যেভাবে উদযাপন করতে পারেন এবারের বৈশাখ ১৪৩০ 0 3921

Last updated on জুন 5th, 2023 at 03:10 অপরাহ্ন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে কে না জানে? বছর ঘুরে আবারও আসছে বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। আবারও সময় আসছে রঙের এই উৎসবে নিজের বাঙালী চিত্তকে আরও রঙ্গিন করে তোলার। তাই, চলুন জেনে নেওয়া যাক এই পহেলা বৈশাখে কেমন হতে পারে বৈশাখী খাবার, পোশাক ও স্টাইল।

ঘরোয়া পরিবেশে পহেলা বৈশাখ

অবশ্যই আগেভাগেই নিজে নিজে ঠিক করে ফেলুন এই পহেলা বৈশাখের দিনটি কিভাবে উদযাপন করবেন। যদি আপনি ভিড়, যানজট, ধুলোবালি এবং প্রখর রোদ থেকে নিজেকে দূরে রাখতে চান, তাহলে নিজের পরিবারের সাথে পান্তা-ইলিশ খেয়ে সকালটা শুরু করতে পারেন। পহেলা বৈশাখ উপলক্ষে প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই চলে বিশেষ অনুষ্ঠান, পান্তা-ইলিশ খেয়ে পরিবারের সাথে টিভিতে উপভোগ করতে পারেন অনুষ্ঠানগুলো। পান্তা – ইলিশের পর রোদ্র উত্তপ্ত দুপুরে ফ্যান কিংবা এসি ছেড়ে একটা আরামের ভাত ঘুম দিলে কিন্তু মন্দ হয়না। তাছাড়া, পছন্দের ল্যাপটপে মুভি দেখেও আয়েশ করে কাটিয়ে দিতে পারেন দিনটি।

ও হ্যাঁ, বৈশাখী পাঞ্জাবি বা, লাল পাড়ওয়ালা সাদা বৈশাখী শাড়ি পরিধান করে আপনার মোবাইল দিয়ে অথবা, ক্যামেরা দিয়ে আপনার পরিবারের সাথে এই পহেলা বৈশাখের স্মৃতিটি ধারণ করতে ভুলবেন না।

আর আপনার যদি প্ল্যান থাকে এই পহেলা বৈশাখ আপনি আপনার প্রিয়জনদেরকে নিয়ে দিনটি ঘরের বাইরে উদযাপন করবেন এবং নিজেকে রাঙ্গিয়ে তুলবেন বাঙ্গালিয়ানার সব রঙে, তাহলে মনোযোগ দিয়ে পড়তে পারেন নিম্নোক্ত টিপস সমূহ। 

যেভাবে উদযাপন করতে পারেন নববর্ষের প্রথম দিনটি

পহেলা বৈশাখে কিন্তু অন্যান্য দিনের মত সাজলে বাঙ্গালিয়ানাটা ঠিক ষোলয়ানা পরিপূর্ণ হয় না। সেক্ষেত্রে যা যা পড়বেন এই পহেলা বৈশাখে,

মেয়েদের পহেলা বৈশাখ

ঐতিহ্য ধরে রাখতে হলে মসলিন অথবা নেটের শাড়ি, লাল লিপস্টিক, লাল টিপের সাথে খোপা, বেনিতে অথবা, হাতে ফুল আপনাকে শুভ্র ও সতেজ দেখাতে সাহায্য করবে। অথবা, সাদা, লাল, অথবা, সোনালি রঙের শাড়ির সাথে ম্যারুন লিপস্টিক, লাল চুড়ি, লাল জুতো, লাল হ্যান্ডব্যাগ উৎসবের রঙের সাথে আপনার মিল খুঁজে পেতে সাহায্য করবে।

মেয়েদের পহেলা বৈশাখী কেনাকাটা অনলাইনে

আপনি যদি মেয়েদের শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ না করে থাকেন, সেক্ষেত্রে সাদা, লাল, গোল্ডেন রঙের সালোয়ার কামিজ অথবা কুর্তি পড়তে পারেন। তার সাথে, চুলে কার্লার, টংস দিয়ে চুল একটু কা্‌‌র্লি করলে আপনার লুককে আসতে পারে ভিন্ন মাত্রা। অথবা, হেয়ার স্প্রে ব্যবহার করে মেসি বান ফুটিয়ে তুলতে পারে আপনার সাজকে।

এক্সেসরিজের মধ্যে পড়তে পারেন, গোল্ডেন ছেলেদের হাত ঘড়ি অথবা ব্রেসলেট এবং রোদ থেকে সুরক্ষায় ছেলেদের সানগ্লাস; সাথে একটু কড়া ঘ্রাণের পারফিউম ও বডি স্প্রে। মেকাপের বেলায়, চোখে হাল্কা মেকআপ আর, পোশাকের রং অনুযায়ী আই লাইনার ব্যাবহার করা উত্তমত

ছেলেদের পহেলা বৈশাখ

ছেলেদের জন্য অবশ্যই বাঙ্গালীর ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে পাঞ্জাবী ও পায়জামা। তবে প্রখর রোদের কথা বিবেচনায় রাখলে কালো রঙের পাঞ্জাবী এড়িয়ে যাওয়াটাই ভালো। সাদা পাঞ্জাবী পহেলা বৈশাখের জন্য সর্বউৎকৃষ্ট। এর সাথে চামড়ার স্যান্ডেল, ভেস্ট, ঘড়ি, সানগ্লাস আপনার সাজকে করবে পরিপূর্ণ।

pohela boishakh collection for boys

প্রসাধনীর মধ্যে আপনার চুলের জন্য হেয়ার জেল অথবা, ওয়াক্স। আর তার আগের দিন ট্রিমার ব্যাবহার করে আপনার লুককে করুন পারফেক্ট। প্রসাধনী হিসেবে হালকা পারফিউম করলে গরমে সতেজতা বজায় থাকবে।

কিন্তু এত প্রস্তুতি কিভাবে নিবেন?

এবার পহেলা বৈশাখের প্রস্তুতি আপনি নিতে পারবেন ঘরে বসেই। কারণ দারাজ আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন বৈশাখী মেলা, দারাজ বৈশাখী মেলা ১৪৩০। অভাবনীয় ছাড়সহ সেরা অনলাইন বৈশাখী কেনাকাটার জন্য ভিজিট করতে পারেন দারাজ পহেলা বৈশাখ এর এই বিশেষ ক্যাম্পেইন।

এছাড়া আরো দেখতে পারেন-
বছরের সবচাইতে বড় অনলাইন বৈশাখী মেলা

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

মন্তব্য করুন