একটা নতুন স্মার্টফোন কিনবেন বলে অনেকদিন ধরে ভাবছেন কিন্তু বাজেটের সাথে মানানসই কোন উন্নত মানের স্মার্টফোন খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এক দারুন সুখবর! এবার আপনার উত্তেজনা আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলতে স্যামসাং হাজির হল বিশাল ধামাকা নিয়ে। স্যামসাং গ্যালাক্সি এম২১ নামক সম্পূর্ণ নতুন এই স্মার্টফোনটি হবে আপনার জন্য একের ভিতরে সব! আসছে ২৭ তারিখ থেকে খুবই কম বাজেটের এই নান্দনিক মোবাইলটি পাওয়া যাবে শুধুমাত্র আপনার পছন্দের অনলাইন শপ দারাজে! ক্যালেন্ডারে জুনের ২৭ তারিখ মার্ক করে রাখতে ভুলবেন না কিন্তু।
স্যামসাং গ্যালাক্সি এম২১ – কি বিশেষ আকর্ষণ থাকছে?
৬.৪ ইঞ্চি সাইজের বিরাট একটা ডিসপ্লে – কল্পনা করা যায়?
৪৮ মেগাপিক্সেলের দূর্দান্ত ব্যাক ক্যামেরা – যেন হাতের মুঠোই ডিএসএলআর
৬,০০০ এমএএইচ ধারণক্ষমতা সম্পন্ন দানবীয় ব্যাটারি
৪/৬ জিবি র্যাম এর বিশাল স্টোরেজ সুবিধা
স্যামসাং গ্যালাক্সি এম২১ – যেসব স্পেশাল সুবিধা পাওয়া যাবে
সম্পূর্ণ গ্লাস ফ্রন্ট বডি সহ পলিকার্বনেট ব্যাকপার্ট ও সাইড ফ্রেম
সুপার অ্যামোলেড ডিসপ্লেতে পাওয়া যাবে (১০৮০ x ২৩৪০) পিক্সেল রেজুলেশন
ব্যাক ক্যামেরায় ৮এমপি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অ্যাপারচার, ৫এমপি ডেপথ সেন্সর, এলইডি ফ্ল্যাশ ও ২১৬০পি*৩০এফপিএস ভিডিও রেকোর্ডিং এর সুবিধা
২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
এক্সায়নস ৯৬১১ চিপসেট সহ অক্টা-কোর সিপিইউ
১ টেরাবাইট পর্যন্ত ডেডিকেটেড মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট
অ্যান্ড্রয়েড ১০ ও স্যামসাং ওয়ান ইউআই ২ সংযুক্ত অপারেটিং সিস্টেম
১৫ ওয়াট এর চার্জিং সুবিধা
রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার সেন্সর
স্যামসাং গ্যালাক্সি এম২১ – ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম২১ স্মার্টফোনটি দারাজে অর্ডার করলে থাকছে ১০০০ টাকার দারাজ ভাউচার সহ অন্যান্য মনোমুগ্ধকর ডিসকাউন্ট ভাউচার ও অফার! তবে স্টক খুবই সীমিত, আগে আসলে আগে পাবার ভিত্তিতে যত দ্রুত সম্ভব স্যামসাং এম ২১ মোবাইলটি অর্ডার করতে পারবেন, ঠিক ততই লোভণীয় এই সুযোগটি মিস করার আশঙ্কা দূর হবে। এম২১ মডেল সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখতে পারেন দারাজ অনলাইন শপিং ওয়েবসাইট তথা দারাজ অ্যাপে।
“স্যামসাং ব্র্যান্ডের অন্যান্য মোবাইলে আকর্ষণীয় ডিল পেতে ভিজিট করুন!”
আরও তথ্য জানতে চান?
Found this insightful? Choose your network to share: