আলিবাবা ইকো-সিস্টেমের অন্তর্ভুক্ত দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) ব্যাপক সফলতার মধ্য দিয়ে চতুর্থবারের মত উদযাপন করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় সেল উৎসব ইলেভেন ইলেভেন ১১.১১ সেল ক্যাম্পেইন। গত বছর ক্যাম্পেইনটি লাইভ হওয়ার প্রথম মিনিটেই ৭০ হাজারেরও বেশি অর্ডার পরিলক্ষিত হয়, যা দারাজের বিগত বছরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে দেয়।
এক নজরে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন:
- ২০২০ সালে ক্যাম্পেইন শুরু হওয়ার প্রথম মিনিটে ৭০ হাজারের বেশি অর্ডার পড়েছিল।
- ২০২০ সালে সাধারণ দিনের তুলনায় অর্ডার পড়েছিল ৭ গুণ বেশি।
- গত বছর মাত্র ২ মিনিটেই মিস্ট্রি বক্স হয়েছিল স্টক আউট।
- গত বছর ক্যাম্পেইনটিতে অংশগ্রহন করেছিল ১৭,০০০ এর বেশি সেলার যা বিগত বছরের চেয়ে দ্বিগুণ।
সেরাদের সেরা:
- গতবছর ক্যাম্পেইন জুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর মধ্যে ছিল শাওমি মোবাইল, রিয়েলমি মোবাইল, শার্প ফুল অটো ওয়াশিং মেশিন, গ্রি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার, স্যামসাং ও সনি স্মার্ট টিভি ও ওয়ালটন রেফ্রিজারেটর।
- গতবছর ক্যাম্পেইনের সময় জনপ্রিয় ব্র্যান্ডগুলো ছিল রিয়েলমি, অ্যাপেক্স, ডাবর হানি, ডেটল, এস্কয়ার ইলেক্ট্রনিক্স, স্টুডিওএক্স, স্যামসাং, শাওমি, মটোরোলা, ফোকালিউর প্রভৃতি।
- গতবছর ক্যাম্পেইন চলাকালীন সময়ে ফ্যাশন প্রোডাক্ট, ইলেক্ট্রনিক অ্যাক্সেসরিজ, ফোন ও ট্যাবলেট, হোম অ্যান্ড লিভিং, হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগোরির পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল।
আগামী দিনগুলোতে যা থাকছে:
দারাজ ১১.১১ ক্যাম্পেইনে প্রতিবছরের ন্যায় এবারও থাকছে ১১ টাকা মিস্ট্রি বক্স সহ আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার ও ভাউচার। তাছাড়া ক্যাম্পেইন জুড়ে বিশাল ডিসকাউন্টে নানা ধরণের পণ্য তো থাকছেই। মেগা ভাউচার, মেগা ডিল এবং পেমেন্ট পার্টনার ডিসকাউন্ট আপনার ১১ নভেম্বরের শপিং -এ ভিন্ন মাত্রা যোগ করবে নিঃসন্দেহে।
Found this insightful? Choose your network to share:
Wow that’s awesome ❤️❤️❤️
Thanks
দারাজ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাক। দোয়া রইলো। এরকম অফার পেলে সত্যিই খুবই ভালো লাগে। অর্ডার করতে আগ্রহবোধ করি।
ধন্যবাদ পাশে থাকার জন্য
11 taka delivery charge offer ti abar dile valo hoy..daraz ke puro bangladesh er request 1 hour er jonno holeo offer ti jate chalu kore…😓😓
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
l🥰daraz
Thanks
I love Daraz online shopping
Thank you for supporting Daraz
Bkash fraud, they didn’t give 15% cashback.
বিকাশের ক্যশব্যাকের লিমিট ৩০০ টাকা। এর বেশি হলে ক্যাশব্যাক এপ্লিকেবল হবে না।
Thank you Daraz
Stay tuned