গ্রীষ্মের তীব্র কাঠফাঁটা গরমে একটু প্রশান্তির ছোঁয়া কে না চায়? তবে এই চাওয়া এখন আর কোন বিলাসিতা নয়। সুলভ মূল্যেই বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের এসি এখন সহজলভ্য করে তুলেছে এসি সহ এয়ার কুলার কেনাকাটা। তবে আপনি যদি এই কেনাকাটায় একদম নতুন হয়ে থাকেন, তাহলে জেনে রাখতে পারেন সহজ কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু টিপস।
এসি কেনার জন্য জরুরী কিছু টিপস জেনে নেওয়া যাক একনজরেঃ
ঘরের আয়তন যেমন, এসি কিনতে হবে তেমন!
আপনার ঘরের আয়তন যদি সর্বোচ্চ ১৪০ স্কয়ার ফিট হয়, তাহলে ১ টন বিশিষ্ট এসিই আপনার জন্য উপযুক্ত। ঘরের আয়তনের সাথে এসির আকৃতির গড়মিল হলে প্রকৃতপক্ষে এসি দ্রুতই কার্যক্ষমতা হারাবে।
আর ঘরের আয়তন ১৪০ স্কয়ার ফিট ছাড়িয়ে যদি সর্বোচ্চ ২০০ স্কয়ার ফিট হয়, তাহলে ১.৫ টন ক্ষমতাসম্পন্ন এসি আপনার জন্য প্রযোজ্য হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটাতে খেয়াল না রাখলেই নয়; টপ ফ্লোর বা উপরের তলার ঘরগুলো যেহেতু সূর্যের অত্যধিক তাপে বেশি গরম হয়, এজন্য রুমের আকার ছোট হলেও একটু বেশি ক্ষমতাসম্পন্ন এসি কেনা লাভজনক হবে।
বাসা বাড়ির মাস্টার বেড অথবা বসার ঘর (ড্রয়িং রুম) কিংবা অফিস স্পেস, মিটিং রুম এবং কনভেনশন সেন্টার এর মত জায়গায় স্প্লিট এসি সবচেয়ে বেশি কার্যকরী।
উপরোক্ত কোন শর্তের ব্যাত্যয় ঘটলে এসির বিদ্যুৎ বিল বাড়তে থাকবে দ্বিগুন হারে। তবে সবচেয়ে খারাপ দিক হল এসি গরম হয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে।
এসিতে বিদ্যুৎ সাশ্রয়ের যাদু জানতে চান? ঘরে নিয়ে আসুন ইনভার্টার এসি!
কোন এসির দাম কত?
সাশ্রয়ী মূল্য অনুসারে নতুন কোন এসি কিনতে চান, জনপ্রিয় এসি ব্র্যান্ড ও দাম এর তালিকা দেখে নিন একনজরেঃ
এসির নাম | এসির দাম (সর্বোচ্চ) | এসির দাম (সর্বনিম্ন) |
গ্রী এসি | ১২৫,০০০/- | ৩৬,০০০/- |
জেনারেল এসি | ২৪০,০০০/- | ৪৩,০০০/- |
মিডিয়া এসি | ১৮৭,৬০০/- | ২৬,৫০০/- |
শার্প এসি | ২৬৪,৫০০/- | ৩৯,৫০০/- |
সিঙ্গার এসি | ৮৫,৯৯০/- | ৩৯,৯৯০/- |
শিগো এসি | ৬৬,০০০/- | ২৮,০০০/- |
ক্যারিয়ার এসি | ৭৬,০০০/- | ৪৬,০০০/- |
এসি কিনবেন, আর সার্ভিসিং করাবেন না! তা কি হয়?
এসি দীর্ঘদিন চালিয়ে একটি নির্দিষ্ট সময় পর পর না সার্ভিসিং করালে কি যে বড় বিপদ হতে পারে, তা হয়ত এখনও আপনার কল্পনার বাইরে! আপনি হয়ত জেনে থাকবেন এসি চলতে থাকলে কনডেনসারে ময়লা জমতে থাকে আপন গতিতে। আর দীর্ঘদিন যাবত এসি ক্লিনিং না করালে এসি বিষ্ফোরনের মত ভয়াবহ দূর্ঘটনা ঘটে যেতে পারে। আর কিছুদিন পর পর এয়ার ফিল্টার এর ময়লা পরিষ্কার করা তো বাধ্যতামূলক।
দেশে বর্তমানে এসি সার্ভিসিং এর খরচ খুব কমই বলা চলে, তাই ঠিক সময়মত এসি সার্ভিসিং করিয়ে নিরাপদ রাখতে পারেন পরিবারকে।
এসি সার্ভিসিং এর বর্তমান খরচ কত?
এসির ধরণ | এসির সার্ভিস চার্জ (সর্বনিম্ন) | এসির সার্ভিস চার্জ (সর্বোচ্চ) |
ক্যাসেট এসি | ১১০০/- | ৪৪০০/- |
স্পিট এসি (১ – ২ টন) | ৬৬০/- | ১১০০/- |
স্পিট এসি (২.৫ টন) | ৭৭০/- | ১১০০/- |
স্পিট এসি (৩ – ৫ টন) | ৯৯০/- | ১১০০/- |
উইন্ডো এসি | ৫৫০/- | ১১০০/- |
ঘরে সুলভ মূল্যে নতুন এসি আনতে চান? দেখে নিতে পারেন সময়ের সেরা কয়েকটি এসির তালিকা একনজরে।
Found this insightful? Choose your network to share: