কিভাবে দারাজ অ্যাপ থেকে শপিং করবেন? 60 36784

Last updated on নভেম্বর 24th, 2023 at 12:52 অপরাহ্ন

নতুন দারাজ অ্যাপে শপিং হবে এখন আরো সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দারাজ মোবাইল অ্যাপ হতে পারে অনলাইন কেনাকাটায় আপনার বিশ্বস্ত সঙ্গী। এখন সহজ কিছু ধাপে অর্ডার করলেই আঙ্গুলের ডগায় হাজির হওয়া বিশাল পণ্যতালিকা থেকে আপনার ঘরের দরজায় হাজির হবে পছন্দের সেরা পণ্যটি। বিশেষভাবে জনপ্রিয় দারাজ ক্যাম্পেইন উপলক্ষে দারুণ সব ডিল অপেক্ষা করছে আপনার জন্য, জানতে এখনই ভিজিট করুন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপে।

অ্যাপ থেকে সহজে শপিং করার পদ্ধতি

চলুন একনজরে দেখে নেয়া যাক দারাজ অ্যাপের মাধ্যমে কিভাবে অতি সহজে সারতে পারবেন অনলাইন শপিং

১) আপনার ফোনে যদি এখনও নতুন দারাজ অ্যাপটি না থাকে তবে দ্রুত গুগল প্লেস্টোরের এই ঠিকানায় গিয়ে ইনস্টল করে নিন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই অত্যাধুনিক অ্যাপটি।

daraz-app (দারাজ অ্যাপ)

২) এবার দারাজ অ্যাপটি ওপেন করে উপরের সার্চবার কিংবা ব্যানারের নিচে একেবারে ডান কোণার লাল কালি চিহ্নিত ‘ধরণ’ বা ‘Categories’ মেনুর মাধ্যমে পছন্দের পণ্যটি বেছে নিয়ে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৩) যেখানে আপনার পণ্য ডেলিভারি দেয়া হবে সেই ঠিকানা যদি পরিবর্তন করতে চান, তবে প্রোডাক্ট পেইজে ডেলিভারি অপশনের নিচের দেয়া ঠিকানার পাশে ‘পরিবর্তন করুন’ বা ‘CHANGE’ বাটনে ক্লিক করে সহজেই ডেলিভারির ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন। তারপর নিচের ‘এখনই কিনুন’ বা ‘Buy Now’ বাটনে ক্লিক করে চেকআউট পেইজে যান।

daraz-app (দারাজ অ্যাপ)

৪) এবার চেকআউট পেইজের নিচের দিকে লাল কালি চিহ্নিত ঘরে ভাউচার কোডটি (যদি থাকে) লিখে ‘প্রযোজ্য’ বা ‘APPLY’ বাটনে ক্লিক করুন। এরপর একেবারে নিচের ‘অর্ডার প্লেস করুন’ বা ‘Place Order’ বাটনে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৫) এবার পেমেন্ট মেথড সিলেকশন পেইজের তিনটি অপশন ‘ক্রেডিট/ডেবিট কার্ড’, ‘বিকাশ’ ও ‘নগদ মূল্যে ডেলিভারি (ক্যাশ অন ডেলিভারি)’-এর মধ্য থেকে নিজের সুবিধানুযায়ী মূল্য পরিশোধের মাধ্যমটি নির্বাচন করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৬) নির্বাচিত মেনুর মাধ্যমে নির্দিষ্ট পেমেন্ট পেইজে গেলে একেবারে নিচে ‘এখন পরিশোধ করুন’ বা ‘Pay Now’ বাটন দেখতে পাবেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সেখানে ক্লিক করলেই আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করে আপনাকে একটি অর্ডার নাম্বার প্রেরণ ও কবে নাগাদ আপনার অর্ডারটি ডেলিভার করা হবে তা জানিয়ে দেয়া হবে। ভবিষ্যতের জন্য অর্ডার নাম্বারটি সংরক্ষণ করুন। সেই সাথে আপনার ফোনে বা মেইলে একটি কনফার্মেশন মেসেজ পৌঁছে যাবে।

daraz-app (দারাজ অ্যাপ)

৭) এছাড়া বিকাশ পেমেন্ট মেথড নির্বাচন করলে পরবর্তী পেইজে আপনার অর্ডারটি গ্রহণ করে একটি রেফারেন্স নাম্বার প্রদান করা হবে। এরপর পেইজের নিচে উল্লেখিত পেমেন্টের নিয়মাবলিসমূহ অনুসরণ করে নিজের মোবাইল থেকে উক্ত রেফারেন্স নম্বরটি ব্যবহার করে বিকাশে পেমেন্ট করুন। 

daraz-app (দারাজ অ্যাপ)

কিংবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড নির্বাচন করে পরের পেইজে আপনার কার্ডের প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে কার্ডে অনলাইন পেমেন্ট নিশ্চিত করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

অভিনন্দন! আপনি সফলভাবে দারাজ বাংলাদেশে পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলেছেন। এরপর আপনাকে আর শুধু একটা কাজই করতে হবে, পছন্দের পণ্যটি দরজায় টোকা দেবার আগ পর্যন্ত অপেক্ষা। বুঝতেই পারছেন- এবার নিরাপদ অনলাইন শপিং হবে আরো দ্রুত গতিতে, আরো সহজে, দারাজ মোবাইল অ্যাপে। হ্যাপি শপিং !

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

60 Comments

  1. আমি বলছিলাম যে এটা তো home delivery করে
    কিন্তু এটা মানিকগঞ্জ নামক জায়গায় করবে তো ?! আর এটাতে ক্রেডিট ডেবিট আগেই দিবো কেনো যদি জিনিস না পাই 🙄 আর আগে দেখা হবে জিনিস পাবো তারপর টাকা দিবো 👍

          1. আমি 3টা প্রোডাক্ট 3টা সেলার থেকে অর্ডার করেছি ক্যাশ অন ডেলিভারীতে। আমার টোটাল পে করতে হবে দেখাচ্ছে 1159টাকা। এখন আমি জানতে চাচ্ছি আমি কি 3টা প্রোডাক্ট একসাথে ডেলিভারী পাবো?না কি আলাদা আলাদা। আলাদা আলাদা হলে পে করবো কিভাবে?

          2. আলাদা আলাদা পাবেন- একই শপেরগুলো একসাথে পাবেন। আলাদা আলাদা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন।

    1. সংক্ষেপে ভাউচার কোড হচ্ছে একটি কোড যা পণ্য কেনার সময় ব্যবহার করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

      বিস্তারিত জানলে এই পোস্টটি দেখতে পারেন-
      How to Use Daraz Vouchers and Coupon Codes Easily

      1. দারাজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে ‘অর্ডার ট্র্যাকিং’ বা ‘Track my order’ অপশনের মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার ডেলিভারির বর্তমান অবস্থা।

        বিস্তারিত জানতে ভিজিট করুন –
        https://blog.daraz.com.bd/2020/09/27/track-your-daraz-order/

        কিংবা কল করুন 16492 বা +8809610096111 নাম্বার (daraz customer care number)

      1. মহোদয় দারাজে আমি গত ৫/৭/২০২০ তারিখে একটি অডার দিয়েছি কিন্তু অদ্যবধি কোন যোগাযোগ করেনি। এবং ১৬৪৯২ নম্বরে কল দিয়েছি কিন্তু কল হচ্ছে না। এখন করনীয় কি

      2. Ami.daraz seller সেন্টারের একজন নতুন সেলার।আগে পন্য পাঠানো হলে বুকিং নামবার লাগতোনা। এখন লাগছে। আমি কিভাবে বুকিং নামবার দেখতে পারবো যদি একটু জানাতেন

    1. দারাজ গোটা বাংলাদেশ কেন্দ্রীক। নিকটস্থ দারাজ পিকআপ পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করলে ডেলিভারি চার্জ লাগবে না। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৬০ টাকা ও ঢাকার বাইরে ১০০ টাকা।

    1. Buy Now তে ক্লিক করার পরের পেজে দরকারি সব তথ্য নিশ্চিত করার পর Proceed to Pay অপশনে ক্লিক করুন। এবার Installment ট্যাব থেকে দরকারী সব তথ্য দিয়ে Pay Now চাপলেই হবে।

  2. যখন পন্যকিনতে যাচ্ছি তখন একটা অপশন দেখাচ্ছে সেটাহলো Home or office এখানে কোন অফিসের কথা বোঝানো হচ্ছে ? আপনাদের অফিস নাকি আমাকে কোনো অফিসের ঠিকানা দিতে হবে?

  3. আমি কোনভাবেই ইসলামী ব্যাংক ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছিনা! সবকিছুই তো ঠিকঠাক মতো দিচ্ছি!
    কি হচ্ছে বুঝতেছিনা এখন আমি কি করব ?
    নামের ওখানে কি আমার নাম দিতে হবে নাকি ব্যাংকের নাম দিতে হবে ?
    আমি আমার নাম দিছিলাম!
    সিভিভি ওখানে পিছনের তিনটে নাম্বার দিয়েছিলাম !আর ডেট এক্সপায়ারের ওখানে পরের মাসের মাস টা আর বছরটা দিছিলাম !এরপর সাবমিট দিলাম রেজাল্ট ফেল আসে এখন কি করবো আমি?

  4. রিফান্ড করে কিভাবে?আমার রিফান্ড অপশনটি কাজ করছে না কি করব?আরেকটি প্রশ্ন আমার একটি প্রোডাক্ট আমাকে ডেলিভারি দেয়া হয়ে গেছে এমনটা নোটিফিকেশন এসেছে, অথচ আমি আমার প্রোডাক্ট পাইনি এমনকি আমার কাছে কুরিয়ার থেকে কোন কল আসেনি।

    1. আলাদা আলাদা শপ থেকে অর্ডার করলে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে। কিন্তু দারাজের কালেকশন পয়েন্ট থেকে অর্ডার করা পণ্য কালেক্ট করলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।

    1. আপনি একই শপ থেকে একাধিক পণ্য অর্ডার করতে পারবেন একই ডেলিভারি চার্জ দিয়ে। এছাড়া ডেলিভারি চার্জ ছাড়া নিকটস্থ দারাজ পিকআপ পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারেন।

    1. খুব বেশিক্ষণ না যেহেতু তার অন্যান্য ডেলিভারিও দিতে হয় কয়েক জায়গায়।

      দারাজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে ‘অর্ডার ট্র্যাকিং’ বা ‘Track my order’ অপশনের মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার ডেলিভারির বর্তমান অবস্থা।

      বিস্তারিত জানতে ভিজিট করুন –
      https://blog.daraz.com.bd/2020/09/27/track-your-daraz-order/

      কিংবা কল করুন 16492 বা +8809610096111 নাম্বার (daraz customer care number)

  5. খুলনা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পন্য উত্তলন করলে কি বাড়তি টাকা দিতে হবে?
    জেলা: খুলনা, থানা: তেরখাদা, গ্রাম: কোলা এই ঠিকানায় কি হোম ডেলিভারি পাওয়া যাবে? শুধুমাত্র তেরখাদা ও বারাসাত অপশন পেলাম অথচ খুলনা সদর থেকে কোলা অনেক কাছে।

    1. দয়া করে নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। (কাস্টমার কেয়ার রবি-বৃহঃবার এভেইলেবল। বাকীগুলো ২৪ ঘন্টা।)

      Live chat link: https://tinyurl.com/yyyorefm
      You can also contact us on our Facebook page: https://www.facebook.com/DarazBangladesh
      For further assistance, please call 16492 Or +8809610096111 (daraz customer care number)

মন্তব্য করুন