ইফতারের সময় কোনভাবেই কুলিয়ে উঠতে পারছেন না? দেখে নিন সহজ ৬ টি সমাধান! 1 4786

Last updated on জুন 15th, 2023 at 03:34 অপরাহ্ন

রমজানুল মুবারক! পবিত্র মাহে রমজান মাসে ইবাদত-বন্দেগি সহ অনেকরই বিভিন্ন রকম কর্ম-ব্যস্ততা থাকে। এর মধ্য থেকে ইফতার গোছানোর জন্য পর্যাপ্ত সময়ের সংকুলান সকলের জন্যই সবসময় সম্ভব হয়ে ওঠে না। অধিকাংশ ক্ষেত্রে মাগরিবের আযানের আগেই টেবিলে সব খাবার পরিবেশন করা বিরাট চ্যালেঞ্জ মনে হতে পারে। তবে এত সব ঝামেলা থেকে রেহাই পেতে আপনাদের জন্য থাকছে খুবই সহজ ও ঝটপটে ইফতার বানানোর কিছু কৌশল। যার মাধ্যমে অতি দ্রুত সময়ে একদিকে যেমন আপনার সব ইফতার আইটেম প্রস্তুত হয়ে যাবে, অন্যদিকে ইবাদহ সহ অন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য বাঁচবে কিছু মূল্যবান সময়!

রমজানের দরকারি গ্রোসারি পণ্য সাশ্রয়ী মূল্যে কিনুন অনলাইনে

কম সময়ে ইফতার বানানোর কিছু দ্রুত ও সহজ রেসিপি দেখে নিনঃ

পিয়াজু বা পিয়াজি ঝটপট বানিয়ে ফেলুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে পিয়াজু না পেলে ভাল লাগবে? তবে এত বেশি চিন্তার কিছু নেই, পিয়াজি এখন খুব সহজ উপায়ে বানাতে পারবেন ঘরে বসে!

পিয়াজু রেসিপি – উপকরণঃ

  • যেকোন ডাল (প্রয়োজন মাফিক)
  • পেঁয়াজ
  • ডিম
  • কাঁচা মরিচ
  • জিরা গুঁড়া (আধা চা চামচ)
  • রসূন বাটা (আধা চা চামচ)
  • রাঁধুনি গরম মসলার গুঁড়া
  • খাবার সোডা (এক চিমটি)
  • হলুদ (পরিমাণ মাফিক)
  • লবণ (পরিমাণ মাফিক)

পিয়াজু রেসিপি – প্রস্তুত প্রণালীঃ

মসুর ডাল অথবা যেকোন ডাল পানিতে ভিজিয়ে নরম করে ব্লেন্ডার এর মাধ্যমে অথবা শিলপাটায় বেটে নিন। গরম মসলা, লবণ, হলুদ, কাঁচা ডিম ও খাবার সোডার সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ডাল, জিরা গুঁড়া ও রসূন বাটার মিশ্রণটি ভালভাবে মাখিয়ে নিন। প্যান অথবা লোহার কড়াইয়ে গরম তেলের মধ্যে বাদামি হওয়ার আগ পর্যন্ত ভাঁজতে থাকুন, এরপর লাল কালার চলে আসলে গরম গরম পিয়াজু ডাইনিং টেবিলে পরিবেশন করুন।

আলুর চপ খুব সহজে বানিয়ে ফেলুন

ইফতারের প্লেটে পিঁয়াজুর পাশাপাশি আলুর চপ না থাকলে কি ইফতার জমে? তাই আপনার ইফতারেও একটা দেশি ফ্লেভার যোগ করতে বানিয়ে ফেলুন আলুর চপ খুব সহজে।

আলুর চপ রেসিপি – উপকরণঃ

  • আলু সিদ্ধ (পরিমাণ পছন্দানুসারে)
  • ডিম
  • পেঁয়াজ কুঁচি
  • ধনিয়াপাতা কুঁচি
  • কাঁচামরিচ কুঁচি
  • রসুন বাটা (পরিমাণ মত)
  • জিরা গুঁড়া (পরিমাণ মত)
  • ধনিয়া গুঁড়া (পরিমাণ মত)
  • পাঁচফোড়ন বাটা ১-২ চা চামচ
  • লবণ (পরিমাণ মত)
  • তেল (১ টেবিল চামচ)
  • টেস্টিং সল্ট (পরিমাণ মাফিক)

আলুর চপ রেসিপি – প্রস্তুত প্রণালীঃ

আলু সিদ্ধ করে ভালভাবে ভর্তা করে নিন। প্যানে সামান্য তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুঁচির সাথে ডিম ভেজে নিন, মসলা গুলো মিশিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে নামিয়ে ফেলুন। এগুলোর সাথে আলু ভর্তা ও ধনিয়া পাতা মিশিয়ে ভাল করে মেখে চপ তৈরী করে ফেলুন। 

ঘুগনি তৈরী করুন বাসায় বসে

ইফতারে মুড়ির সাথে ঘুগনি খেতে ইচ্ছা হলে সেই ইচ্ছা পূরণ হবে এখন বাসাতে। খুব সহজে এবং অল্প সময়ে এই মজাদার ঘুগনি বানিয়ে ফেলা সম্ভব।

ঘুগনি রেসিপি – উপকরণঃ

  • মটর ডাল (প্রয়োজন অনুসারে)
  • আলু 
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • আদা বাঁটা (১ চা চামচ)
  • রসূন বাঁটা (১ চা চামচ)
  • জিরা গুঁড়া (পরিমাণ মাফিক)
  • হলুদ গুঁড়া (পরিমাণ মাফিক)
  • লবণ (পরিমাণ মাফিক)
  • সরিষার তেল (পরিমাণ মাফিক)

ঘুগনি রেসিপি – প্রস্তুত প্রণালীঃ

কমপক্ষে ৮ ঘন্টা যাবত ভেজানো মটর ডাল খুব ভাল করে সিদ্ধ করে নিতে হবে। প্যানে গরম তেলে পেঁয়াজ কুঁচি, টমেটো ও আলু কুঁচি এবং আদা ও রসূন বাটা দিয়ে নাড়তে হবে। মটর ডাল সিদ্ধ হলে কাঁচামরিচ সহ লবণ, হলুদ গুঁড়া ও জিরা গুঁড়া মিশিয়ে ভালভাবে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মত পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন, পানি শুকিয়ে মাখো মাখো অবস্থায় আসলে নামিয়ে ফেলুন।  

মজাদার হালিম রান্না এখন আরও সহজ

এই রমজানে হালিম খেতে যদি খুব বেশি ইচ্ছা করে, নিরাশ হওয়ার কিছু নেই। দোকানের হালিমের থেকেও আরও স্বাস্থ্যসম্মত উপায়ে হালিম রান্না করা সম্ভব খুব সহজে ঘরে বসেই।

হালিম রেসিপি – উপকরণঃ

মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চালপরিমাণ মাফিক
মাংস১ কেজি কিংবা অধিক
পিঁয়াজ৩-৪টি (বেরেস্তা করার জন্য)
পেঁয়াজ বাটা২ টেবিল চামচ
আদা বাটা২ টেবিল চামচ
রসুন বাটা২ টেবিল চামচ
হলুদ ও মরিচ গুঁড়া২টা মিলিয়ে ২ টেবিল চামচ
গরম মশলা গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া২ চা চামচ
ধনিয়া গুঁড়া২ চা চামচ
ধনিয়া পাতা কুচিপরিমাণ মতো
আদা কুচিপরিমাণ মতো
তেলপরিমাণ মতো
লবণপরিমাণ মতো

হালিম রেসিপি – রান্নার ধরণ

প্রথমে মুগ ডাল, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চাল মিলিয়ে আধা কেজির মত পরিমাণের সাথে এক কাপ পরিমাণ গম রেডি করুন। এসব উপাদান শিল পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিন।

এরপর মাংসের সাথে সব মশলা মিশিয়ে কমপক্ষে আধাঘণ্টা মেরিনেট করে রাখুন। বড় পাতিলে তেল দিয়ে মাখানো মাংসের পিসগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এখন গুড়ো করে রাখা সব ডাল ও গম এর মিশ্রণটি ৫ কাপ গরম পানি ও মশলার সাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। 

এভাবে ঠিক অল্প আঁচে ১ ঘন্টা যাবত রান্না করুন এবং মাঝে মাঝে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরে ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন। হালিম পরিবেশনের সময় উপরে ধনিয়া পাতা ও আদা কুচি, কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন।

শরবত মিক্স রেডি হবে চোখের পলকে

আপনার ইফতার মেন্যুতে এত এত সুস্বাদু পদের ভিড়ে কোন শরবত না থাকলে কি চলে? শরবত ছাড়া ইফতার তো অনেকটা সুপারি ছাড়া পানের মত! আর শরবত বানানোর মত এত সহজ কাজ তো ঝামেলা মনে করে এড়িয়ে যাওয়ার মত নয়।

শরবত রেসিপি – উপকরণঃ

  • পরিমাণ মত পানি
  • চিনি
  • লেবু
  • সামান্য লবণ
  • যেকোন শরবত আইটেম

শরবত রেসিপি – বানানোর উপায়

একটি পাত্রে পরিমাণ মত পানি নিয়ে পর্যাপ্ত চিনি গুলিয়ে নিন। এরপর লেবু নিঙড়ানো রস এর সাথে সামান্য লবণ মিশিয়ে নিন। আপনার পছন্দানুসারে এই মিশ্রণে রুহ আফজা, ট্যাং সহ যেকোন শরবত আইটেম মেশাতে পারেন, মিশ্রণটি পানিতে পুরোপুরি মিশে যাওয়া অবধি নাড়তে থাকুন। ব্যাস হয়ে গেল আপনার স্বাদ মুখে লেগে থাকার মত ঝটপট শরবত! 

দই চিড়া রেডি করুন এক নিমিষে

সারাদিন রোজা রাখার পর দই চিড়া খেতে ইচ্ছা করছে? তবে সেই ইচ্ছা কেন মাটি হবে? যেহেতু পেট ঠান্ডা রাখার মত উপকার এটাতে বিদ্যমান এবং প্রস্তুত প্রণালীও খুব সোজা, তাই কপালে চিন্তার ভাজ না ফেলে দই চিড়া বানাতে বসে যাওয়াই ভাল।

দই চিড়া রেসিপি – যা লাগবেঃ

  • চিড়া পরিমাণ অনুসারে
  • দই পরিমাণ মত
  • কলা (পছন্দ অনুসারে)
  • চিনি পরিমাণ মত
  • লবণ সামাণ্য পরিমাণে

দই চিড়া রেসিপি – বানাবেন যেভাবেঃ

একটি পাত্রে পরিমাণ অনুসারে আগে থেকে ভেজানো চিড়া ও দই নিন। পছন্দ অনুসারে কিছু কলা স্লাইস করে কেটে দিন। পরিমাণ মত চিনি ও খুব সামাণ্য পরিমাণে লবণ মিশিয়ে নিন। এখন আপনার স্টাইলে এটা মিক্স করে খাওয়ার উপযোগী করে নিন। কি খুব সহজ না? ওহ সাথে কয়েকটি খেজুর রাখতে ভুলবেন না কিন্তু!

আপনার ইফতার কি এখন রেডি? তাহলে রমজানের আরও কিছু গ্রোসারি পণ্য সামগ্রী কিনতে চোখ রাখতে পারেন দারাজ রমজান বাজার সেল ক্যাম্পেইনে। সুলভ মূল্যে সব ধরনের গ্রোসারী কিনতে ভিজিট করুন দারাজ মার্ট। 

দারাজ রমজান বাজার ২০২৩ (আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট)

আরও দেখুন,

 রমজানের গ্রোসারি শপিং কেন ডি মার্ট থেকে করবেন? 

Spread the love
Previous ArticleNext Article

1 Comment

  1. সকল রাধুনির জন্য ফ্রেন্ডস অর্গানিক নিয়ে এসেছে পাঁচ পদের ডালের সংমিশ্রণে পিঁয়াজু ডালের রেডিমিক্স,
    তাই কোনপ্রকার বাটা-বাটির ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করুন পেঁয়াজু।

    “ভালো খান, সুস্থ থাকুন, ফ্রেন্ডস অর্গানিকের সাথে থাকুন”

    ফ্রেন্ডস অর্গানিক আয়োজনে আপনাদের জন্য আরো রয়েছে নিম্নোক্ত পণ্যঃ
    ১। নিজস্ব তত্ত্বাবধানে ভাঙ্গানো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুড়ো।
    ২। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সরের ঘি।
    ৩। ঐতিহ্যবাহী হাতে তৈরি কেমিক্যাল মুক্ত লাল চিনি।
    ৪। ১০০% ভেজাল মুক্ত শতভাগ খাঁটি আখের পাটালী এবং ঝোলা গুড়।
    ৫। মাদারীপুরের কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল।
    ৬। পিয়াজু তৈরির পাচ মিশালি রেডিমিক্স।
    ৭। পাঁচ মিশালি ডালের স্পেশাল বেসন।

মন্তব্য করুন

সেরা দামে দারাজ মার্ট থেকে কিনুন রাঁধুনি রান্নার সব মসলা এবং উপকরণ (২০২৪) 0 5323

Last updated on ডিসেম্বর 26th, 2023 at 03:38 অপরাহ্ন

আপনি জানেন রাধুনি বাংলাদেশে রান্নার মসলা ও উপকরণের জন্য সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড? দারাজ মার্ট একটি অনলাইন মুদির দোকান যা মসলা, রেডি মিক্স, সরিষার তেল, ভেষজ, মশলা, শেমাই, ভিনেগার এবং রান্নার ওয়াইন এর মতো সমস্ত ধরণের রাধুনি পণ্য সরবরাহ করে। এখানে, দারাজ মার্টের সর্বাধিক বিক্রিত এবং সর্বাধিক জনপ্রিয় রাধুনি আইটেমগুলি মূল্য সহ তালিকাভুক্ত করা হলো।

radhuni products

অনলাইনে মুদি সামগ্রী কেনাকাটা

আজকাল অনলাইনে কেনাকাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন মুদি কেনাকাটা অনেক সুবিধাজনক কেনান এর ফলে আপনার সময় এবং খরচ উভয়েই বেচে যাবে। এছাড়াও, সব ধরনের মুদির সামগ্রী এখন অনলাইন মুদি দোকানে পাওয়া যায় যাতে আপনি একটি অনলাইন মুদি দোকান থেকে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলি অর্ডার করতে পারেন এবং যখনই আপনার প্রয়োজন হয় তখনই আপনার দোরগোড়ায় আপনার অর্ডার করা আইটেমটি পৌঁছে যাবে।

দারাজ মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মুদি দোকান যা সব থেকে সেরা মূল্যে নিয়মিত মুদি পণ্য সরবরাহ করে। সমস্ত ব্র্যান্ডের রান্নার উপকরণ এই অনলাইন মুদি দোকানে পাওয়া যায়। তাছাড়া দারাজ মার্টের একই দিনে ডেলিভারি সুবিধা এবং এক্সপ্রেস ডেলিভারি আপনার অনলাইনে মুদি সামগ্রী কেনাকাটাকে আরও সহজ করে দিবে।

দারাজ মার্টের শীর্ষ রাঁধুনি পণ্যের মুল্য তালিকা

রাধুনির কিছু রান্নার উপাদান নিয়মিত ব্যবহারে অপরিহার্য যেমন হলুদ গুড়া, মরিচ গুড়া, ধোনিয়া গুড়া, চিকেন মসলা, গরুর মাংসের মসলা, ফিশ কারি মসলা এবং আরও অনেক কিছু যা দারাজ মার্টে পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো দামে। 

পণ্যের নামপরিমানমূল্যসেরা দামে কিনুন
রাধুনি মরিচের গুঁড়া৫০ গ্রাম৪৬ টাকাএখনি কিনুন
রাঁধুনি হলুদ গুঁড়া১০০ গ্রাম৫২ টাকাএখনি কিনুন
রাঁধুনি জিরা গুঁড়া১০০ গ্রাম১৯৫ টাকাএখনি কিনুন
রাঁধুনি ধনিয়া গুঁড়া১০০ গ্রাম৫৬ টাকাএখনি কিনুন
রাঁধুনি মুরগির মাংসের মসলা১০০ গ্রাম৭৮ টাকাএখনি কিনুন
রাধুনি গরুর মাংসের মসলা১০০ গ্রাম৭০ টাকাএখনি কিনুন
রাধুনি বিরিয়ানি মসলা৪৫ গ্রাম৭৪ টাকাএখনি কিনুন
রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মসলা৪০ গ্রাম৫৫ টাকাএখনি কিনুন
রাঁধুনি রোস্ট মসলা৩৫ গ্রাম৬৩ টাকাএখনি কিনুন
রাঁধুনি কাবাব মসলা৫০ গ্রাম83 টাকাএখনি কিনুন
রাঁধুনি হালিম মিক্স২০০ গ্রাম৫৯ টাকাএখনি কিনুন
রাঁধুনি ক্ষীর মিক্স১৫০ গ্রাম৫১ টাকাএখনি কিনুন
রাঁধুনি গরম মসলা১৫ গ্রাম২৬ টাকাএখনি কিনুন
রাঁধুনি খিচুড়ি মসলা৫০০ গ্রাম১৩১ টাকাএখনি কিনুন

এর পাশাপাশি, রাধুনি কাবাব মসলা, বিরিয়ানি মসলা, হালিম মিক্স, খিচুড়ি মিক্স, ফালুদা মিক্স, জর্দা মিক্স, কালা ভুনা মসলা এবং অন্যান্য জনপ্রিয় আইটেমের দাম অনলাইনে দেখুন।

আরও দেখুনঃ দারাজ মার্ট – নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্যের মূল্য তালিকা

আপনি যদি ওজন কমানোর জন্য কম ক্যালোরির স্ন্যাকস, ম্যাগির সকল পণ্য, বাংলাদেশের সেরা মিল্ক পাউডার ব্র্যান্ডের মতো আরও পণ্য কিনতে চান তাহলে এখনি দারাজ মার্টে ভিজিট করুন এবং উপভোগ করুন আকর্ষণীয় অফার এবং ডিলগুলি।

Spread the love

দারাজ মার্ট – নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্যের মূল্য তালিকা (আপডেটেড  আগাস্ট ২০২৪) 0 6140

Last updated on ডিসেম্বর 26th, 2023 at 03:06 অপরাহ্ন

আপনার নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্য কেনাকাটা আরও সহজ ও সুলভ করার জন্য দারাজ মার্ট – অনলাইন গ্রোসারী শপ এখন দিচ্ছে আকর্ষণীয় মুল্য ছাড়। এছাড়াও এখন আপনার দরকারি মুদি জিনিসপত্র অনলাইনে অর্ডার করে পেয়ে যাবেন সব থেকে দ্রুত সময়ে আপনার দোরগোড়ায়। 

অনলাইন গ্রোসারি শপ থেকে কেনাকাটা করুন এবং সেরা মানের মুদি পেয়ে যান সেরা দামে। আজই আমাদের মুদি দ্রব্যের মূল্য তালিকা দেখে নিন এবং অর্ডার করুন সকল ধরনের মুদি সামগ্রী সুলভমুল্যে।

আপনি কি আজকের বাজার দর জানতে চান? এখানে, আজকের নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের মূল্য তালিকা দেওয়া হলো।

বাংলাদেশে আজকের নিত্য প্রয়োজনীয় মুদি সামগ্রীর মূল্য তালিকা

বাংলাদেশের মুদির সর্বশেষ মূল্যের সাথে আপডেট থাকুন। নিয়মিত প্রয়োজনীয় মুদির মূল্য তালিকা দেখুন এবং সেরা মূল্যে অনলাইন মুদি দোকান থেকে কিনুন আপনার দরকারি জিনিসপত্র।

মুদি সামগ্রীপরিমানমূল্য
বাদামী আমন চাল১ কেজি৭৪ টাকা
মিনিকেট চাল১০ কেজি৭৮৮ টাকা
চিনিগুড়া চাল১ কেজি১১৫ টাকা
নাজিরশাইল চাল ৫ কেজি৩৯৬ টাকা
আতপ চালের গুড়া৫০০ গ্রাম৭৫ টাকা
আটা ১ কেজি৫৬ টাকা
ময়দা/গমের আটা ১ কেজি৬৭ টাকা
কর্ন ফ্লাওয়ার৫০০ গ্রাম৭৫ টাকা
মসুর ডাল/দেশি মুশুর ডাল ১ কেজি১১৯ টাকা
খেসারি ডাল ৫০০ গ্রাম৬৫ টাকা
মুগ ডাল ১ কেজি১২৫ টাকা
বুট ডাল/অ্যাঙ্কর ডাল ১ কেজি৯০ টাকা
মাশকলাই ডাল ৫০০ গ্রাম১১০ টাকা
লবণ ১ কেজি৩৩ টাকা
সাদা চিনি ১ কেজি১২৮ টাকা
লাল চিনি ১ কেজি১৮৩ টাকা
ব্রাউন সুগার ১ কেজি১৬৫ টাকা
সয়াবিন তেল১ লিটার১৭৭ টাকা
সরিষার তেল ১ লিটার১৪৯ টাকা
সূর্যমুখী তেল১ লিটার৪৯৯ টাকা
দুধের গুঁড়া ৫০০ গ্রাম৩৭৪ টাকা
তরল দুধ২ লিটার১৯৫ টাকা
ঘি ১০০ গ্রাম১২৪ টাকা
নুডলস ৪ প্যাক৮৫ টাকা
ধনিয়া গুড়া / ধনিয়ার গুড়া ৫০ গ্রাম২১ টাকা
হলুদ গুড়া/হলুদ গুড়া১০০ গ্রাম৫৮ টাকা
মরিচের গুঁড়া / মরিচ গুড়া১০০ গ্রাম ৪০ টাকা

বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে মুদি জিনিসপত্র কিনুন দারাজ মার্টে

সকালের নাস্তা

মধু, ওটমিল, সিরিয়াল, গ্রানোলা এবং আরও অনেক সকালের নাস্তার আইটেম দারাজ থেকে কিনুন সুলভ মূল্যে। ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি শিপিংয়ের মতো সুবিধা তো থকছেই।

চাল

দারাজ মার্ট বাংলাদেশে বাসমতি, চিনিগুড়া এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের চাল অফার করে সব থেকে কাম দামে। দারাজ মার্ট একই দিনের ডেলিভারি সুবিধা এবং কেনাকাটার ভালো অভিজ্ঞতার জন্য সর্বদা গ্রাহক সেবা প্রদান করে।

ডাল

দারাজ মার্ট, একটি অনলাইন মুদি দোকান বাংলাদেশে সবধরনের ডাল অফার করে। ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের ডাল ডিসকাউন্টসহ কিনতে পারে। এর মধ্যে রয়েছে সবুজ মুগ ডাল, মুশুর ডাল এবং আরও অনেক।

রান্নার উপকরণ

দারাজ মার্ট ২৫% পর্যন্ত ডিসকাউন্ট সহ ভেষজ, মশলা, তেল এবং আরও অনেক রান্নার উপাদান অফার করে। এখন আপনি সেরা মূল্যে বাংলাদেশের এই অনলাইন মুদি দোকান থেকে আপনার নিয়মিত মুদির প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।

শুকনা খাবার / ড্রাই ফুড

দারাজ মার্ট -এ ৫০% পর্যন্ত ছাড় সহ কিনুন ক্যানড ফুড। শুকনো মাছ থেকে শুরু করে মাশরুম, ড্রাই ফল, ক্যানড মাংস এবং আরও অনেক ড্রাই ফুড কিনুন দারাজে। সারা বাংলাদেশে সুবিধাজনক অনলাইন শপিং, ক্যাশ অন ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি উপভোগ করুন।

নুডলস

দারাজ মার্ট বাজেট-বান্ধব দামে ম্যাগি এবং ইফাদের মতো জনপ্রিয় ব্র্যান্ড সহ নুডলস অফার করে। ডিসকাউন্ট এবং দ্রুত দেশব্যাপী ডেলিভারি সহ, গ্রাহকরা কোরিয়ান রামেন এবং অন্যান্য নুডলস কিনতে পারে।

তাজা শাকসবজি

দারাজ মার্ট, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মুদির বাজার, বর্তমানে তাজা পণ্য বা কাচা বাজারের উপর ২৫% ছাড় দিচ্ছে। তাই এটি হতে পারে আপনার তাজা শাকসবজি কেনাকাটার জন্য একটি দুর্দান্ত স্থান। এখানে লাউ, বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন এবং আলু থেকে শুরু করে বিদেশী ফল, ভেষজ পন্য,  তাজা শাকসবজি এবং ফলের আইটেম রয়েছে।

Fresh vegetables price in bd online

দারাজ মার্ট ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে ক্যাশ অন ডেলিভারি, ফ্রি শিপিং এবং এক্সপ্রেস ডেলিভারির মতো সুবিধাজনক সেবা অফার করছে। আপনি প্রতিদিনের সবজি বা বিশেষ উপাদান খুঁজছেন?  দারাজ অনলাইন গ্রোসারী হতে পারে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার একটি আদর্শ স্থান।

এখন দারাজ মার্ট শুধু টাকাই সাশ্রয় করে না, আপনার মুদি কেনাকাটার জন্য করে সময় সাশ্রয়। আপনি বাংলাদেশে সর্বোত্তম মূল্যে আপনার নিয়মিত ব্যবহারের জন্য আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে অর্ডার করতে পারেন। এছাড়াও, যখনই আপনার যা প্রয়োজন, আপনি কেবলমাত্র দারাজ মার্টে একটি অর্ডার দিতে পারেন এবং ন্যূনতম শিপিং ফিতে একই দিনে ডেলিভারি পেতে পারেন। 

আরও তথ্যের জন্য, ‘কেন দারাজ মার্ট থেকে মুদির জিনিসপত্র অর্ডার করবেন‘ ব্লগটি পড়ুন।

Spread the love