দারাজের অ্যাফিলিয়েট পার্টনার কিভাবে হবেন? 101 96024

Last updated on ডিসেম্বর 26th, 2023 at 12:35 অপরাহ্ন

অ্যাফিলিয়েট মার্কেটিং কি? (What is Affiliate Marketing?)

সহজ ভাষায় বলতে হলে অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) হল নিজের কোন ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে অন্য কোন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা করা এবং আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিত পণ্যের উপর কমিশন আয় করা। আপনি দারাজের অ্যাফিলিয়েট পার্টনার হলে আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে যতগুলো পণ্য বিক্রি হবে তার একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।

দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং (What is Daraz Affiliate Marketing?)


দারাজ হল বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস। যেখানে বর্তমানে প্রায় নয় লক্ষ ৫০ হাজারের অধিক পণ্য রয়েছে। আপনার বা আপনার সাইটের রেফারেন্স দিয়ে যদি দারাজের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি কিছু কমিশন পাবেন। এটিই হল দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং (Daraz Affiliate Program)।

কি পরিমান কমিশন পেতে পারেন আপনি? (How much can you earn?)


সাধারণত দারাজ বাংলাদেশ আপনাকে প্রোডাক্টের ক্যাটাগরি ভিত্তিক কমিশন দেবে, ফ্যাশন প্রোডাক্টের জন্য আপনি সর্বোচ্চ ১২% পর্যন্ত কমিশন পেতে পারেন। যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি দারাজের দশ হাজার টাকা মূল্যের ফ্যাশন পণ্য বিক্রি করেন তাহলে আপনার কমিশন হবে ১০,০০০ X ৮% = ৮০০ টাকা।

কিভাবে দারাজের অ্যাফিলিয়েট একাউন্ট খুলবেন? (How to open Daraz Affiliate Account?)


প্রথম ধাপঃ প্রথমেই আপনাকে চলে যেতে হবে এই লিঙ্কে এবং “SIGN UP NOW” এই বাটন -এ ক্লিক করতে হবে,

0C920DEC 23D8 4B76 A892 24173D28E510 20201111174652
Next বাটনে ক্লিক করে অগ্রসর হউন

দ্বিতীয় ধাপঃ ইমেইল আইডি সহ ফর্মটি যত্ন সহকারে পূরণ করুন, ব্যবসার ধরণ ও মাসব্যাপী ট্র্যাফিক এর অপশন বেছে নিন,

2BB1BE20 8EBD 46C0 8462 555433482D7A 20201111175559

তৃতীয় ধাপঃ আপনার ব্যাংক এর তথ্য সমূহ সঠিকভাবে পূরণ করুন,

৪র্থ ধাপঃ ট্যাক্স ও ভ্যাট এর তথ্যাদি ভালভাবে পূরণ করে ফেলুন,

4027DB0C F624 416C BF93 508D33968E3E 20201111181131

৫ম ধাপঃ  আপনার দারাজ বায়ার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ধরণ, ব্যবসার নাম, ফোন নম্বর, ন্যাশনাল রেজিস্ট্রেশন নম্বর/গভঃ ইস্যু আইডি নম্বর, পোস্টাল অ্যাড্রেস ও আপনার দেশ সিলেক্ট করুন,

৬ষ্ঠ ধাপঃ আপনি কি দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলী সমূহের সাথে একমত?

ACAE9E34 022D 42DD 8887 B7F9CB2525EB 20201111182758

একমত হলে Yes বাটনে ক্লিক করে Next স্টেপে গিয়ে Submit করে দিলেই আপনার দারাজ অ্যাফিলিয়েট সাইন-আপ ফর্মটি সফলভাবে পূরণ করা সম্ভব হবে।

আপনাদের এক্ষেত্রে কি পরিমাণ সময় ব্যয় করতে হবে? (How much time you have to spend?)

দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে প্রাধানত আপনার কাজের গতি ও স্কিল এর উপর নির্ভর করে কি পরিমাণ সময় আপনার ব্যয় করতে হবে। এক্সপার্টদের ক্ষেত্রে ১-২ ঘন্টা কাজ করলে হয়। মিড লেভেলের মার্কেটারদের ক্ষেত্রে ২-৪ ঘন্টা সময় দিলে হয় এবং শুরুর দিকে দিনে কমপক্ষে ৩-৫ ঘন্টা সময় দিলে ভালো। এভাবে সময় দিলে এবং আপনার ওয়েবসাইটের দর্শক সংখ্যা মোটামুটি ভাল হলে আপনি মাস শেষে ১০,০০০-২০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

আপনার কি কি থাকতে হবে?

১) আপনার নিজস্ব ওয়েবসাইট/ ফেসবুক পেজ/ ইউ টিউব চ্যানেল
২) ব্যাংক অ্যাকাউন্ট
৩) অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সাধারণ কিছু ধারণা

বিভিন্ন পরামর্শ এবং সহায়তার জন্য দারাজ অফিশিয়াল ব্লগ পেজে ভিজিট করুন।

আরও জানতে মেইল করুন এই অ্যাড্রেস এ: affiliateprogram@daraz.com.bd

Spread the love
Previous ArticleNext Article

101 Comments

মন্তব্য করুন

দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে আবারও পাবেন ডাবল টাকা ভাউচার! 10 5823

Last updated on ডিসেম্বর 21st, 2023 at 01:12 অপরাহ্ন

আসছে ১১ নভেম্বর বাংলাদেশে দারাজ আবারো আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ক্যাম্পেইন দারাজ ১১.১১ সেল ২০২০। একদিনের এই বিশাল ক্যাম্পেইনে আপনার পছন্দের পণ্যের উপর থাকছে ব্যাপক ছাড়। পাশাপাশি বিভিন্ন ভাউচারের সমন্বয়ে একটি উল্লেখযোগ্য শপিং ফেস্টিভালের অংশ হতে যাচ্ছেন আপনিও। কিন্তু এত কিছুর পরও ডাবল টাকা ভাউচার না থাকলে কি অনলাইনে শপিং জমে? তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করেই আসন্ন দারাজ এগারো এগারো (১১.১১) ক্যাম্পেইনে আবারও হাজির হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডাবল টাকা ভাউচার!

BABC47FD B538 43BA BD13 6E8852367829 20201022161838

যেসব ডাবল টাকা ভাউচার থাকছে এবারের দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে

ডাবল টাকা ভাউচার
ডাবল টাকা ভাউচারের নাম ডিসকাউন্টের পরিমাণ সর্বনিম্ন পরিশোধযোগ্য টাকা
DBL – 500 BDT 500 BDT 1,000
DBL – 1000 BDT 1,000 BDT 2,000
DBL – 2000 BDT 2,000 BDT 4,000
DBL – 5000 BDT 5,000 BDT 10,000
DBL – 10000 BDT 10,000 BDT 20,000

কিভাবে ডাবল টাকা ভাউচার গুলো ব্যবহার করা যাবে?

১) ডাবল টাকা ভাউচার চালু হবে ২৭ ও ২৯ অক্টোবর সহ পহেলা, পঞ্চম ও দশম নভেম্বরে

২) একজন ক্রেতা একটি ডাবল টাকা ভাউচার একবারই জিততে পারবেন

৩) ডাবল টাকা ভাউচার এর ডিসকাউন্ট উপভোগ করা যাবে ১১ নভেম্বরেই

৪) এই ডিসকাউন্ট উপভোগ করতে চাইলে ভাউচার প্রতি একটি সর্বনিম্ন পরিমাণ টাকা পরিশোধ করতে হবে 

৫) পাশাপাশি ক্রেতারা ব্র্যান্ড ভাউচারও উপভোগ করতে পারবেন

৬) ডাবল টাকা ভাউচার জিততে নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতারা ৫ বার অংশগ্রহণ করতে পারবেন

৭) দারাজ অ্যাপের ‘মাই ভাউচার’ অপশন থেকে ক্রেতারা ভাউচার সমূহের বিবরণ জেনে নিতে পারেন

৮) ডাবল টাকা ভাউচার শুধুমাত্র দারাজ অ্যাপের শেক শেক ফিচারের মাধ্যমেই উপভোগ করা সম্ভব

৯) ডাবল টাকা ভাউচার শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট, বেবি টোডলার ফুড, বেবি ডায়াপার, মেডিসিন, পিয়রইট, রিয়েলমি এবং স্যামসাং এম৪০ ছাড়া অন্যান্য সকল পণ্যের জন্যই প্রযোজ্য

১০) ডাবল টাকা ভাউচার সমূহ অফেরতযোগ্য ভাউচার।

তাই আর দেরি না করে ডাবল টাকা ভাউচার এর স্টক শেষ হওয়ার পূর্বেই দারাজ অ্যাপ শেক করে সংগ্রহ করে ফেলুন, আর দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে উপভোগ করুন সেরা শপিং এর আনন্দ।            

আরও দেখতে পারেন,

>>Double Taka Voucher for Daraz 11.11 Sale 2020<<

unnamed

Spread the love