Last updated on October 27th, 2020 at 12:16 pm
জেলায় জেলায় নিজস্ব হাব: দ্রুতগতির হোম ডেলিভারি
সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিন দারাজের
বাংলাদেশের সেরা অনলাইন গ্রোসারি ক্যাম্পেইন “গ্রোসারি মেলা” শুরু করতে যাচ্ছে বৃহত্তম বহুজাতিক ই-কমার্স ওয়েবসাইট দারাজ। এই ক্যাম্পেইনে নানা ধরণের মূল্যছাড় ও অফার পাওয়া যাবে চাল, ডাল, মসলা, তেলসহ নানাবিধ অনেক মুদি-মনোহরী ও প্রয়োজনীয় সদাই পণ্য ক্রয়ের ক্ষেত্রে। সকল পণ্যে নিশ্চিত ছাড়, অসংখ্য ভাউচার, ফ্রি ডেলিভারি, ফ্রি গিফট, ১১ টাকার ডিলসহ বিভিন্ন সেরা ডিল উপভোগ করতে ভিজিট করতে পারেন দারাজ ১১ ১১ সেল মেলায়, আর জিতে নিন রুদ্ধশ্বাস আকর্ষণীয় সব অফার।
গ্রোসারি মেলা: থাকছে বিশেষ আকর্ষণ
দারাজ এবার নিয়ে এলো ‘গ্রোসারি মেলা’ ক্যাম্পেইন। উক্ত ক্যাম্পেইনে আপনার পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন গ্রোসারি পণ্যসামগ্রী ক্রয়ে থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আকর্ষনীয় মূল্যছাড়। সেই সাথে থাকছে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পদ্ধতি বিকাশ ও বিভিন্ন সেরা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। তাই এখন সেরা দামে মাসের বাজারের গ্রোসারি পণ্য কিনে উপভোগ করুন সেরা অনলাইন শপিং -এর দুর্দান্ত অভিজ্ঞতা।
প্রয়োজনীয় গ্রোসারিঃ যা চান পাবেন
প্রয়োজনীয় মাসের বাজার সারতে এখন থেকে আপনাকে আর বাজারে বাজারে ছোটাছুটি করতে হবে না। আপনার পরিবারের নিত্যদিনের দৈনন্দিন কেনাকাটায় দারাজ আপনাকে দেবে বাংলাদেশের সেরা গ্রোসারি শপিং এর অভিজ্ঞতা- কম দাম, অধিক মূল্যছাড়, দ্রুত হোম ডেলিভারি। এককথায়, যা কিছু আপনার পরিবারের জন্য প্রয়োজন, তার সবই পাবেন দারাজে।
জেলায় জেলায় নিজস্ব হাব: দ্রুতগতির হোম ডেলিভারি
দেশের যে কোন স্থান থেকে অর্ডার করে অনলাইনে কেনা যাবে গ্রোসারি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লা, রংপুর, রাজশাহী, বরিশাল, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, দিনাজপুর, ফেনী, গাজীপুর, বগুড়া সহ সমগ্র বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় স্থাপিত হয়েছে দারাজ বাংলাদেশের নিজস্ব ডেলিভারি হাব। ‘দারাজ ১১.১১ গ্রোসারি মেলা’ থেকে পণ্য অর্ডার করলেই বাংলাদেশের যেকোন স্থানে আপনি উপভোগ করতে পারবেন দ্রুততম ডেলিভারি। সারাদেশের ৪৮টি পিকপয়েন্ট থেকে গ্রাহক সংগ্রহ করতে পারবেন ফ্রি ডেলিভারি।
ই-কমার্স ছড়াবে প্রত্যন্ত অঞ্চলে
দারাজ বাংলাদেশ চায় অদূর ভবিষ্যতে দেশের প্রতিটি প্রান্তে মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে। দারাজ বাংলাদেশ বিশ্বাস করে দেশব্যাপী ই-কমার্স সেবা ছড়িয়ে দেবার মাধ্যমে বাংলাদেশের ই-কমার্সের প্রসার ক্রমাগত বাড়বে। দেশে ই-কমার্স ক্ষেত্রের ভিত্তি আরও শক্ত হবে, যা বড় প্রভাব ফেলবে জাতীয় অর্থনীতিতে।
দূর হবে শহর-গ্রাম অসমতা
বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নশীল দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়নের ছোঁয়া দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দারাজ বাংলাদেশ। দারাজের সারা দেশে হোম ডেলিভারির এই উদ্যোগ অচিরেই শহর ও মফস্বলের মধ্যে পণ্যের সহজপ্রাপ্যতার অসমতা দূর করবে। ডিজিটাল বাংলাদেশে এখন থেকে অনলাইন শপিং -এ আর থাকবে না সুবিধার বৈষম্যতা। গ্রোসারি শপিং এর ক্ষেত্রে বড় শহরের মতই সমান সেবা পাবেন মফস্বলের বাসিন্দারা।
ব্যবহার করতে পারেন দারাজের অ্যাপ
Daraz App ব্যবহার করেও এখন সহজে মোবাইল থেকে অনলাইন শপিং করা যাবে স্বাচ্ছন্দ্যে। অ্যাপল স্টোর অথবা গুগল প্লে-স্টোর থেকে আজই ডাউনলোড করে নিতে পারেন দারাজ মোবাইল অ্যাপ আর উপভোগ করুন অনলাইন শপিং বাংলাদেশের যে কোন জায়গাতে বসেই- আরো সহজে, আরো স্বাচ্ছন্দ্যে।
নতুন ক্রেতাদের জন্য দারাজ ভাউচার
দারাজে প্রথমবার শপিং করা ক্রেতাদের জন্য থাকছে অসংখ্য ভাউচার। এইসব ভাউচার ব্যবহার করে প্রথমবারের গ্রোসারি শপিং এ জিতে নিন বিশাল মূল্যছাড়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিন দারাজের
দারাজ বাংলাদেশের যে কোন ক্যাম্পেইন নিউজ বা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দারাজ নিউজলেটারে, ডাউনলোড করুন দারাজ অ্যাপ, চোখ রাখুন দারাজ ফেসবুক পেইজে, ফলো করুন টুইটার ও ইনস্টাগ্রাম।
এছাড়াও দেখতে পারেনঃ
Found this insightful? Choose your network to share: