলি ট্রেন্ডি এবং আপনার নির্বাচিত নিশ এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

৬। ভিডিও এর টাইটেল, এবং বিবরণ অপ্টিমাইজ করুন (এসইও)

যখন একটি ভিডিও আপলোড করবেন, তখন এসইও অপ্টিমাইজ করে টাইটেল, ট্যাগ এবং ভিডিও এর বিষয়বস্তু লিখুন।

৭। সামাজিক মাধ্যমে আপনার চ্যানেল প্রচার করুন

একটি কমিউনিটি তৈরি করে আপনার চ্যানেলের বিস্তার করুন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শকদের সাথে সামগ্রিক যোগাযোগ বাড়ানো যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, এবং টুইটারে পোস্ট এবং প্রচার করা। আপনার দর্শকবৃন্দকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে এবং অন্যান্য সামাজিক মাধ্যমগুলিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করুন।

৮। এনালিটিক্স এর মাধ্যমে আপনার চ্যানেলের পারফরমেন্স মনিটর করুন

ইউটিউব চ্যানেল খুলার পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনার এনালিটিক্স পর্যবেক্ষণ করা ও সেই অনুযায়ী আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি পরিবর্তন করা। এনালিটিক্স আপনাকে চ্যানেলের পার্ফরমেন্স, ভালো কাজগুলি, এবং উন্নয়নের স্থান চিহ্নিত করতে সাহায্য করে।

ইউটিউবের বিল্ট-ইন এনালিটিক্স টুলটির মাধ্যমে ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবারস, রিটার্নিং ইউজার এবং অন্যান্য জিনিস গুলি দেখতে পাবেন। এই তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে, ইউটিউবের গাইডলাইন অনুসরণ করুন।

৯। ইউটিউবে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করুন

আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে হলে আপনাকে কিছু জিনিসের উপর ধ্যান রাখতে হবে।

  • আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
  • আপনার সব ভিডিওতে টোটাল ৪০০০ ঘন্টা ভিউ থাকতে হবে।

যদি আপনার এই দুটো বিষয় ঠিক থাকে তবেই আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেনঃ

  • আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে যান। এখানে বাম পাশের মেনু তে আর্ন এ ক্লিক করুন।
ইউটিউব চ্যানেল মনিটাইজেশন

এখানে ৩ টি ধাপ দেখতে পাবেন। 

মনিটাইজেশনের জন্য আবেদন
  • এখানে আপনাকে গুগল এডসেন্সের জন্য একাউন্ট বানাতে হবে।  নিজের এডসেন্স একাউন্ট বানিয়ে নিজের চ্যানেলকে তাতে কানেক্ট করুন। মনে রাখবেন আপনার ভিডিও তে এই এডসেন্স একাউন্টের থেকে বিজ্ঞাপন দেখানো হবে এবং আপনার উপার্জিত টাকা এডসেন্স এই জমা হবে। ১০০ ডলার হবার পর এটি আপনি নিজের ব্যাঙ্ক একাউন্ট এ তুলে নিতে পারবেন।
  • মনিটাইজেশনের জন্য আবেদন করার পরে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই সময়ে ইউটিউব অফিশিয়াল টিম আপনার চ্যানেলকে রিভিউ করবে। যদি সব ঠিক থাকে তবে আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অনুমোদন দিবে। এরপর থেকে আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা আসতে থাকবে।

১০। ইউটিউব থেকে আয় করা টাকা উত্তোলন করুন

এডসেন্স থেকে টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল এডসেন্স এর পেমেন্ট অপশনে গিয়ে নিজের ব্যাঙ্ক একাউন্ট এর তথ্য ভালো করে দিতে হবে।

এডসেন্সের বিজ্ঞাপনের দ্বারা আপনি যত টাকা আয় করবেন তা আপনার বানানো গুগল এডসেন্স একাউন্টে জমা হবে। যখন আপনার এডসেন্সে ১০০ ডলার জমা হবে, এটা এডসেন্স থেকে আপনার ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এরপর ২ থেকে ৩ দিনের ভিতরে আপনার টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে এসে যাবে।

কি কি উপায়ে ইউটিউব থেকে টাকা আয় করা যায়?

ইউটিউব থেকে টাকা আয় করার কিছু জনপ্রিয় উপায় গুলো হলো-

গুগল এডসেন্স

গুগল এডসেন্স এর বিজ্ঞাপন নিজের ভিডিও গুলোতে দেখিয়ে খুব সহজেই টাকা আয় করতে পারবেন । এটা সব থেকে সহজ, জনপ্রিয় এবং লাভজনক উপায়।

পেইড প্রোমোশন

বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস গুলোকে নিজের চ্যানেলের মাধ্যমে পেইড প্রোমোশন করে টাকা আয় করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং

বর্তমানে সবথেকে জনপ্রিয় হোলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এর মাধ্যমে অনেক ইউটিবার টাকা আয় করছে। এই ক্ষেত্রে অন্য কোম্পানির প্রোডাক্ট নিজের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে হবে। যদি আপনার প্রচার করা প্রডাক্ট কেও কিনে তবে সেই বিক্রির জন্যে কোম্পানির তরফ থেকে ভালো কমিশন পাবেন।

নিজের প্রোডাক্ট সেল

আপনি চাইলে নিজের প্রোডাক্ট এবং সার্ভিস গুলোকে আপনার চ্যানেলের মাধ্যমে প্রচার ও বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন।

ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়?

যদি আপনার ভিডিওতে ১০০০ ভিউ হয় তাহলে তাতে দেখানো বিজ্ঞাপনের দ্বারা আপনি ১ থেকে ২ ডলার পেয়ে যাবেন। মানে প্রতি ১০০০ ভিউতে আপনি প্রতিদিন ১৫০ টাকা থেকে ২০০ টাকা আয় করতে পারবেন।

তাহলে আপনার ইউটিউব থেকে মাসিক আয় আপনার ভিডিও সংখ্যা এবং কত লোক আপনার ভিডিও দেখলো তার উপর নির্ভর করবে। এইকারনে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে।

যদি আপনি একটি ইউটিউব চ্যানেল চালু করতে চান তাহলে এখনি শুরু করুন! আপনার চ্যানেল থেকে ভালো ফলাফল পেতে আপনার নিজেকে অনেক সময় দিতে হবে। আশা করছি ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় এই ব্লগটি পরে আপনি নিজেই এখন ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে টাকা আয় করতে পারবনে। তাই আপনার মন্তব্য শেষ করবেন আমাদের একটি কমেন্টে। ধন্যবাদ!

১০০% অর্গানিক গরু কিনতে চান? ভালো দামে কুরবানির গরু অনলাইনে কিনুন (২০২২)!

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২২ সাল উপলক্ষে ইতোমধ্যেই দেশের আনাছে-কানাচে উৎসবের আমেজ ফুটে উঠতে শুরু করেছে। এই ঈদের বিশেষত্ব এটাই, কুরবানিকে কেন্দ্র করেই ঈদ উল আজহা এর মূল উৎসব সারা দেশে চলতে থাকে। আর তাই দেশের বিভিন্ন স্থানে গরু ও ছাগল সহ অন্যান্য কুরবানীর পশুর হাট গড়ে উঠতে শুরু করেছে। আর গরুর হাট মানেই তো করোনার মত ভয়ানক রোগ-জীবাণুতে সংক্রমণের আশঙ্কা সহ রোদ, বৃষ্টি, কাদা, গরুর দালাল ও বিক্রেতা, হাট পাশ, গাড়ি ভাড়া করে কত শত ঝামেলা পোহানোর পর গরু বাসায় নিয়ে আসা – এমন হাজারো সমস্যা বাড়ির কর্তা ব্যক্তিদের ঈদের আনন্দটাই মাটি করে দিতে পারে। কিন্তু যদি এমন হয় যে অনলাইন গরুর হাট থেকে গরু অর্ডার করে বাসায় বসে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পাওয়া যায়! হ্যাঁ, এটা সত্যি করতেই এখন দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপ দারাজ বাংলাদেশ আয়োজন করেছে কুরবানির বিশাল অনলাইন গরুর হাট।

কি সুবিধা থাকছে দারাজ অনলাইন গরুর হাটে?

দারাজ অনলাইন গরুর হাটে আসলেই আপনি ছাড়ের সাগরে ভেসে যেতে বাধ্য হবেন। কেননা অনলাইনে গরু বেচাকেনার মধ্য দিয়ে দারাজ শুধুমাত্র ক্রেতাদের গরু ক্রয় এর কষ্টটাই লাঘব করেনি, বিশাল ছাড়ে অনলাইনে কোরবানীর গরু কেনার সুব্যবস্থাও করেছে অনেকটা সফলভাবে। যার কারনে আপনি চাইলেই অনলাইনে দেশি ষাঁড় গরু সহ বড় গরুর ছবি ও ছোট গরুর ছবি দেখে পছন্দ মত গরু কিনতে পারবেন সহজে। ভাবছেন গরু কেমন জাতের হবে? কিংবা মানের দিক দিয়ে কেমন গরু পাওয়া যাবে?

এরকম হাজারো দুশ্চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন নিশ্চিন্তে। দারাজ অনলাইন গরুর বাজার এর প্রত্যেকটা গরুই দেশী জাতের এবং প্রত্যেকটি গরুই প্রাকৃতিক খাবার সহ গৃহে পালিত। দারাজ অনলাইন গরুর হাটে এখন গরুর ছবি সহ বিবরণ দেখে নির্ধারিত গরুর দাম ও ওজন সহকারে গরু শপিং করতে পারবেন আরামসে।

দারাজ কুরবানির হাটে গরুর হাসিল কত?

দারাজ কুরবানির হাট বা গরুর হাট থেকে গরু কিনলে কোন প্রকার হাসিল বা হাট পাশ কিংবা কোন দালাল খরচ এর দরকার নেই। 

গরুর দাম কম কোথায় পাবেন?

অনলাইনে গরুর দাম কত হবে, এটা নিয়ে ভাবছেন? ক্রেতাদের জন্য সুখবর এই যে, গরুর দাম ২০২২ সাল অনুসারে সবচেয়ে সাশ্রয়ী গরুর দাম এখন উপভোগ করতে পারবেন দারাজেই। দেশি গরুর দাম কেমন, সেই বিষয়েও বিস্তারিত ধারণা পাবেন দারাজ অনলাইন শপে। দারাজ কুরবানির হাটের গরু ১০০% অর্গানিক ও সুস্বাস্থ্যের অধিকারী, তাই মান নিয়ে দুশ্চিন্তা তো থাকছেই না, আবার দাম নিয়ে দুশ্চিন্তারও কোন সুযোগ নেই। সবচেয়ে সুলভ মূল্যের নিশ্চয়তা নিয়ে এই কোরবানি ঈদে হাজির থাকছে দারাজ।

এখন অনলাইনে গরুর হাট যেহেতু হাতের নাগালেই থাকছে, তাই সবচেয়ে কম দামে অনলাইনে গরু ক্রয় এর সুবিধা থেকে বঞ্চিত হতে না চাইলে দারাজ অনলাইন শপিং ওয়েবসাইটে (daraz.com.bd) আজই ভিজিট করতে পারেন এবং এবছরের সবচেয়ে সেরা কুরবানির গরুর ডিল সাচ্ছন্দে লুফে নিতে পারেন। আর গরুর দাম বেশি অথবা গরুর দাম কম – সবকিছু অনলাইনে যাচাই করে কষ্টের টাকায় মনের মত ও পছন্দসই গরু দারাজ গরুর হাট থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে।


>>পছন্দসই গরু অর্ডার করতে গরুর জাত শীর্ষক নাম সমূহে ক্লিক করে বিস্তারিত ধারণা নিন<<

গরুর জাত গরুর দাম গরুর জাত গরুর দাম
শাহীওয়াল গরু – লাল
( ৪৭৫কেজি)
২২৩,২৫০ টাকা হোলস্টাইন ফ্রিজিয়ান
(৫১৬ কেজি)
২৪২,৫২০ টাকা
শাহীওয়াল গরু – লাল ও কালো
(৪৮৪ কেজি)
২২৭,৪৮০ টাকা নেপালি গির
(৫৪৮ কেজি)
২৫৭,৫৬০ টাকা
ব্রাহমা গরু – লাল
(৪৮৮ কেজি)
২২৯,৩৬০টাকা হোলস্টাইন ফ্রিজিয়ান – কালো
(৫৫৭ কেজি)
৩০৬,৩৫০ টাকা
 শাহীওয়াল পাকরা গরু
(৪৯২ কেজি)
২৩১,২৪০ টাকা শাহীওয়াল ক্রস গরু
( ৫৬০কেজি)
৩০৮,০০০ টাকা
নেপালি গির – লাল
(৪৯৮ কেজি)
২৩৪,০৬০ টাকা শাহীওয়াল পাকরা- লাল ও সাদা
(৫৭৬ কেজি)
৩১৬,৮০০ টাকা

শাহীওয়াল গরু – লাল

Qurbani goru buy online

এখনি কিনুন

শাহীওয়াল গরু – লাল ও কালো

sahiwal red and black cow price

এখনি কিনুন

ব্রাহমা গরু – লাল

Buy online red brahman cross cow

এখনি কিনুন

শাহীওয়াল পাকরা গরু

sahiwal pakra cow

এখনি কিনুন

নেপালি গির – লাল

Buy red nepali gir cow online

এখনি কিনুন

 হোলস্টাইন ফ্রিজিয়ান

holstein friesian cow price

এখনি কিনুন

নেপালি গির

red and black nepali gir cow price in bd

এখনি কিনুন

হোলস্টাইন ফ্রিজিয়ান – কালো

holstein friesian cow price in bd

এখনি কিনুন

শাহীওয়াল ক্রস গরু

sahiwal cow price in bangladesh

এখনি কিনুন

শাহীওয়াল পাকরা- লাল ও সাদা

red and white sahiwal cow price online

এখনি কিনুন


এবছর কুরবানি ঈদে দারাজ অনলাইন গরুর হাট থেকে পছন্দের গরু হোম ডেলিভারিতে নিতে পারবেন সবচেয়ে দ্রুততম সময়ে। এছাড়া গ্রোসারি পণ্য সহ ফ্রিজ, এসি, টিভি, মোবাইল এবং পাঞ্জাবী ও শাড়ি ছাড়াও আনুসঙ্গিক অন্যান্য ঈদের বাজার ঘরে বসে অনলাইনে সারতে চাইলে চোখ রাখতে পারেন দারাজ গ্র্যান্ড ঈদ ফেস্ট ক্যাম্পেইনে, যেখানে আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার থাকছে ব্যাপক হারে। সবাইকে পবিত্র ঈদ উল আযহার আগাম শুভেচ্ছা!

“ঈদ মোবারক “

সাশ্রয়ী মূল্যে সেরা এয়ার কুলার খুঁজছেন? জনপ্রিয় এয়ার কুলারের ব্র্যান্ড (২০২৪)!

তীব্র গরমে একটু স্বস্তির আশায় আছেন? কম খরচ এর মধ্যে এয়ার কুলার হতে পারে অন্যতম ভরসা! অনলাইনে এখন বিভিন্ন দামে বিখ্যাত কিছু ব্র্যান্ডের এয়ার কুলার খুঁজে পেতে পারেন। তবে সেরা ডিল ও অফুরন্ত ডিসকাউন্ট অফারের কথা চিন্তা করলে দারাজ আপনাকে দেখাবে কাঙ্ক্ষিত আশার আলো। আপনার স্বল্প বাজেট দামের মধ্যেই এখন দারাজ থেকে অর্ডার করতে পারেন বেশ কিছু দূর্দান্ত এয়ার কুলার সিস্টেম, যেন সাধ্যের মধ্যেই সবটুকু সুখ।

buy summer essentials online

জনপ্রিয় ব্র্যান্ডের সেরা কিছু এয়ার কুলার

গ্রি এয়ার কুলার

গ্রি এয়ার কুলার এর দাম
  • ধারণক্ষমতাঃ ২০ লিটার
  • ভোল্টেজ রেটঃ ২২০ – ২৪০ 
  • ফ্রিকুয়েন্সি রেটঃ ৫০ হার্য
  • পাওয়ারঃ ১৪৫ ওয়াট (হাই স্পিড)
  • মোটর স্পিডঃ ১২৫০ ± ৫০ আরপিএম (হাই স্পিড)
  • তাপমাত্রাঃ কে ≤ ৭৫

ভিশন এয়ার কুলার

vision air cooler
  • ধারণক্ষমতাঃ ৩৮ লিটার
  • মোটর পাওয়ারঃ ১৮০ ওয়াট
  • এরিয়া কভারঃ ৩০০ স্কয়ার ফিট
  • রিমোট কন্ট্রোল: হ্যাঁ
  • বায়ু প্রবাহ: ৬৫০০
  • পরিবেশ বান্ধব ও অতিরিক্ত বড় হানি কম্বো কুলিং প্যাড
  • স্বয়ংক্রিয় বাম-ডান এয়ার ডিফ্লেকশন
  • আইস ব্যাগ সুবিধা
  • মশা ও ধুলাবালি রক্ষার্তে নেট
  • হাই স্পিড

ওয়ালটন এয়ার কুলার

ওয়ালটন এয়ার কুলার এর দাম
  • ধারণক্ষমতাঃ ৭ লিটার
  • ভোল্টেজ রেটঃ ২২০
  • সর্বোত্তম শীতল প্রভাবের জন্য ২ টি আইস বক্স
  • হানিকম্ব কুলিং মিডিয়া
  • ৫ বছর ওয়ারেন্টি

ভিগো এয়ার কুলার

ভিগো এয়ার কুলার
  • ধারণক্ষমতাঃ ২০ লিটার
  • রিমোট কন্ট্রোল
  • বিদ্যুৎ সাশ্রয়ী
  • এন্টিসেপটিক ডাস্ট ফিল্টার
  • ডিজিটাল তাপমাত্রা প্রদর্শন
  • সাধারণ এবং ঘুমের মোড
  • বিশুদ্ধকরণ এবং বায়ু শীতল আর্দ্রতা
  • টার্বো ব্লেড সহ শক্তিশালী মোটর
  • 3 গতি, উচ্চ, মাঝারি এবং নিম্ন।
  • সুপার সলিড বডি

এয়ার কুলার তো কেনা হল, যদি সুলভ মূল্যে জনপ্রিয় ব্র্যান্ডের এসি খোঁজ করে থাকেন, বিশেষ ছাড় সহ সময়ের সেরা এসির তালিকা দেখে নিতে পারেন। তাছাড়া, যদি সাশ্রয়ী দামে সিলিং ফ্যান কিনতে চান, সেই সুবিধাও থাকছে দারাজে। এরকম আরও মনের মত ডিল ও ডিসকাউন্ট লুফে নিতে দারাজ গ্র্যান্ড ঈদ ক্যাম্পেইন পেজে ভিজিট করতে পারেন।

লম্বা চুলের জন্য কার্যকরী টিপস: কিভাবে লম্বা চুলের যত্ন নিবেন

লম্বা, এবং ঘন কালো চুল অনেকের জন্য একটি স্বপ্ন, কিন্তু স্বাস্থ্যকর লম্বা চুল পেতে এবং তা বজায় রাখার জন্য সঠিক যত্ন প্রয়োজন। এখানে আমরা লম্বা চুলের জন্য কিছু প্রয়োজনীয় টিপস শেয়ার করব যা অনুসরণ করা খুবই সহজ। আমরা চুলের যত্নের রুটিন থেকে শুরু করে আপনার খাদ্য তালিকাতে যা অন্তর্ভুক্ত করা দরকার সবকিছুই এখানে উল্লেখ করেছি। যা সঠিকভাবে মেনে চললে আপনারও হবে লম্বা ঘন চুল।

লম্বা চুলের টিপসগুলি দেখার আগে, চুলের বৃদ্ধি কীভাবে কাজ করে তা বোঝা গুরুত্বপূর্ণ। মাথার ত্বকের ফলিকল থেকে চুল গজায় এবং তিনটি পর্যায়ে যায়:

  • অ্যানাজেনঃ অ্যানাজেন পর্যায়টি সক্রিয় বৃদ্ধির পর্যায়, যা ২-৭ বছর স্থায়ী হয়।
  • ক্যাটাজেনঃ ক্যাটাজেন পর্যায় হল ট্রানজিশনাল ফেজ, ১০ দিন স্থায়ী হয়, যেখানে চুল গজানো বন্ধ হয়ে যায়।
  • টেলোজেনঃ টেলোজেন পর্যায় হল বিশ্রামের পর্যায়, যা প্রায় তিন মাস স্থায়ী হয়, তারপরে চুল পড়ে যায় এবং চক্রটি আবার শুরু হয়।

লম্বা চুলের জন্য প্রয়োজনীয় কিছু কার্যকরী টিপস

অতিরিক্ত হিট স্টাইলিং এড়িয়ে চলুন

হিট স্টাইলিং সরঞ্জাম যেমন ফ্ল্যাট আয়রন, কার্লিং আয়রন এবং ব্লো ড্রায়ার আপনার চুলের ক্ষতি করে এবং আপনার চুল ভেঙে যেতে পারে। আপনার চুলের ক্ষতি এড়াতে এই সরঞ্জামগুলির ব্যবহার সীমিত করুন বা কম তাপমাত্রায় ব্যবহার করুন।

নিয়মিত ট্রিমিং করা আবশ্যক

যদিও এটি বিপরীতমুখী বলে মনে হতে পারে, কিন্তু লম্বা চুলের জন্য নিয়মিত ট্রিম করা অপরিহার্য।

সঠিক হেয়ারব্রাশ বেছে নিন

সঠিক হেয়ারব্রাশ ব্যবহার করা আপনার চুলের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আপনার চুলকে ঝর ঝরে করতে এবং চুলের উপর প্রেসার জাতে কম পরে তাই একটি চওড়া দাঁতের চিরুনি বা বোয়ার ব্রিসটল ব্রাশ ব্যবহার করুন।

স্বাস্থ্যকর খাবার গ্রহন

ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সুষম খাবার খাওয়া স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য। শাক, বাদাম এবং মাছের মতো খাবারগুলিতে বায়োটিন এবং ওমেগা -৩ এর মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে যা স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে।

আপনার মাথার ত্বক সুস্থ রাখুন

স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য একটি স্বাস্থ্যকর মাথার ত্বক অপরিহার্য। আপনার মাথার ত্বক পরিষ্কার রাখতে এবং অতিরিক্ত ধোয়া এড়াতে একটি মৃদু শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন, যা মাথার ত্বকে প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

মানসম্পন্ন চুলের যত্নের পণ্য ব্যবহার করুন

উচ্চ মানের হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা আপনার চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সালফেট এবং প্যারাবেনের মতো কেমিক্যাল মুক্ত পণ্যগুলি ব্যবহার করুন যা আপনার চুলের ক্ষতি করতে পারে।

sunsilk shampoo
tresemme shampoo
dove shampoo

সূর্য থেকে আপনার চুল রক্ষা করুন

সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মি আপনার চুলের ক্ষতি করতে পারে এবং ভেঙে যেতে পারে। আপনি যখন দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন তখন একটি টুপি বা স্কার্ফ পরে আপনার চুল রক্ষা করুন।

টাইট হেয়ারস্টাইল এড়িয়ে চলুন

বিনুনি ও আঁটসাঁট চুলের স্টাইলগুলির কারনে আপনার চুলের ফলিকলগুলি ভেঙে যেতে পারে, যার ফলে চুল পড়ে যায়। ঢিলেঢালা চুলের স্টাইল বেছে নিন বা ক্ষতি রোধ করতে আপনার চুল ছেরে রেখে দিন।

আপনার চুল ওভার-ওয়াশ করবেন না

আপনার চুল খুব ঘন ঘন ধোয়ার ফলে আপনার চুলের প্রাকৃতিক তেল চলে যাবে, যার ফলে চুলে রুক্ষতা দেখা দিবে এবং চুল ভেঙে যেতে পারে। আপনার চুলের ধরণের উপর নির্ভর করে প্রতি তিন দিন বা প্রতি তিন দিন আপনার চুল ধৌত করু্রু

কেমিক্যাল ট্রিটমেন্ট এড়িয়ে চলুন

রঙ করার মতো কেমিক্যাল ট্রিটমেন্ট আপনার চুলকে দুর্বল করে দিতে পারে এবং ভেঙে যেতে পারে। স্বাস্থ্যকর, লম্বা চুল বজায় রাখতে এগুলোর ব্যবহার সীমিত করুন বা যদি পারেন তবে সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন।

লম্বা চুলের জন্য অতিরিক্ত টিপস

চুলের বৃদ্ধির জন্য প্রাকৃতিক তেল ব্যবহার করুন

নারিকেল তেল, আর্গান তেল এবং ক্যাস্টর অয়েলের মতো প্রাকৃতিক তেল আপনার চুলকে পুষ্ট করে এবং চুলের বৃদ্ধি করে। আপনার মাথার ত্বকে এবং চুলে তেল ম্যাসাজ করুন, কয়েক ঘন্টা রেখে দিন, তারপর ভাল ফলাফলের জন্য ধুয়ে ফেলভা

হেয়ার মাস্ক ব্যবহার করুন

হেয়ার মাস্ক এবং হেয়ার ট্রিটমেন্ট আপনার চুলকে অতিরিক্ত পুষ্টি এবং হাইড্রেশন প্রদান করতে পারে। স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য অ্যাভোকাডো, মধু এবং অ্যালোভেরার মতো উপাদান ব্যবহার করুন।

সিল্কের বালিশে ঘুমান

তুলার বালিশে ঘর্ষণ হতে পারে এবং ঘুমানোর সময় চুলের ক্ষতি হতে পারে। সিল্ক বালিশে ঘুমালে চুলের  ভাঙ্গন রোধ হয়।

ধোয়ার আগে চুল ব্রাশ করুন

ধোয়ার আগে আপনার চুল ব্রাশ করা প্রাকৃতিক তেল ধরে রাখতে এবং চুলের জট রোধ করতে সাহায্য করে।  এটি আপনার চুল ধোয়া এবং স্টাইল করা সহজ করে তোলে।

লম্বা ও স্বাস্থ্যকর চুল অর্জন এবং বজায় রাখতে আপনাকে কিছুটা সময় দিতে হবে, কিন্তু সঠিক ভাবে যত্ন নিলে, এটি যে কারও পক্ষে সম্ভব। আপনার চুলের যত্নের রুটিনে এই টিপসগুলিকে অন্তর্ভুক্ত করুন।

আরও জানুন

আমি কি আমার চুলে তাপ স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করতে পারি?

যদিও তাপ স্টাইলিং সরঞ্জামগুলির ব্যবহার সীমিত করা সর্বোত্তম, আপনি মাঝে মাঝে কোনো উপলক্ষ্যে সেগুলি ব্যবহার করতে পারেন। শুধু একটি তাপ নিয়ত্রন করা যায় এমন স্প্রে ব্যবহার করতে ভুলবেন না এবং সর্বোচ্চ তাপমাত্রায় এগুলি ব্যবহার করা এড়িয়ে চলুন।

কত ঘন ঘন আমার চুল ছাঁটা উচিত?

চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি বজায় রাখতে প্রতি ৮-১২ সপ্তাহে একটি ট্রিম করার পরামর্শ দেওয়া হয়।

একটি স্বাস্থ্যকর খাবার খাওয়া কি সত্যিই আমার চুলের বৃদ্ধিতে পার্থক্য করবে?

হ্যাঁ, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সুষম খাদ্য অপরিহার্য।

যদি লম্বা চুল বজায় রাখতে চাই তবে আমি কি আমার চুলে রঙ করতে পারি?

যদিও আপনার চুলকে ঘন ঘন রঙ করা ঠিক না, তবুও আপনি যদি সঠিক সতর্কতা অবলম্বন করেন, যেমন রঙ-নিরাপদ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা এবং অতিরিক্ত তাপ স্টাইল এড়িয়ে চলা।

চুলের বৃদ্ধির জন্য কোন প্রাকৃতিক প্রতিকার আছে কি?

হ্যাঁ, নারিকেল তেল এবং ক্যাস্টর অয়েলের মতো প্রাকৃতিক তেল আপনার চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং আপনার মাথার ত্বকে এবং চুলে ম্যাসাজ করলে চুলের বৃদ্ধি হবে।