আর মাত্র কয়েকটা দিন, তারপরই ১১ নভেম্বরের সেই বহুল আকাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ! বিশ্বের সবচেয়ে বড় সেল ডে ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষে আপনার হয়ত বিশাল শপিং এর প্রস্তুতি রয়েছে, তবে আপনাকে চমকে দিতে দারাজ এর পক্ষ থেকেও থাকছে চমক এর উপর চমক! তো কেমন আকর্ষণ থাকছে এবারের দারাজ ১১.১১ সেল নামক বিশাল মহোৎসবে?
দারাজ ১১.১১ ক্যাম্পেইনের আকর্ষণীয় ডিল সমূহ দেখে নেওয়া যাক একনজরেঃ
বিকাশ ক্যাশব্যাক অফার
বিশ্বের সবচেয়ে বড় সেল ডে-তে শপিং করবেন আর বিকাশ ক্যাশব্যাক অফার থাকবে না, তা কি হয়? এই দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনেই পছন্দের পণ্য শপিং করে তাৎক্ষনিক ক্যাশব্যাক অফার উপভোগের সুযোগ কয়েছে।
১১ টাকায় মিস্ট্রি বক্স
মিস্ট্রি বক্স আসলে কি? অনলাইনে হাজির হচ্ছে দারাজ ১১.১১ ক্যাম্পেইন, আর ক্রেতাদের জন্য কোন সারপ্রাইজ থাকবে না, তা কি হয়? মিস্ট্রি বক্স আসলে ক্রেতাদের জন্য একটা সারপ্রাইজ, ১১ তারিখে মিস্ট্রি বক্স চালু হওয়ার পর দারাজ অ্যাপ থেকে মাত্র ১১ টাকা দিয়ে এটি কিনে নিতে হবে। বক্সে যে আসলে কি থাকবে সেই রহস্যের উদঘাটন হবে শুধুমাত্র ডেলিভারি বক্স হাতে পাওয়ার পরেই।
যেহেতু হাজারো সারপ্রাইজ নিয়ে নভেম্বরের ১১ তারিখে দারাজ হাজির হয়ে যাবে অসংখ্য চমকে ভরা দারাজ মিস্ট্রি বক্স নিয়ে, তাই কখন এটি আনলক হবে সেটি জানতে চোখ রাখতে হবে দারাজ অ্যাপে।
বিশ্বের সবচেয়ে বড় একদিনের সেল ক্যাম্পেইনে আপনার শপিং শুভ ও সার্থক হোক !
আপনার জন্য আরও থাকছে,
>>দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে আরও যেসব মন মাতানো অফার থাকছে!<<
দারাজ ১১.১১ সেল | হ্যাপি শপিং
Found this insightful? Choose your network to share:
মাউস ও কিবোর্ড এর দাম কত
http://www.daraz.com.bd তে ভিজিট করুন কিংবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ
Free shipping ki takbe 11 th November er “Biggest one-day sale” a…….???
Kindly janaben……!!!
Yes