আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) ৫ম বারের মতো আয়োজন করছে দারাজ ইলেভেন ইলেভেন (১১.১১) সেল ক্যাম্পেইন। আগামী ১১ নভেম্বর এক দিনের দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে থাকছে ১ টাকায় গাড়ি, টিভি, ফ্রিজ, এসি ও মোবাইল জিতে নেওয়ার সুযোগ।
প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি আলিবাবা গ্রুপ এর হাত ধরেই সর্বপ্রথম ১১.১১ ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে, যা দারাজ বাংলাদেশে ২০১৮ সালে প্রথম অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালেও ১১.১১ সিঙ্গেল’স ডে ক্যাম্পেইনে ক্রেতাদের আমন্ত্রণ করার জন্য আবারও প্রস্তুত দারাজ।
এক দিনের এই ইভেন্টে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ অনলাইন শপিং অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে দারাজ। এতে থাকছে ২.৫ মিলিয়ন এর অধিক পণ্য এবং সঙ্গে বিশাল ডিসকাউন্ট। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১১ টাকা মিস্ট্রি বক্স, প্রি-সেল ডিসকাউন্ট ও নতুন কিছু পণ্যের লঞ্চসহ অন্যান্য আকর্ষণীয় অফার। এ ছাড়া ১১ নভেম্বর বিশেষ বিশেষ ব্র্যান্ডের ওপর সেলারদের পক্ষ থেকে থাকবে ফ্রি ডেলিভারি।
দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইন উপলক্ষে দারাজ অফার করছে বিকাশ ক্যাশব্যাক অফার, যার মাধ্যমে শপিং -এ আরও অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
Found this insightful? Choose your network to share: