দেখতে দেখতে আরও একটি নতুন বছরে পদার্পন করে ফেললো দারাজ বাংলাদেশ। বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট আলিবাবা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত দেশের এই বৃহত্তম অনলাইন শপ দারাজ বর্তমানে বাংলাদেশের অনলাইন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বেশ সফল ভাবেই। বর্তমানে দারাজ ক্রেতাদেরকে আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। আর অনলাইনে বাংলাদেশি ক্রেতারা সবচেয়ে দ্রুততম হোম ডেলিভারি এখন শুধুমাত্র দারাজ থেকেই উপভোগ করতে পারছেন। এছাড়া অনলাইনে দেশ-বিদেশের সেরা সব ব্র্যান্ডের পণ্য এখন ক্রেতারা সহজলভ্য মূল্যেই দারাজ থেকে উপভোগ করতে পারছেন। জেনে নিন কি চমক থাকছে এবছরের দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইন নামক ৮ম বর্ষপূর্তি উৎসবে।
দারাজের ৮ম বর্ষপূর্তি বিক্রয় উৎসব থেকে শপিং করার ৫টি কারণ এক নজরে দেখে নেওয়া যাকঃ
১) সহজে কেনাকাটা
দারাজ থেকে শপিং করার সবচেয়ে বড় সুবিধা হল কোন প্রকার ঝামেলা ছাড়াই যেকোন পণ্য আপনি খুব সহজে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। রোদ-বৃষ্টি, ধূলা-বালি আর যান্ত্রিক শহরের ট্রাফিক জ্যামকে বিদায় দিয়ে ঘরে বসেই দারাজে যে কোন ধরণের পণ্য এখন অর্ডার করতে পারবেন। আর বর্ষপূর্তি উৎসবে আপনার কেনাকাটাকে আরো সহজ করে দিতে দারাজের সহজ অর্ডার প্রক্রিয়া ও দ্রুতগতির হোম ডেলিভারি তো থাকছেই।
২) অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্য
দারাজ থেকে সব ধরণের পণ্য আপনি সাশ্রয়ী মূল্যেই শপিং করতে পারেন। আর নির্দিষ্ট মূল্যমান থাকায় পণ্যের সঠিক দাম নিয়ে আপনি চিন্তা মুক্ত থাকতেই পারেন। তবে ৮ম বর্ষপূর্তি উৎসবে দারাজের বেশির ভাগ পণ্যেই দুর্দান্ত ছাড় থাকায় প্রায় সকল পণ্যের সুলভ মূল্যের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়।
৩) আকর্ষণীয় ডিসকাউন্ট অফার
লোভনীয় ডিসকাউন্ট অফার পেতে চাইলে এখন কেবল দারাজেই শপিং করতেই পারেন। আর দারাজের ৮ম বর্ষপূর্তি উৎসব থেকে শপিং করার আরো একটি বড় সুবিধা হল বিশেষ ভাউচার কোড মেগা ভাউচার সহজেই লুফে নেওয়ার দারুণ সুযোগ। তাছাড়া মেগা ডিল, হট ডিল, ফ্রি শিপিং ও মিস্ট্রি বক্স সহ বিভিন্ন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ও ভাউচার উপভোগ করতে পারবেন ক্যাম্পেইন চলাকালীন সময়ে। থাকবে অনুমোদিত পেমেন্ট মেথড ব্যবহারে নিশ্চিত অতিরিক্ত ছাড় ও দারুণ ক্যাশব্যাক লুফে নেওয়ার সুবর্ণ সুযোগ।
৪) সেরা ডিল
বিশেষ কিছু সেরা ডিল যেগুলো কেবল দারাজেই পাওয়া যাবে এবারের ৮ম বর্ষপূর্তি উৎসবে। যেমন দারাজ এর বর্ষপূর্তি উপলক্ষে দারাজে বিশেষ কিছু মেগা ডিল থাকছে ক্রেতাদের মূল আকর্ষণের কেন্দ্রে। এছাড়াও ডেইলি ফ্ল্যাশ সেল সহ থাকছে বেশ কিছু অবিশ্বাস্য ডিল। তাই বর্ষপূর্তি উৎসবে এখন অনলাইনে কেনাকাটা হবে দারাজ থেকেই।
৫) মানসম্মত ব্র্যান্ড
দারাজের ৮ম অ্যানিভার্সারি উৎসবে জনপ্রিয় ব্র্যান্ডের পসড়া সাজানো থাকছে এখন দারাজের বিভিন্ন ক্যাটাগোরিতে। মানসম্মত পণ্যের সেরা ব্র্যান্ডগুলো নিয়ে দারাজ উপস্থিত হচ্ছে সেরা সব অফার নিয়ে। বর্ষপূর্তি ক্যাম্পেইনে ব্র্যান্ডভেদে সেরা ডিসকাউন্টে পাচ্ছেন সেরা পণ্য লুফে নেবার দারুণ সুযোগ। এছাড়া দারাজের পণ্যের মান নিয়েও এখন নিশ্চিন্ত থাকতে পারেন। ঠিক যে পণ্যের জন্য আপনি চাহিদা জ্ঞাপন করে থাকেন, সেই পণ্যটিই আপনি দারাজ থেকে নির্বিঘ্নে সংগ্রহ করতে পারেন।
বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের পণ্যের সুবিশাল কালেকশন থেকে পছন্দের পণ্য বাছাই করে বাসায় বসে হোম ডেলিভারি সুবিধা পাবার নিশ্চয়তা থাকায় অনলাইনে কেনাকাটার বিকল্প এখন নেই বললেই চলে। আর যদি হাতের মুঠোয় আসে দারাজ ৮ম বর্ষপূর্তি উৎসবের মত অবিশ্বাস্য ক্যাম্পেইন, তবে তো আর কথাই নেই। সাশ্রয়ী দামে নিশ্চিন্তে কেনাকাটা করুন নিজের জন্য, পরিবারের জন্য। মূল্যবান সময় বাঁচিয়ে দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের সেরা ডিল সহ উপভোগ করুন সেরা অনলাইন শপিং এর দূর্দান্ত অভিজ্ঞতা ঘরে বসেই।
Found this insightful? Choose your network to share:
Its Awesome
Thanks